Ajker Patrika

চাঁদের মাটি নিয়ে পৃথিবীতে ফিরল চীনা যান

আপডেট : ২৫ জুন ২০২৪, ২০: ৩০
চাঁদের মাটি নিয়ে পৃথিবীতে ফিরল চীনা যান

পৃথিবী থেকে চাঁদের দূরবর্তী অংশ তথা চাঁদের দক্ষিণ মেরু থেকে মাটিসহ কিছু নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে চীনের নভোযান চ্যাংই–৬। প্রায় দুই মাস দীর্ঘ ঝুঁকিপূর্ণ অভিযানের পর মঙ্গলবার মঙ্গোলিয়া মরুভূমিতে ওই নভোযান অবতরণ করেছে। বিজ্ঞানীরা অধীর আগ্রহে চ্যাংই-৬–এর জন্য অপেক্ষা করছিলেন। কারণ, এটির সংগ্রহ করা নমুনা কীভাবে গ্রহগুলো গঠিত হয় সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারে। 

এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের অচিনপাশে অবতরণ করা চীনই পৃথিবীর একমাত্র দেশ। ২০১৯ সালে দেশটি প্রথমবারের মতো এই সফলতা অর্জন করেছিল। দূরত্ব এবং বড় বড় গর্তের জন্য চাঁদের দক্ষিণ মেরুর অংশটিতে পৌঁছানো প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং। বিজ্ঞানীরা চাঁদের ওই অংশটি নিয়ে বহু বছর ধরেই আগ্রহী ছিলেন। কারণ, তাঁরা আশা করছেন, সেখানে বরফের চিহ্ন অস্তিত্ব থাকতে পারে। 

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখা গেছে, চ্যাংই-৬ ক্যাপসুল মঙ্গোলিয়ার মরুভূমিতে অবতরণ করার পর চীনা কর্মকর্তারা সেখানে নিজ দেশের পতাকা টাঙিয়ে দিয়েছেন। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট শি চিন পিং মিশনের নিয়ন্ত্রণকক্ষে অভিনন্দন জানাতে ফোন করেছেন। 

গত ৩ মে চীনের হাইনান প্রদেশ থেকে চ্যাংই–৬ চাঁদের উদ্দেশে যাত্রা করেছিল। এর ঠিক এক মাস পর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে নভোযানটি। 

বিজ্ঞানীদের আশা করছেন, চাঁদ থেকে সংগ্রহ করা নমুনা নতুন খনিজের সন্ধান দিতে পারে। এমনকি এর সাহায্যে চাঁদের ভূতাত্ত্বিক প্রকৃত বয়সও জানা যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত