Ajker Patrika

নারী ও সংখ্যালঘুদের অধিকার সমুন্নত রাখতে হবে, তালেবানকে ইইউ

নারী ও সংখ্যালঘুদের অধিকার সমুন্নত রাখতে হবে, তালেবানকে ইইউ

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারকে আচরণ পরিবর্তন করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে নারী ও সংখ্যালঘু জনগণের অধিকার সমুন্নত রাখতে বলেছে। দেশটিতে ইসলামপন্থী গোষ্ঠী তালেবানের ক্ষমতা গ্রহণের এক বছরপূর্তিতে এ আহ্বান জানাল ইইউ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

স্থানীয় সময় সোমবার আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তি হয়েছে। এক বছর আগে বিশৃঙ্খল পরিস্থিতিতে আফগানিস্তান ছেড়ে যায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সেই সময়ে ক্ষমতাগ্রহণ করে তালেবান। তখন অনেকেই আশা করেছিলেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু গত এক বছরে ক্ষুধা, দারিদ্র্য, অপুষ্টি ও নারী স্বাধীনতা সংকুচিত হওয়ার মধ্য দিয়ে দেশটির ভবিষ্যৎ আরও বিপর্যস্ত হয়েছে। 

কট্টরপন্থী তালেবানরা যখন মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী ও তাদের আফগান মিত্রদের বিরুদ্ধে লড়াই করছিল, তখনকার নিরাপত্তা পরিস্থিতির চেয়ে এখনকার পরিস্থিতি কিছুটা নিরাপদ হলেও দেশটির ওপর অর্থনৈতিক চাপ বেড়েছে। কারণ বিদেশি সরকারগুলো তালেবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি। ফলে দেশটি আন্তর্জাতিক অঙ্গন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পেড়েছে। 

যেসব বিদেশি উন্নয়ন সহায়তার ওপর আফগানিস্তান নির্ভরশীল ছিল, সেসব সহায়তা তুলে নেওয়া হয়েছে। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে, তালেবান সরকার নারীদের শিক্ষা ও কর্মের অধিকার হ্রাস করেছে। 

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল এক টুইটার পোস্টে বলেছেন, ‘তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার এক বছর পর মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন বেড়েছে। বিশেষ করে নারী, মেয়ে ও সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ন হয়েছে সবচেয়ে বেশি। আমি তালেবানর সরকারের প্রতি এসব অগ্রহণযোগ্য সিদ্ধান্ত ও আচরণ পরিবর্তন করার আহ্বান জানাই।’ 

আফগানিস্তানের প্রায় ২৫ লাখ মানুষ এখন দারিদ্র্যের মধ্যে বাস করছেন। জাতিসংঘ অনুমান করছে, দেশটির অর্থনীতি স্থবির হয়ে পড়ায় ৯ লাখ মানুষ চাকরি হারাতে পারে। 

আফগানিস্তানের জাতিসংঘ মিশন জানিয়েছে, তালেবান ক্ষমতারোহণের পর দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়েছে। সুশীল সমাজের অনেক ব্যক্তি দেশ ছেড়ে গেছেন। ভিন্নমত দমনের অংশ হিসেবে অনেক মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে তালেবান সরকার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত