Ajker Patrika

শরণার্থীদের নিয়ে হিমশিম খাচ্ছে মলদোভা, বিদেশি সাহায্য কামনা

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১: ৫১
শরণার্থীদের নিয়ে হিমশিম খাচ্ছে মলদোভা, বিদেশি সাহায্য কামনা

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর বিপুলসংখ্যক মানুষ শরণার্থী হিসেবে আশপাশের দেশগুলোতে পালিয়ে গেছে। পূর্ব ইউরোপের দেশ মলদোভায় এ পর্যন্ত ২ লাখ ৭০ হাজার ইউক্রেনীয় শরণার্থী প্রবেশ করেছে। এর মধ্যে লাখেরও বেশি মানুষ অস্থায়ীভাবে থেকে যেতে চায়। মলদোভার মতো দেশের জন্য এই সংখ্যা অনেক বেশি। দেশটির প্রধানমন্ত্রী নাতালিয়া গ্যাভরিলিতা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে এ কথা বলেছেন। 

প্রধানমন্ত্রী নাতালিয়া গ্যাভরিলিতা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেন, ‘আমাদের অবশ্যই বাইরের সাহায্য দরকার। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অর্থনৈতিক পরিণতি নিয়ে আমরা খুবই চিন্তিত। মলদোভার মতো গরিব দেশগুলোকে এটি আঘাত করছে।’ 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ও রোমানিয়ার মাঝামাঝিতে মলদোভার অবস্থান। দেশটির জনসংখ্যা ২৫ লাখ। ইউক্রেনীয় শরণার্থী প্রবেশের কারণে জনসংখ্যা ৪ শতাংশ বেড়েছে। মলদোভার নাগরিকেরা প্রতিদিন হাজার হাজার শরণার্থীকে যাবতীয় সহায়তা করে যাচ্ছেন। 

উল্লেখ্য, মলদোভা ছাড়াও পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, জার্মানিতে প্রবেশ করছে ইউক্রেনীয় শরণার্থীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত