Ajker Patrika

নারীদের বোরকা পরা বাধ্যতামূলক নয়, হিজাব পরলেই চলবে: তালেবান 

নারীদের বোরকা পরা বাধ্যতামূলক নয়, হিজাব পরলেই চলবে: তালেবান 

আফগানিস্তানের নারীদের ঘরের বাইরে যেতে হিজাব পরলেই চলবে, বোরকা পরা বাধ্যতামূলক নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন। তিনি কাতারের রাজধানী দোহায় তালেবান দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সালে তালেবান শাসনামলে আফগান নারীদের বোরকা পরা বাধ্যতামূলক ছিল। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনার অনুমতি ছিল না। নারীদের চাকরি করাও নিষিদ্ধ ছিল। তবে এবার তালেবানের পক্ষ থেকে আফগান নারীদেরকে উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। 

আফগানিস্তানে নারীদের বোরকা প্রসঙ্গে তিনি বলেন, নারীরা মাথায় হিজাব পরেছেন কি-না সেটা পর্যবেক্ষণ করা হবে। তবে পুরো শরীর ঢাকা বোরকা পরতেই হবে এমন নয়। 

তিনি বলেন, অনেক ধরনের হিজাব রয়েছে। বোরকা আর হিজাব একই জিনিস নয়। 

নারী স্বাধীনতার বিষয়ে সুহাইল শাহিন বলেন, অবশ্যই আমরা নারীদের শিক্ষা, কাজ এবং বাকস্বাধীনতার অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামের আলোকে তাঁদেরকে সেটি ফিরিয়ে দেওয়া হবে। নারীরা প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত অর্জন করতে পাড়বে। এর মানে হলো বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা পড়তে পারবে। 

তালেবান মুখপাত্র আরও বলেন, সব জনগণই সমান অধিকার পাবে। আমাদের সমাজে কোনো বৈষম্য থাকবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত