Ajker Patrika

২০৩০ সালের মধ্যে পারমাণবিক অস্ত্র ১ হাজারে উন্নীত করবে চীন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১০: ৩৯
২০৩০ সালের মধ্যে পারমাণবিক অস্ত্র ১ হাজারে উন্নীত করবে চীন

যুক্তরাষ্ট্রের দাবি, চীন গত এক বছরে পারমাণবিক অস্ত্রের মজুত উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়েছে। এখন দেশটির প্রায় ৫০০ পারমাণবিক অস্ত্র রয়েছে।পেন্টাগনের প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। পেন্টাগনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেইজিং আশা করছে ২০৩০ সালের মধ্যে এক হাজার পারমাণবিক অস্ত্র নিশ্চিত করে নিজস্ব মজুত দ্বিগুণ করবে। 

তবে যুক্তরাষ্ট্র এ-ও বলেছে, চীন এখনও ‘নিজে হামলার শিকার না হলে আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার’ নীতিতে অবিচল রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পারমাণবিক অস্ত্রের মজুত প্রাক্কলনকে ছাড়িয়ে গেলেও তা এখনো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায় নস্যি। 

ইনডিপেনডেন্ট স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যানুসারে, রাশিয়ার কাছে প্রায় ৫ হাজার ৮৮৯টি পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রয়েছে ৫ হাজার ২৪৪টি। 

২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ অনুমান করেছিল, চীনের প্রায় ৪০০টি পারমাণবিক অস্ত্র আছে। 
চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ঘোষণা করছেন, দেশটি ২০৪৯ সালের মধ্যে একটি ‘বিশ্বমানের সেনাবাহিনী’ গড়ে তুলবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত