Ajker Patrika

পানশির দখলে গিয়ে ৮ তালেবান যোদ্ধা নিহত 

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩৩
পানশির দখলে গিয়ে ৮ তালেবান যোদ্ধা নিহত 

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পানশির উপত্যকায় স্থানীয় মিলিশিয়া বাহিনীর সঙ্গে লড়াইয়ে তালেবানের অন্তত আট যোদ্ধা নিহত হয়েছেন। গত সোমবার রাতে এই লড়াইয়ের ঘটনা ঘটে। তালেবানবিরোধী দলের একজন মুখপাত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে পানশির ছাড়া পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। অবশ্য পানশিরের পার্শ্ববর্তী বাগলান প্রদেশেও প্রায়ই তালেবানের সঙ্গে স্থানীয় বাহিনীর লড়াই হচ্ছে। 

 পানশিরে আহমেদ মাসুদের অনুগত বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের (এনআরএফ) মুখপাত্র ফাহিম দাশতি বলেছেন, উপত্যকার পশ্চিম প্রবেশদ্বারে এনআরএফ-এর লক্ষ্যবস্তুতে তালেবান হামলা চালালে দুই পক্ষের মধ্যে লড়াইয়ের সূত্রপাত। 

ফাহিম দাশতি  বলেন, উপত্যকার প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী তার পরীক্ষা নেওয়ার জন্য এই হামলা চালানো হয়। তবে সেটি প্রতিহত করা হয়েছে। তাতে আট তালেবান সদস্য নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। হামলায় এনআরএফ বাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন। 
 
আশির দশকে সোভিয়েতবিরোধী লড়াইয়ে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ যোদ্ধা ছিলেন আহমেদ শাহ মাসুদ। তাঁর ছেলে আহমেদ মাসুদ। পানশির নব্বইয়ের দশকেও তালেবানের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন আহমেদ শাহ মাসুদ। 

 ২০০১ সালে আততায়ীর হাতে প্রাণ হারান ৪৮ বছর বয়সী মাসুদ। হিন্দুকুশ পর্বতমালার নিকটবর্তী পানশির এখন পর্যন্ত কখনো তালেবানের হাতে পড়েনি। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

১০-১২ বছর খেলেও সিনিয়র হতে পারিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত