Ajker Patrika

ইসরায়েলকে রাফাহে দ্রুত অভিযান বন্ধ করতে বলল চীন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ০৬
ইসরায়েলকে রাফাহে দ্রুত অভিযান বন্ধ করতে বলল চীন

অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজার দক্ষিণাঞ্চল রাফাহে ইসরায়েলি হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষের এই আশ্রয়স্থলে ইসরায়েলি অভিযান প্রত্যাখ্যান করেছে চীন। দেশটি বলেছে, ইসরায়েলি অভিযান এই অঞ্চলে গুরুতর মানবিক বিপর্যয় সৃষ্টি করবে। এই অবস্থায় চীন অতি দ্রুত রাফাহে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে আহ্বান জানিয়েছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার রাফাহে মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, রাফাহে যুদ্ধ বন্ধ না হলে গুরুতর মানবিক বিপর্যয় দেখা দেবে। 

চীন বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও বেসামরিক নাগরিকদের জন্য ক্ষতিকারক এমন যেকোনো হামলার তীব্র নিন্দা ও বিরোধিতা করে চীন।’ বিবৃতিতে রাফাহে অতি দ্রুত সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘অতি দ্রুত সামরিক অভিযান বন্ধ করে এমন পদক্ষেপ নেওয়া উচিত, যাতে বেসামরিক ক্ষয়ক্ষতি কমানো যায় এবং রাফাহে আরও বড় পরিসরে সৃষ্টি হতে যাওয়া মানবিক বিপর্যয় এড়ানো যায়।’ 

এর আগে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফাহে অভিযান পরিচালনার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে বলেন, রাফাহে যারা আশ্রয় নিয়েছে, তারা নাজুক অবস্থায় আছে। সেখানে কোনোভাবেই অভিযান চালানো উচিত হবে না। 

বাইডেন বলেন, ‘রাফাহে আশ্রয় নেওয়া এবং সেখানে বসবাসরত ১০ লাখেরও বেশি মানুষের নিরাপত্তা, সুরক্ষা ও তাদের জন্য সহায়তা নিশ্চিত না করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়টি এগিয়ে নেওয়া উচিত হবে না।’ 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেন, ‘সহিংসতার কারণে গাজার উত্তরাঞ্চলের লাখো মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে এবং এখন তারা রাফাহে আশ্রয় নিয়েছে। তারা বর্তমানে নাজুক পরিস্থিতিতে আছে। তাদের রক্ষা করা দরকার।’ এ সময় বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘ যুদ্ধবিরতির পদক্ষেপ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রাথমিকভাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি নিশ্চিত করতে দিনরাত কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত