Ajker Patrika

ইউক্রেনে হামলা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন পুতিন: ক্রেমলিন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৫৩
ইউক্রেনে হামলা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন পুতিন: ক্রেমলিন

রুশ সেনাবাহিনীকে ইউক্রেনে হামলা স্থগিত করা নির্দেশ দিয়েছিলেন পুতিন। শুক্রবার ইউক্রেনের সঙ্গে আলোচনা হতে পারে এমন সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি এই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ইউক্রেন সরকার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় আক্রমণ বন্ধের নির্দেশ তুলে নেওয়া হয়। শনিবার রাশিয়ার রাষ্ট্রপতির কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

সিএনএনের ওই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধে রাশিয়ার তরফ থেকে আলোচনার প্রস্তাবের বিপরীতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির এক উপদেষ্টা শনিবার ভোরে—ইউক্রেন আলোচনা করতে অস্বীকার করেছে এমন অভিযোগ অস্বীকার করেন। 

তবে শনিবার পেসকভ সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে আলোচনা চালিয়ে নিতে রুশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে ইউক্রেনে সশস্ত্র অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন।’ 

তিনি আরও বলেন, কিন্তু ইউক্রেন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরিকল্পনা অনুযায়ী সামরিক অভিযান আজ আবারও শুরু হয়েছে।’ 

এ দিকে ইউক্রেনের শহর মেলিতোপোল দখল করতে পারেনি রাশিয়ার বাহিনী। এমনকি রুশ সৈন্যদের কিয়েভে প্রবেশেও প্রবল বাঁধা দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। শনিবার ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। 

হিপি বলেছেন, ব্রিটেনের মূল্যায়ন হলো—রাশিয়া বৃহস্পতিবার যে লক্ষ্যে নিয়ে ইউক্রেন আক্রমণ করেছিল তা এখন পর্যন্ত অর্জন করতে পারেনি। 

বিবিসি রেডিওকে হিপি বলেন, ‘এমনকি মেলিতোপোল শহর—যা রাশিয়ানরা দখল করেছে বলে দাবি করেছে, কিন্তু তাঁরা এটি প্রমাণ করতে পারবে না। সবই এখনো ইউক্রেনের হাতে রয়েছে। এ ছাড়া কিয়েভের উপকণ্ঠে যে যুদ্ধের কথা বলা হয়েছে, তা মূলত রুশ সেনাবাহিনীর বিশেষ একটি দল ও প্যারাট্রুপারদের অবতরণ।’ 

তিনি আরও বলেন, ‘বাস্তবতা হলো বেলারুশ থেকে রুশ সেনাবাহিনীর যে সাঁজোয়া বহর নেমে এসে থেকে কিয়েভকে ঘিরে ফেলতে যাচ্ছিল সেগুলো এখনো কিছুটা উত্তরে রয়েছে। ইউক্রেনের সৈন্যরা তাঁদের অবিশ্বাস্যভাবে প্রতিরোধ করেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত