চীনের উত্তরাঞ্চলীয় শহর মোহেতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শহরটিতে স্থানীয় সময় রোববার সকাল ৭টায় মাইনাস ৫৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া স্টেশন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মোহে শহরটি ‘চীনের উত্তর মেরু’ নামে পরিচিত। এটি রুশ সীমান্তের কাছে হেইলংজিয়াং প্রদেশে অবস্থিত। এর আগে ১৯৬৯ সালে একবার এই শহরের তাপমাত্রা মাইনাস ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। তবে ২০০৯ সালের ডিসেম্বরে চীনের গেনহে শহরে সর্বনিম্ন মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
স্থানীয় সংবাদমাধ্যম চায়না ডেইলি বলেছে, মোহে চীনের সবচেয়ে ঠান্ডা আবহাওয়ার শহর হিসেবে পরিচিত। এই শহরে শীতকাল সাধারণত আট মাস স্থায়ী হয়। শহরটিতে রয়েছে বরফ ও তুষার পার্ক। এটি পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। গত কয়েক বছর ধরে এখানে শীতকালীন ম্যারাথনের আয়োজন করা হচ্ছে। অন্যান্য বছর এই সময়ে মোহের গড় তাপমাত্রা সাধারণত মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকে।
সম্প্রতি তাপমাত্রা কমে যাওয়ার কারণে গত সপ্তাহে চীনের আবহাওয়া অফিস এ অঞ্চলে সতর্কতা জারি করেছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত শুক্রবার থেকে টানা তিন দিন মোহের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি ছিল। এরপর চতুর্থ দিনে তা মাইনাস ৫৩ ডিগ্রিতে নেমে যায়। এটিকে নজিরবিহীন বলছে আবহাওয়া অফিস।
এদিকে তীব্র শীত থেকে বাঁচতে মানুষ প্রচুর কয়লা ব্যবহার করছে। বেইজিং নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরে কয়লার ব্যবহার এক-তৃতীয়াংশ বেড়েছে। স্থানীয় একজন বাসিন্দা বলেছেন, তিনি ঘরের বাইরে পা রাখার ১০ সেকেন্ডর মধ্যে হাত-পা অসাড় হয়ে গিয়েছিল। মাত্র ১০০ মিটার দূরেরও কিছু দেখা যাচ্ছিল না।
গত বছরেও চীনে তীব্র শীত দেখা গিয়েছিল। আবার গরমের সময়েও তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে উঠে যাচ্ছে। বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, গত ৬০ বছরের মধ্যে চীনে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল রেকর্ড করা হয়েছে। পরিবেশবিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এসব অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে।
চীনের উত্তরাঞ্চলীয় শহর মোহেতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শহরটিতে স্থানীয় সময় রোববার সকাল ৭টায় মাইনাস ৫৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া স্টেশন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মোহে শহরটি ‘চীনের উত্তর মেরু’ নামে পরিচিত। এটি রুশ সীমান্তের কাছে হেইলংজিয়াং প্রদেশে অবস্থিত। এর আগে ১৯৬৯ সালে একবার এই শহরের তাপমাত্রা মাইনাস ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। তবে ২০০৯ সালের ডিসেম্বরে চীনের গেনহে শহরে সর্বনিম্ন মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
স্থানীয় সংবাদমাধ্যম চায়না ডেইলি বলেছে, মোহে চীনের সবচেয়ে ঠান্ডা আবহাওয়ার শহর হিসেবে পরিচিত। এই শহরে শীতকাল সাধারণত আট মাস স্থায়ী হয়। শহরটিতে রয়েছে বরফ ও তুষার পার্ক। এটি পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। গত কয়েক বছর ধরে এখানে শীতকালীন ম্যারাথনের আয়োজন করা হচ্ছে। অন্যান্য বছর এই সময়ে মোহের গড় তাপমাত্রা সাধারণত মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকে।
সম্প্রতি তাপমাত্রা কমে যাওয়ার কারণে গত সপ্তাহে চীনের আবহাওয়া অফিস এ অঞ্চলে সতর্কতা জারি করেছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত শুক্রবার থেকে টানা তিন দিন মোহের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি ছিল। এরপর চতুর্থ দিনে তা মাইনাস ৫৩ ডিগ্রিতে নেমে যায়। এটিকে নজিরবিহীন বলছে আবহাওয়া অফিস।
এদিকে তীব্র শীত থেকে বাঁচতে মানুষ প্রচুর কয়লা ব্যবহার করছে। বেইজিং নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরে কয়লার ব্যবহার এক-তৃতীয়াংশ বেড়েছে। স্থানীয় একজন বাসিন্দা বলেছেন, তিনি ঘরের বাইরে পা রাখার ১০ সেকেন্ডর মধ্যে হাত-পা অসাড় হয়ে গিয়েছিল। মাত্র ১০০ মিটার দূরেরও কিছু দেখা যাচ্ছিল না।
গত বছরেও চীনে তীব্র শীত দেখা গিয়েছিল। আবার গরমের সময়েও তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে উঠে যাচ্ছে। বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, গত ৬০ বছরের মধ্যে চীনে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল রেকর্ড করা হয়েছে। পরিবেশবিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এসব অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে।
খুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণকাজ স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে।
২ ঘণ্টা আগেইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৯ ঘণ্টা আগে