অনলাইন ডেস্ক
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে রণক্ষেত্রে লড়াই করছে দেড় শতাধিক চীনা যোদ্ধা। দুই চীনা যোদ্ধাকে বন্দী করারও দাবি করছে ইউক্রেন কর্তৃপক্ষ। গতকাল বুধবার স্থানীয় গণমাধ্যমগুলোকে এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার কাছে বন্দী ইউক্রেনীয় সেনাদের বিনিময়ে এই দুই চীনা সেনাকে মুক্তি দিতে আপত্তি নেই বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ৩ বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এবারই প্রথম চীনা সেনারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে দাবি করল কিয়েভ।
ইউক্রেনীয় সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে, বন্দীদের একজন চীনের এক দালালকে ৩ হাজার ৪৮০ ডলার দিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। কারণ, তিনি রাশিয়ার নাগরিকত্ব পেতে চেয়েছিলেন।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘১৫৫ জন চীনা সেনা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে বলে নিশ্চিত তথ্য আছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার কাছে। এই ১৫৫ জনের নাম এবং পাসপোর্ট তথ্য আছে আমাদের কাছে। তবে, এই সংখ্যা যে আরও বেশি সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত আমরা। বিষয়টি খুবই গুরুতর।’
এদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কির এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চীনা নাগরিকেরা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে এই তথ্য একেবারেই ভিত্তিহীন। চীন সরকার কোনো ধরনের সশস্ত্র যুদ্ধে জড়ানোর ব্যাপারে নাগরিকদের সব সময়ই নিরুৎসাহিত করে।’ পাশাপাশি এ বিষয়ে কিয়েভের সঙ্গে আলোচনা করে তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।
চীনের দাবি, কিয়েভ-মস্কো সংঘাতে বেইজিংয়ের অবস্থান ‘নিরপেক্ষ’। যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো কারও পক্ষ নিয়ে যুদ্ধে সেনা পাঠায় না চীন—এমন দাবিও করছে তারা। তবে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই কূটনৈতিকভাবে স্পষ্টতই রাশিয়ার পক্ষে অবস্থান চীনের। ইউক্রেন যুদ্ধে চীনা নাগরিকেরা যুদ্ধ করছে কি না তা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।
এর আগে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য সেনা পাঠানোর অভিযোগ তোলে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে রণক্ষেত্রে লড়াই করছে দেড় শতাধিক চীনা যোদ্ধা। দুই চীনা যোদ্ধাকে বন্দী করারও দাবি করছে ইউক্রেন কর্তৃপক্ষ। গতকাল বুধবার স্থানীয় গণমাধ্যমগুলোকে এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার কাছে বন্দী ইউক্রেনীয় সেনাদের বিনিময়ে এই দুই চীনা সেনাকে মুক্তি দিতে আপত্তি নেই বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ৩ বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এবারই প্রথম চীনা সেনারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে দাবি করল কিয়েভ।
ইউক্রেনীয় সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে, বন্দীদের একজন চীনের এক দালালকে ৩ হাজার ৪৮০ ডলার দিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। কারণ, তিনি রাশিয়ার নাগরিকত্ব পেতে চেয়েছিলেন।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘১৫৫ জন চীনা সেনা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে বলে নিশ্চিত তথ্য আছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার কাছে। এই ১৫৫ জনের নাম এবং পাসপোর্ট তথ্য আছে আমাদের কাছে। তবে, এই সংখ্যা যে আরও বেশি সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত আমরা। বিষয়টি খুবই গুরুতর।’
এদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কির এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চীনা নাগরিকেরা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে এই তথ্য একেবারেই ভিত্তিহীন। চীন সরকার কোনো ধরনের সশস্ত্র যুদ্ধে জড়ানোর ব্যাপারে নাগরিকদের সব সময়ই নিরুৎসাহিত করে।’ পাশাপাশি এ বিষয়ে কিয়েভের সঙ্গে আলোচনা করে তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।
চীনের দাবি, কিয়েভ-মস্কো সংঘাতে বেইজিংয়ের অবস্থান ‘নিরপেক্ষ’। যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো কারও পক্ষ নিয়ে যুদ্ধে সেনা পাঠায় না চীন—এমন দাবিও করছে তারা। তবে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই কূটনৈতিকভাবে স্পষ্টতই রাশিয়ার পক্ষে অবস্থান চীনের। ইউক্রেন যুদ্ধে চীনা নাগরিকেরা যুদ্ধ করছে কি না তা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।
এর আগে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য সেনা পাঠানোর অভিযোগ তোলে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো।
ক্যালিফোর্নিয়ার অভিজাত অঞ্চল হলিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত ‘টেসলা ডাইনার’। গত সোমবার থেকে শুরু হল দুতলা এই রেস্তোরাঁর। বিশেষ এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট ওয়েটার। এ ছাড়া রয়েছে সিনেমা দেখার সুব্যবস্থা, আছে গাড়ি চার্জিং স্টেশন।
১ ঘণ্টা আগেসাইবার প্রতারণার মামলায় উদ্ধার করা ২ কোটিরও বেশি রূপি ফেরত না দিয়ে নিজেরাই আত্মসাৎ করেছেন দিল্লি পুলিশের দুই সাব-ইন্সপেক্টর (এসআই)। সেই টাকা নিয়ে পালিয়ে গিয়ে গোয়া, মানালি আর কাশ্মীর ভ্রমণ করেছেন তারা এই কপোত-কপোতী। পরিকল্পনা করেছিলেন নতুন পরিচয়ে জীবন শুরুর, তবে শেষ রক্ষা হয়নি। চার মাসের তদন্ত শেষে
২ ঘণ্টা আগেজাপানের সঙ্গে বিশাল বাণিজ্যচুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ কয়েক মাসের বাণিজ্য আলোচনার পর এই চুক্তির ঘোষণা এল। তবে, এই চুক্তির বিনিময়ে ট্রাম্প জাপানের কাছ থেকে তাঁর দেশে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন।
২ ঘণ্টা আগেভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর গত সোমবার হঠাৎ করেই স্বাস্থ্যগত পদত্যাগ করেছেন। কিন্তু তাঁর এই ঘোষণার আগেই রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক কিছু ঘটনা ঘটেছে, যা তাঁর এই সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
২ ঘণ্টা আগে