Ajker Patrika

ঘন কুয়াশায় চীনে সড়ক দুর্ঘটনা, নিহত ১৭ 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৩: ৪৯
ঘন কুয়াশায় চীনে সড়ক দুর্ঘটনা, নিহত ১৭ 

চীনে ঘন কুয়াশাজনিত কারণে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এ দুর্ঘটনায় ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে এ দুর্ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে এএফপি বলেছে, আহত ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ গভীরভাবে তদন্ত করে দেখছে ওই এলাকার ট্রাফিক পুলিশ। জিয়াংসির ট্রাফিক পুলিশ বলেছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

জিয়াংসির নানাচং কাউন্টি ট্রাফিক পুলিশ দুর্ঘটনার প্রায় ঘণ্টাখানেক পর পরিবহন চালকদের উদ্দেশে জরুরি নোটিশ জারি করেছে। সেখানে দুর্ঘটনাস্থলসহ ওই এলাকাকে ‘কুয়াশাচ্ছন্ন আবহাওয়া’ বলে সতর্ক থাকতে বলা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে চালকদের দৃষ্টিসীমা কম হচ্ছে, আর এ কারণে দুর্ঘটনার সম্ভাবনা বেশি রয়েছে।’

চালকদের উদ্দেশে বলা হয়েছে, ‘অনুগ্রহ করে ফগলাইটের (কুয়াশার সময় ব্যবহৃত একধরনের লাইট) দিকে মনোযোগ দিন, ধীরগতিতে ও সাবধানে গাড়ি চালান, সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, পথচারীদের এড়িয়ে চলুন, লেন পরিবর্তন করবেন না এবং ওভারটেক করবেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত