চারজন থাই নাগরিক ও ১৯ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের অভিবাসন পুলিশ। দেশটির দক্ষিণাঞ্চলের বাং ক্লাম জেলা ও রাত্তাপুমের এশিয়ান হাইওয়ে থেকে তাঁদের গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। তবে বাংলাদেশিদের নাম-পরিচয় জানা যায়নি।
ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের সামুত প্রাকান থেকে সঙ্খলা হয়ে কয়েকজন অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় যাচ্ছেন—এমন খবরের ভিত্তিতে তারা অভিযান শুরু করে।
ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ পাঁচটি গাড়ির পিছু নেয়। একপর্যায়ে এশিয়ান হাইওয়েতে তাঁদের থামাতে সক্ষম হয়। পরে এক নারীসহ চার থাই গাড়িচালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফালাদা সুরিয়াচাত (৪৮), কিত্তিশাক মাংকর্ন (৪৯), রাংসান সুপান (২৭) ও সুনথর্ন কানংনিত (৪৩)। আরেকজন গাড়িচালক এ সময় পালিয়ে যান। এ সময় ওই পাঁচ গাড়ি থেকে ১৯ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।
চার গাড়িচালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে থাই পুলিশ জানায়, সমচাই নামে এক ব্যক্তি তাঁদের ভাড়া করেছিলেন। সামুত প্রাকান থেকে অভিবাসীদের সংখলায় পৌঁছে দেওয়ার বিনিময়ে মাথাপিছু আড়াই হাজার বাথ পাবেন বলে চুক্তি হয়।
বাংলাদেশি অভিবাসীরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা উড়োজাহাজে করে কম্বোডিয়ায় আসেন। সেখান থেকে গত বুধবার অবৈধ উপায়ে তাঁরা থাইল্যান্ডে প্রবেশ করেন। তাঁরা একেকজন বাংলাদেশি সাড়ে ৩ লাখ টাকা দালালকে দেন। দালাল তাঁদের মালয়েশিয়ায় কাজ পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন।
গ্রেপ্তার গাড়িচালকদের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশি অভিবাসীদের অবৈধ উপায়ে থাইল্যান্ডে প্রবেশের মামলা প্রক্রিয়াধীন। তাঁদের বাং ক্লাম পুলিশের কাছে হস্তান্তর করেছে অভিবাসন পুলিশ।
চারজন থাই নাগরিক ও ১৯ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের অভিবাসন পুলিশ। দেশটির দক্ষিণাঞ্চলের বাং ক্লাম জেলা ও রাত্তাপুমের এশিয়ান হাইওয়ে থেকে তাঁদের গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। তবে বাংলাদেশিদের নাম-পরিচয় জানা যায়নি।
ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের সামুত প্রাকান থেকে সঙ্খলা হয়ে কয়েকজন অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় যাচ্ছেন—এমন খবরের ভিত্তিতে তারা অভিযান শুরু করে।
ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ পাঁচটি গাড়ির পিছু নেয়। একপর্যায়ে এশিয়ান হাইওয়েতে তাঁদের থামাতে সক্ষম হয়। পরে এক নারীসহ চার থাই গাড়িচালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফালাদা সুরিয়াচাত (৪৮), কিত্তিশাক মাংকর্ন (৪৯), রাংসান সুপান (২৭) ও সুনথর্ন কানংনিত (৪৩)। আরেকজন গাড়িচালক এ সময় পালিয়ে যান। এ সময় ওই পাঁচ গাড়ি থেকে ১৯ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।
চার গাড়িচালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে থাই পুলিশ জানায়, সমচাই নামে এক ব্যক্তি তাঁদের ভাড়া করেছিলেন। সামুত প্রাকান থেকে অভিবাসীদের সংখলায় পৌঁছে দেওয়ার বিনিময়ে মাথাপিছু আড়াই হাজার বাথ পাবেন বলে চুক্তি হয়।
বাংলাদেশি অভিবাসীরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা উড়োজাহাজে করে কম্বোডিয়ায় আসেন। সেখান থেকে গত বুধবার অবৈধ উপায়ে তাঁরা থাইল্যান্ডে প্রবেশ করেন। তাঁরা একেকজন বাংলাদেশি সাড়ে ৩ লাখ টাকা দালালকে দেন। দালাল তাঁদের মালয়েশিয়ায় কাজ পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন।
গ্রেপ্তার গাড়িচালকদের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশি অভিবাসীদের অবৈধ উপায়ে থাইল্যান্ডে প্রবেশের মামলা প্রক্রিয়াধীন। তাঁদের বাং ক্লাম পুলিশের কাছে হস্তান্তর করেছে অভিবাসন পুলিশ।
ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় প্রবেশের পর তাদের ২৫টি ত্রাণের গাড়ি ঘিরে ফেলে ‘ক্ষুধার্ত গাজাবাসী’। এরপরেই সেখানে গুলি ছোড়া হয়। ডব্লিউএফপির বিবৃতিতে বলা হয়, সহায়তা চাওয়া বেসামরিকদের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
২ ঘণ্টা আগেনেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী গত রাতে অসুস্থতা বোধ করেন। পরীক্ষায় দেখা গেছে, তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন। এর জন্য তাঁকে শিরায় ফ্লুইড দেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগেপানির গাড়ি আসার শব্দ শুনলে প্রতিদিন ৪২ বছর বয়সী রাহিলা বালতি আর কনটেইনার নিয়ে ছুটে যান রাস্তায়। কারণ, দেরি করলে কিছুই জুটবে না। তিনি বলেন, ‘পানি পাওয়ার কোনো জায়গা নেই। এটা এখন আমাদের জীবন-মরণের প্রশ্ন।’
৩ ঘণ্টা আগেভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
৩ ঘণ্টা আগে