অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের আকাশে গত সোমবার এক বিশাল ঝলমলে আলোর কুণ্ডলী দেখা যায়। সেটি দেখার পরপরই স্থানীয়দের অনেকের মধ্যে অ্যালিয়েন তথা ভিনগ্রহের প্রাণীদের আগমনের জল্পনা তৈরি হয়। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি সে রকম কিছু নয়। গবেষকেরা মনে করছেন, এটি স্পেসএক্স রকেটের কারণে ঘটেছে।
ব্রিটেনের আকাশে কয়েক মিনিট ধরে দৃশ্যমান এই ঘূর্ণমান কুণ্ডলীকে প্রথমে অনেকে বিমান, এমনকি ভিনগ্রহের কোনো যানের কার্যকলাপ বলেও মনে করেছিলেন। তবে এখন মনে করা হচ্ছে, এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপিত একটি রকেটের কারণে হয়েছে।
মার্কিন ধনকুবের ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স স্থানীয় সময় সোমবার বেলা ১টা ৫০ মিনিটের কিছু আগে মার্কিন সরকারের একটি প্রকল্পের জন্য একটি রকেট উৎক্ষেপণ করে। রকেটটি ছিল ফ্যালকন-৯। ধারণা করা হচ্ছে, রকেটের হিমায়িত ধোঁয়ার কারণে এই দৃশ্যের অবতারণা হয়েছিল।
ব্রিটিশ আবহাওয়া বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, ‘রকেটের হিমায়িত ধোঁয়া বায়ুমণ্ডলে ঘুরতে ঘুরতে সূর্যের আলো প্রতিফলিত করছে, ফলে আকাশে এটিকে একটি ঘূর্ণমান কুণ্ডলীর মতো দেখাচ্ছিল।’
হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের বেফোর্ডবারি অবজারভেটরির জ্যেষ্ঠ টেকনিক্যাল অফিসার লর্ড ডোভার জানান, সন্ধ্যা ৭টা ৫২ মিনিট থেকে প্রায় ১০ মিনিট ধরে কুণ্ডলীটি দৃশ্যমান ছিল। অদৃশ্য হওয়ার আগে এটি আকাশজুড়ে বিস্তৃতি লাভ করেছিল। তিনি বলেন, ‘ (স্পেসএক্স) রকেটটি পৃথিবীতে ফিরে আসার আগে ওজন কমানোর জন্য ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জ্বালানি ফেলেছিল।’
লর্ড ডোভার আরও বলেন, ‘এই জ্বালানি একটি বিস্তৃত ও ঘূর্ণমান মেঘ তৈরি করে, যা আটলান্টিক মহাসাগর পেরিয়ে আসার সময় এক বিশাল কুণ্ডলীতে পরিণত হয়। বিশ্বের কিছু অংশে এমন দৃশ্য সাধারণ হলেও যুক্তরাজ্য থেকে রকেট উৎক্ষেপণের পর এমন দৃশ্য দেখতে পাওয়া এখনো অস্বাভাবিক।’
এই মহাজাগতিক দৃশ্য ইউরোপের বেশির ভাগ অংশে দেখা গেছে এবং শত শত মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে এর ফুটেজ ও ছবি শেয়ার করেছেন। সাফোকের বাসিন্দা স্টিভেন হল বিবিসিকে জানান, তিনি যখন আবর্জনার পাত্র বের করছিলেন, তখন তিনি একটি ‘বিশাল আতশবাজির মতো কিছু একটা’ দেখতে পান। তিনি আরও বলেন, ‘আমার মনে একবারের জন্য হলেও প্রশ্ন জেগেছিল, এটা কি কোনো ব্যাখ্যাতীত, অজানা উড়ন্ত বস্তু?’
ব্রিস্টলের ডেভ জানান, প্রথমে তিনি নীল কুণ্ডলীটিকে ‘হেডলাইট জ্বালানো একটি বিমান’ বলে মনে করেছিলেন। তিনি বলেন, ‘হঠাৎ করে এটি ঝাপসা হয়ে যায় এবং আমি ভেবেছিলাম, ওহ্, এটা মেঘে ঢুকে গেছে। কিন্তু পরে বুঝতে পারি, সেখানে কোনো মেঘ ছিল না।’
ডেভ আরও বলেন, ‘আমি প্রায় এক মিনিট ধরে এই অস্পষ্ট আলো দেখেছিলাম। একপর্যায়ে এটি থেকে একধরনের বাহু বের হতে শুরু করে এবং ঘুরতে থাকে। আমি সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলাম, এটা স্পেসএক্স। কারণ, আমি ইউটিউবে এটা অনেক দেখেছি, কিন্তু পুরোপুরি বুঝতে পারছি, কেন অন্যরা এতে হতবাক হয়ে গিয়েছিল—সত্যিই এটিকে ভিনগ্রহের কিছু বলে মনে হচ্ছিল।’
যুক্তরাজ্যের আকাশে গত সোমবার এক বিশাল ঝলমলে আলোর কুণ্ডলী দেখা যায়। সেটি দেখার পরপরই স্থানীয়দের অনেকের মধ্যে অ্যালিয়েন তথা ভিনগ্রহের প্রাণীদের আগমনের জল্পনা তৈরি হয়। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি সে রকম কিছু নয়। গবেষকেরা মনে করছেন, এটি স্পেসএক্স রকেটের কারণে ঘটেছে।
ব্রিটেনের আকাশে কয়েক মিনিট ধরে দৃশ্যমান এই ঘূর্ণমান কুণ্ডলীকে প্রথমে অনেকে বিমান, এমনকি ভিনগ্রহের কোনো যানের কার্যকলাপ বলেও মনে করেছিলেন। তবে এখন মনে করা হচ্ছে, এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপিত একটি রকেটের কারণে হয়েছে।
মার্কিন ধনকুবের ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স স্থানীয় সময় সোমবার বেলা ১টা ৫০ মিনিটের কিছু আগে মার্কিন সরকারের একটি প্রকল্পের জন্য একটি রকেট উৎক্ষেপণ করে। রকেটটি ছিল ফ্যালকন-৯। ধারণা করা হচ্ছে, রকেটের হিমায়িত ধোঁয়ার কারণে এই দৃশ্যের অবতারণা হয়েছিল।
ব্রিটিশ আবহাওয়া বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, ‘রকেটের হিমায়িত ধোঁয়া বায়ুমণ্ডলে ঘুরতে ঘুরতে সূর্যের আলো প্রতিফলিত করছে, ফলে আকাশে এটিকে একটি ঘূর্ণমান কুণ্ডলীর মতো দেখাচ্ছিল।’
হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের বেফোর্ডবারি অবজারভেটরির জ্যেষ্ঠ টেকনিক্যাল অফিসার লর্ড ডোভার জানান, সন্ধ্যা ৭টা ৫২ মিনিট থেকে প্রায় ১০ মিনিট ধরে কুণ্ডলীটি দৃশ্যমান ছিল। অদৃশ্য হওয়ার আগে এটি আকাশজুড়ে বিস্তৃতি লাভ করেছিল। তিনি বলেন, ‘ (স্পেসএক্স) রকেটটি পৃথিবীতে ফিরে আসার আগে ওজন কমানোর জন্য ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জ্বালানি ফেলেছিল।’
লর্ড ডোভার আরও বলেন, ‘এই জ্বালানি একটি বিস্তৃত ও ঘূর্ণমান মেঘ তৈরি করে, যা আটলান্টিক মহাসাগর পেরিয়ে আসার সময় এক বিশাল কুণ্ডলীতে পরিণত হয়। বিশ্বের কিছু অংশে এমন দৃশ্য সাধারণ হলেও যুক্তরাজ্য থেকে রকেট উৎক্ষেপণের পর এমন দৃশ্য দেখতে পাওয়া এখনো অস্বাভাবিক।’
এই মহাজাগতিক দৃশ্য ইউরোপের বেশির ভাগ অংশে দেখা গেছে এবং শত শত মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে এর ফুটেজ ও ছবি শেয়ার করেছেন। সাফোকের বাসিন্দা স্টিভেন হল বিবিসিকে জানান, তিনি যখন আবর্জনার পাত্র বের করছিলেন, তখন তিনি একটি ‘বিশাল আতশবাজির মতো কিছু একটা’ দেখতে পান। তিনি আরও বলেন, ‘আমার মনে একবারের জন্য হলেও প্রশ্ন জেগেছিল, এটা কি কোনো ব্যাখ্যাতীত, অজানা উড়ন্ত বস্তু?’
ব্রিস্টলের ডেভ জানান, প্রথমে তিনি নীল কুণ্ডলীটিকে ‘হেডলাইট জ্বালানো একটি বিমান’ বলে মনে করেছিলেন। তিনি বলেন, ‘হঠাৎ করে এটি ঝাপসা হয়ে যায় এবং আমি ভেবেছিলাম, ওহ্, এটা মেঘে ঢুকে গেছে। কিন্তু পরে বুঝতে পারি, সেখানে কোনো মেঘ ছিল না।’
ডেভ আরও বলেন, ‘আমি প্রায় এক মিনিট ধরে এই অস্পষ্ট আলো দেখেছিলাম। একপর্যায়ে এটি থেকে একধরনের বাহু বের হতে শুরু করে এবং ঘুরতে থাকে। আমি সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলাম, এটা স্পেসএক্স। কারণ, আমি ইউটিউবে এটা অনেক দেখেছি, কিন্তু পুরোপুরি বুঝতে পারছি, কেন অন্যরা এতে হতবাক হয়ে গিয়েছিল—সত্যিই এটিকে ভিনগ্রহের কিছু বলে মনে হচ্ছিল।’
তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন। মস্কোর সময় ১৪ মে রাত ১২টার ঠিক এক ঘণ্টা আগে ক্রেমলিন আলোচনায় অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করে।
১২ মিনিট আগেইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন—গাজা অঞ্চলকে ‘স্বাধীন এলাকা’ হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের উচিত সেখানে সরাসরি হস্তক্ষেপ করা। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘গাজার জন্য আমার কিছু পরিকল্পনা আছে, যেগুলো খুবই ভালো।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ফিলিস্তিনি ভূখণ্ড গাজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত গাজার নিয়ন্ত্রণ নেওয়া এবং তিনি অঞ্চলটি একটি ‘ফ্রিডম জোন’ বা ‘স্বাধীন অঞ্চল’ বানানোর প্রস্তাব দিয়েছেন। আজ বৃহস্পতিবার কাতারে এক ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে তিনি...
১ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুলে আজ বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মুখোমুখি শান্তি আলোচনা হওয়ার কথা থাকলেও এর বিস্তারিত এখনো অনিশ্চিত। ২০২২ সালের পর এটিই হতে যাচ্ছে দেশ দুটির মধ্যে প্রথম সরাসরি আলোচনা।
১ ঘণ্টা আগে