Ajker Patrika

১৮ জন মানুষের সমান এক কুমড়া!  

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৪: ২৪
১৮ জন মানুষের সমান এক কুমড়া!  

একটি কুমড়ার ওজন প্রায় ১৮ জন পূর্ণবয়স্ক মানুষের সমান! শুনতে অবাক লাগলেও এমন একটি কুমড়ার ফলন হয়েছে ইতালিতে।  বিস্ময়কর এই কুমড়া জায়গা করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কুমড়াটির ওজন সাড়ে ১৭ জন প্রাপ্তবয়স্ক মানুষের গড় ওজনের সমান। স্তেফানো কাতরুপি নামের ইতালির তাসক্যানির এক বাসিন্দা এই কুমড়া ফলিয়েছেন।  তাঁর ফলানো কুমড়াটির ওজন ১ হাজার ২২৬ কেজি। অর্থাৎ ১ টনেরও বেশি!

কী করে করলেন এমন অসাধ্যসাধন? স্তেফোনার বলেন, `না, এর কোনো গোপন মন্ত্র নেই। যখন কুমড়াটি  ট্রাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এমনিতে অত বড় কুমড়ার ওজন তো আগে থেকে আন্দাজ করা যায় না, যতক্ষণ না ওজন করে দেখা হচ্ছে। তবে কুমড়াটাকে স্পর্শ করেই আমি বুঝতে পেরেছিলাম নির্ঘাত বিশ্বরেকর্ড হতে চলেছে। আমি একেবারে নিশ্চিত ছিলাম।'

তবে স্তেফানো এ ধরনের কীর্তি আগেও গড়েছেন। ২০০৮ সাল থেকেই এ ধরনের অতিকায় ফল, সবজি ফলাতে শুরু করেন ওই কৃষক। গত সেপ্টেম্বরে ইতালির এক কুমড়া উৎসবে সেটি প্রদর্শিত হয়। তখনই সেটি নজর কেড়েছিল সবার। সেই সময়ই মনে করা হয়েছিল, বড় রেকর্ড গড়তে পারে এই অতিকায় কুমড়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত