Ajker Patrika

দুর্লভ গোলাপি হিরা বিক্রি হলো ৬০০ কোটি টাকায় 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ২১: ০১
Thumbnail image

হংকংয়ে একটি দুর্লভ গোলাপি হিরা বিক্রি হয়েছে প্রায় ৫৮ মিলিয়ন ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকারও বেশি। নিউইয়র্কভিত্তিক ব্রোকার হাউস সুথবি’স জানিয়েছে, এই হিরাটি এখনো বিক্রীত হিরাগুলোর মধ্যে ক্যারেটপ্রতি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। যা একটি বিশ্ব রেকর্ডও। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার হংকংয়ে ১১ দশমিক ১৫ ক্যারেট ওজনের উইলিয়ামসন পিংক স্টার নামে ওই হিরাটিকে নিলামে তোলা হয় বলে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্লোরিডার এক ক্রেতা হিরাটি কিনে নেন। নিলামে হিরাটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২১ মিলিয়ন ডলার। অথচ তা বিক্রি হয়েছে এর দুই গুণেরও বেশি দামে। 
 
এখনো পর্যন্ত বিশ্বে যত গোলাপি হিরা বিক্রি করা হয়েছে তার মধ্যে এই হিরাটি দ্বিতীয় বৃহত্তম। বিশ্ব বাজারে গোলাপি হিরা বেশ দুর্লভ এবং উচ্চমূল্যের একটি বস্তু। এখনো পর্যন্ত বিশ্বে সবচেয়ে দামি গোলাপি হিরা বিক্রি করা হয়েছে ২০১৭ সালে। সিটিএফ নামে পরিচিত ওই গোলাপি হিরাটি বিক্রি করা হয়েছিল ৭ কোটি ১২ লাখ ডলারে। 

গত শুক্রবারের নিলামে বিক্রি হওয়া হিরার বিষয়ে সুথবি’স এশিয়ার জুয়েলারি অ্যান্ড ওয়াচেস বিভাগের চেয়ারম্যান ওয়েনহাউ য়ু বলেছেন, ‘শুক্রবারের বিক্রি হওয়া হিরাটি কেবল এশীয়দের উচ্চ মানের হিরার জন্য ক্রমবর্ধমান চাহিদারই প্রমাণ দেয় না। একই সঙ্গে গোলাপি হিরার বড় অভাব সম্পর্কে একটি উচ্চতর সচেতনতাও প্রদর্শন করে এই নিলাম।’ 

উইলিয়ামসন পিংক স্টার হিরাটির নামকরণ করা হয়েছে আরও দুটি গোলাপি হিরার নামের সমন্বয়ে। একটি হলো সিটিএফ পিংক স্টার এবং অপরটি উইলিয়ামসন স্টোন। ২৩ দশমিক ৬ ক্যারেটের উইলিয়ামসন স্টোন হিরাটি ১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের বিয়েতে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত