Ajker Patrika

ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির তাণ্ডবে নিহত ২৫ 

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১১: ৫৪
ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির তাণ্ডবে নিহত ২৫ 

ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির প্রভাবে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

বিবিসি জানায়, আজ মঙ্গলবার উদ্ধারকর্মীরা এখনো পূর্ব ও দক্ষিণ উপকূলে আটকে পড়া লোকদের উদ্ধারের জন্য লড়াই করছে। মেগি গত রোববার ফিলিপাইনে প্রতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে আঘাত হানে। ফিলিপাইনে চলতি বছরের প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ছিল মেগি। ফিলিপাইন সাধারণত প্রতিবছর গড়ে ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় দেখে। 

মেগির প্রভাবে ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে এই ঝড়ের তাণ্ডবে আরও অনেক বাড়িঘর, রাস্তাঘাট এবং অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। 

তবে ঝড় মেগির তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশ। এই প্রদেশের চারটি গ্রামে ভূমিধসে অন্তত ২২ জনের প্রাণ গেছে বলে বেবে নগরীর দুর্যোগ কর্মকর্তা রাইসে অসতেরো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। 

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা বলেছে, দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের লেইতে এলাকায় আরও তিনজন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পোস্ট করা ছবিতে দেখা গেছে, লেইতের বুঙ্গা এলাকার কয়েকটি বাড়িঘর কাদামাটিতে চাপা পড়েছে। 

লেইতের একজন বাসিন্দা বলেন, ‘আমি কান্না করছিলাম। আমি জানি সেখানে লোকজন মাটির নিচে চাপা পড়েছে। আমিও ভয় পেয়েছিলাম। কারণ আমাদের বাড়ির পেছনেই পাহাড়।’ 

গত ডিসেম্বরে সুপার টাইফুন রাই ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব দ্বীপগুলোর অনেকগুলোতে আঘাত হানে। তখন ওই ঝড়ে ৩৭৫ জন নিহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত