Ajker Patrika

ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়ছে চীনারা: জেলেনস্কি

অনলাইন ডেস্ক
জাপোরিঝিয়া অঞ্চলে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে গোলা নিক্ষেপ করছে ইউক্রেনের সেনারা। ছবি: সিএনএন
জাপোরিঝিয়া অঞ্চলে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে গোলা নিক্ষেপ করছে ইউক্রেনের সেনারা। ছবি: সিএনএন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে রণক্ষেত্রে লড়াই করছে দেড় শতাধিক চীনা যোদ্ধা। দুই চীনা যোদ্ধাকে বন্দী করারও দাবি করছে ইউক্রেন কর্তৃপক্ষ। গতকাল বুধবার স্থানীয় গণমাধ্যমগুলোকে এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার কাছে বন্দী ইউক্রেনীয় সেনাদের বিনিময়ে এই দুই চীনা সেনাকে মুক্তি দিতে আপত্তি নেই বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ৩ বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এবারই প্রথম চীনা সেনারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে দাবি করল কিয়েভ।

ইউক্রেনীয় সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে, বন্দীদের একজন চীনের এক দালালকে ৩ হাজার ৪৮০ ডলার দিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। কারণ, তিনি রাশিয়ার নাগরিকত্ব পেতে চেয়েছিলেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘১৫৫ জন চীনা সেনা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে বলে নিশ্চিত তথ্য আছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার কাছে। এই ১৫৫ জনের নাম এবং পাসপোর্ট তথ্য আছে আমাদের কাছে। তবে, এই সংখ্যা যে আরও বেশি সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত আমরা। বিষয়টি খুবই গুরুতর।’

এদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কির এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চীনা নাগরিকেরা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে এই তথ্য একেবারেই ভিত্তিহীন। চীন সরকার কোনো ধরনের সশস্ত্র যুদ্ধে জড়ানোর ব্যাপারে নাগরিকদের সব সময়ই নিরুৎসাহিত করে।’ পাশাপাশি এ বিষয়ে কিয়েভের সঙ্গে আলোচনা করে তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।

চীনের দাবি, কিয়েভ-মস্কো সংঘাতে বেইজিংয়ের অবস্থান ‘নিরপেক্ষ’। যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো কারও পক্ষ নিয়ে যুদ্ধে সেনা পাঠায় না চীন—এমন দাবিও করছে তারা। তবে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই কূটনৈতিকভাবে স্পষ্টতই রাশিয়ার পক্ষে অবস্থান চীনের। ইউক্রেন যুদ্ধে চীনা নাগরিকেরা যুদ্ধ করছে কি না তা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।

এর আগে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য সেনা পাঠানোর অভিযোগ তোলে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত