অনলাইন ডেস্ক
বলিউডের ক্ল্যাসিক ‘রাত কে হামসফর’ গানের সঙ্গে নেচেছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র ও বিজু জনতা দল (বিজেডি) নেতা পিনাকী মিশ্র। জার্মানির বার্লিনে এই দম্পতির বিয়ের অনুষ্ঠানে তাঁরা এই নৃত্য করেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করার পরই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই রঙের পোশাকে সাজেন এই নবদম্পতি। মহুয়া মৈত্র পরেছিলেন হালকা গোলাপি বেনারসি শাড়ি ও সোনার গয়না, আর পিনাকী মিশ্রের পরনে ছিল পিচ রঙা ওয়েস্টকোট।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একজন মন্তব্য করেন, রাজনৈতিক মতাদর্শ কখনোই এক হতে পারে না, তবে সবকিছুকে একসঙ্গে মেলানোও ঠিক নয়। এই বিবাহ শুভ হোক।
গত ৩০ মে বার্লিনে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। একসঙ্গে কেক কাটার একটি ছবি শেয়ার করে মহুয়া মৈত্র লেখেন, ‘সবাইকে ধন্যবাদ এত ভালোবাসা ও শুভেচ্ছা জানানোর জন্য।’ দুই স্তরের কেকটি নজর কাড়ে এর ব্যক্তিগত সজ্জায়—ছোট্ট মানবাকৃতি, হাতব্যাগ, চশমা, গ্যাভেল (বিচারকের হাতুড়ি) ও ব্রিফকেসে সাজানো হয় কেকটি।
TMC MP #MahuaMoitra shares video dancing with hubby Pinaki Misra at their wedding ceremony in Germany pic.twitter.com/tpGRzXhPye
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ (@iindrojit) June 8, 2025
প্রসঙ্গত, মহুয়া মৈত্র পার্লামেন্টে তাঁর স্পষ্টবাদী বক্তব্য এবং হ্যান্ডব্যাগের প্রতি দুর্বলতার জন্য পরিচিত, যা কেকের ডিজাইনেও প্রতিফলিত হয়েছে। অপরদিকে, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী পিনাকী মিশ্রের জন্য আইনি প্রতীক যুক্ত করা হয়েছে তাঁর দীর্ঘ আইন ও রাজনীতির ক্যারিয়ারের প্রতিফলন হিসেবে।
১৯৭৪ সালে জন্ম নেওয়া মহুয়া মৈত্র নিউইয়র্ক ও লন্ডনে বিনিয়োগ ব্যাংকিংয়ে সফল ক্যারিয়ার গড়ে তোলার পর রাজনীতিতে আসেন। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম সরব এমপি।
অন্যদিকে, ১৯৫৯ সালে জন্ম নেওয়া পিনাকী মিশ্র সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ওডিশার পুরি লোকসভা কেন্দ্র থেকে চারবার নির্বাচিত এমপি। তিনি পরবর্তীতে বিজেডিতে যোগ দেন।
এই নতুন অধ্যায়ের সূচনায় রাজনৈতিক মতাদর্শ পেছনে ফেলে দুজনেই জীবনসঙ্গী হিসেবে একে অপরকে বেছে নিয়েছেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে।
বলিউডের ক্ল্যাসিক ‘রাত কে হামসফর’ গানের সঙ্গে নেচেছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র ও বিজু জনতা দল (বিজেডি) নেতা পিনাকী মিশ্র। জার্মানির বার্লিনে এই দম্পতির বিয়ের অনুষ্ঠানে তাঁরা এই নৃত্য করেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করার পরই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই রঙের পোশাকে সাজেন এই নবদম্পতি। মহুয়া মৈত্র পরেছিলেন হালকা গোলাপি বেনারসি শাড়ি ও সোনার গয়না, আর পিনাকী মিশ্রের পরনে ছিল পিচ রঙা ওয়েস্টকোট।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একজন মন্তব্য করেন, রাজনৈতিক মতাদর্শ কখনোই এক হতে পারে না, তবে সবকিছুকে একসঙ্গে মেলানোও ঠিক নয়। এই বিবাহ শুভ হোক।
গত ৩০ মে বার্লিনে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। একসঙ্গে কেক কাটার একটি ছবি শেয়ার করে মহুয়া মৈত্র লেখেন, ‘সবাইকে ধন্যবাদ এত ভালোবাসা ও শুভেচ্ছা জানানোর জন্য।’ দুই স্তরের কেকটি নজর কাড়ে এর ব্যক্তিগত সজ্জায়—ছোট্ট মানবাকৃতি, হাতব্যাগ, চশমা, গ্যাভেল (বিচারকের হাতুড়ি) ও ব্রিফকেসে সাজানো হয় কেকটি।
TMC MP #MahuaMoitra shares video dancing with hubby Pinaki Misra at their wedding ceremony in Germany pic.twitter.com/tpGRzXhPye
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ (@iindrojit) June 8, 2025
প্রসঙ্গত, মহুয়া মৈত্র পার্লামেন্টে তাঁর স্পষ্টবাদী বক্তব্য এবং হ্যান্ডব্যাগের প্রতি দুর্বলতার জন্য পরিচিত, যা কেকের ডিজাইনেও প্রতিফলিত হয়েছে। অপরদিকে, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী পিনাকী মিশ্রের জন্য আইনি প্রতীক যুক্ত করা হয়েছে তাঁর দীর্ঘ আইন ও রাজনীতির ক্যারিয়ারের প্রতিফলন হিসেবে।
১৯৭৪ সালে জন্ম নেওয়া মহুয়া মৈত্র নিউইয়র্ক ও লন্ডনে বিনিয়োগ ব্যাংকিংয়ে সফল ক্যারিয়ার গড়ে তোলার পর রাজনীতিতে আসেন। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম সরব এমপি।
অন্যদিকে, ১৯৫৯ সালে জন্ম নেওয়া পিনাকী মিশ্র সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ওডিশার পুরি লোকসভা কেন্দ্র থেকে চারবার নির্বাচিত এমপি। তিনি পরবর্তীতে বিজেডিতে যোগ দেন।
এই নতুন অধ্যায়ের সূচনায় রাজনৈতিক মতাদর্শ পেছনে ফেলে দুজনেই জীবনসঙ্গী হিসেবে একে অপরকে বেছে নিয়েছেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে।
অভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
২ মিনিট আগে১ জুলাই যুক্তরাষ্ট্রের গ্রেটার বোস্টনের ১৪টি এলাকায় সেবা দেওয়া টিমস্টারস ইউনিয়নের স্থানীয় শাখা লোকাল ২৫-এর মাধ্যমে এই ধর্মঘট শুরু হয়। পরে এটি ক্যালিফোর্নিয়ার ম্যান্টেকা; ইলিনয়ের অটোয়া; জর্জিয়ার কামিং, ওয়াশিংটনের লেসি শহরে ছড়িয়ে পড়ে। অনেক কর্মী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে কাজ বন্ধ করে দেন।
২৪ মিনিট আগেরায়ে তিনি বলেন, ‘নিম্ন ও উচ্চ আদালতের বিচারকদের সম্পর্ক সামন্ত প্রভু ও ভূমিদাসের মতো। হাইকোর্টের বিচারকদের অভিবাদন জানানোর সময় জেলা বিচারকদের শারীরিক ভাষা এতটাই বিনয়ী থাকে, যা চাটুকারিতার কাছাকাছি। জেলা বিচারকরা যেন অমেরুদণ্ডী স্তন্যপায়ী প্রাণীর একমাত্র শনাক্তযোগ্য প্রজাতি।’
২ ঘণ্টা আগেফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানকারী দেশের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য প্রচারিত হচ্ছে। তবে বার্তা সংস্থা এএফপি জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৪২টি রাষ্ট্রকে চিহ্নিত করেছে, যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এএফপির গণনায় ফ্রান্স অন্তর্ভুক্ত। কারণ, দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গত...
৩ ঘণ্টা আগে