মাউন্ট এভারেস্টে অতিরিক্ত পর্বতারোহী ওঠার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সাম্প্রতিক সময়ে। তবে মাউন্ট এভারেস্টই একমাত্র পর্বত নয়, যেখানে এ ধরনের ঘটনা ঘটছে।
এই সপ্তাহের শুরুর দিকে পূর্ব চীনের ইয়াংডাং পর্বতে আরোহণকারীরা এক ঘণ্টারও বেশি সময় ধরে পর্বতের একটি অংশে আটকা পড়েছিলেন। অতিরিক্ত পর্বতারোহীর উপস্থিতিই এর কারণ। একটি দড়িকে আঁকড়ে ধরে বলা চলে কোনোভাবে ঝুলে ছিলেন তাঁরা। এভাবে এক ঘণ্টার বেশি সময় ধরে আটকা পড়েছিলেন পর্বতারোহীরা।
পর্বতারোহীদের এভাবে ধাতব দড়ি ও আংটা ধরে অপেক্ষা করার ছবি চীনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ঘটনা হলো, পর্বতারোহীর সংখ্যা এত বেড়ে যায় যে সামনের পর্বতারোহীরা এগিয়ে না যাওয়া পর্যন্ত পেছনের পর্বতারোহীরা আটকা পড়ে থাকেন।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
‘এটা ভয়ংকর! আমার মতো উচ্চতাভীতি আছে এমন কেউ সেখানে থাকলে হয়তো নিজেকে ভিজিয়ে ফেলত।’ এক চীনা মন্তব্য করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
‘এটি করার জন্য আমাকে যদি মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়, তবু আমি রাজি না।’ অন্য একজন মন্তব্য করেন।
অন্য একজন ব্যবহারকারী প্রশ্ন করেন, পর্বতারোহীদের মধ্যে কেউ পড়ে গেলে এবং উদ্ধারের প্রয়োজন হলে কী হবে! তবে সব পর্বতারোহীকেই হেলমেটসহ সুরক্ষার সব উপকরণ পরা অবস্থায় দেখা যায়।
এই পার্বত্য এলাকায় ভ্রমণের দেখভাল করার দায়িত্বে আছে ওয়েরঝু দিংচেং স্পোর্টস ডেভেলপমেন্ট কোম্পানি। তারা জানিয়েছে, পর্বতে এত বেশি লোক ওঠার বিষয়টা বুঝত না পারায় এ সমস্যার তৈরি হয়।
‘কতজন গ্রাহক আসবেন, সে সম্পর্কে আমাদের ভুল ধারণা, টিকিট সংরক্ষণ ব্যবস্থার মতো কার্যকর ট্র্যাফিক নিয়ন্ত্রণের অভাব এবং ব্যবস্থাপনায় ত্রুটির কারণে গ্রাহকেরা আরোহণের পথে অবরুদ্ধ এবং আটকা পড়েছিলেন।’ কোম্পানিটি একটি বিবৃতিতে জানিয়েছে।
সংস্থাটি আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় সাময়িকভাবে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়। ভবিষ্যতে পর্যটক নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু করবে তারা।
ইয়াংডা পর্বত চসা প্রদেশের সাংহাই থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এর উচ্চতা ১ হাজার ১৫০ মিটার (৩ হাজার ৭৭৩ ফুট)।
চীনে মে মাসের প্রথম সপ্তাহে ছিল শ্রমিক দিবসের ছুটি। এতে এই পর্বতে পর্যটকের সংখ্যা বেড়ে যায়।
মাউন্ট এভারেস্টে অতিরিক্ত পর্বতারোহী ওঠার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সাম্প্রতিক সময়ে। তবে মাউন্ট এভারেস্টই একমাত্র পর্বত নয়, যেখানে এ ধরনের ঘটনা ঘটছে।
এই সপ্তাহের শুরুর দিকে পূর্ব চীনের ইয়াংডাং পর্বতে আরোহণকারীরা এক ঘণ্টারও বেশি সময় ধরে পর্বতের একটি অংশে আটকা পড়েছিলেন। অতিরিক্ত পর্বতারোহীর উপস্থিতিই এর কারণ। একটি দড়িকে আঁকড়ে ধরে বলা চলে কোনোভাবে ঝুলে ছিলেন তাঁরা। এভাবে এক ঘণ্টার বেশি সময় ধরে আটকা পড়েছিলেন পর্বতারোহীরা।
পর্বতারোহীদের এভাবে ধাতব দড়ি ও আংটা ধরে অপেক্ষা করার ছবি চীনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ঘটনা হলো, পর্বতারোহীর সংখ্যা এত বেড়ে যায় যে সামনের পর্বতারোহীরা এগিয়ে না যাওয়া পর্যন্ত পেছনের পর্বতারোহীরা আটকা পড়ে থাকেন।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
‘এটা ভয়ংকর! আমার মতো উচ্চতাভীতি আছে এমন কেউ সেখানে থাকলে হয়তো নিজেকে ভিজিয়ে ফেলত।’ এক চীনা মন্তব্য করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
‘এটি করার জন্য আমাকে যদি মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়, তবু আমি রাজি না।’ অন্য একজন মন্তব্য করেন।
অন্য একজন ব্যবহারকারী প্রশ্ন করেন, পর্বতারোহীদের মধ্যে কেউ পড়ে গেলে এবং উদ্ধারের প্রয়োজন হলে কী হবে! তবে সব পর্বতারোহীকেই হেলমেটসহ সুরক্ষার সব উপকরণ পরা অবস্থায় দেখা যায়।
এই পার্বত্য এলাকায় ভ্রমণের দেখভাল করার দায়িত্বে আছে ওয়েরঝু দিংচেং স্পোর্টস ডেভেলপমেন্ট কোম্পানি। তারা জানিয়েছে, পর্বতে এত বেশি লোক ওঠার বিষয়টা বুঝত না পারায় এ সমস্যার তৈরি হয়।
‘কতজন গ্রাহক আসবেন, সে সম্পর্কে আমাদের ভুল ধারণা, টিকিট সংরক্ষণ ব্যবস্থার মতো কার্যকর ট্র্যাফিক নিয়ন্ত্রণের অভাব এবং ব্যবস্থাপনায় ত্রুটির কারণে গ্রাহকেরা আরোহণের পথে অবরুদ্ধ এবং আটকা পড়েছিলেন।’ কোম্পানিটি একটি বিবৃতিতে জানিয়েছে।
সংস্থাটি আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় সাময়িকভাবে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়। ভবিষ্যতে পর্যটক নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু করবে তারা।
ইয়াংডা পর্বত চসা প্রদেশের সাংহাই থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এর উচ্চতা ১ হাজার ১৫০ মিটার (৩ হাজার ৭৭৩ ফুট)।
চীনে মে মাসের প্রথম সপ্তাহে ছিল শ্রমিক দিবসের ছুটি। এতে এই পর্বতে পর্যটকের সংখ্যা বেড়ে যায়।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে জাতীয় চার্চের চলমান দ্বন্দ্ব নতুন পর্যায়ে পৌঁছেছে। এই সংঘাতের প্রেক্ষাপটে এক বিশপসহ ছয়জন ধর্মযাজক ও আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
১৬ মিনিট আগেইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিবিসি জানিয়েছে, হামাসের কাছ থেকে ফেরত পাওয়া চারটি মৃতদেহের মধ্যে একটির পরিচয় নিয়ে ইসরায়েল দাবি করেছে—এটি গাজায় আটক কোনো জিম্মির দেহ নয়।
১ ঘণ্টা আগেপ্রায় চার দিনের সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকার। আজ বুধবার পাকিস্তান সময় সন্ধ্যা ৬টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।
১ ঘণ্টা আগেবিজেপির টিকিটে আলিনগর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোদিভক্ত জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি আজ বুধবার তাদের প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। সেখানে ১২ জন প্রার্থীর মধ্যে মৈথিলী ঠাকুরের নামও রয়েছে।
২ ঘণ্টা আগে