Ajker Patrika

সাঈদ না মাসুদ, কে হবেন ইরানের প্রেসিডেন্ট জানা যাবে আজ

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৫: ৪৩
সাঈদ না মাসুদ, কে হবেন ইরানের প্রেসিডেন্ট জানা যাবে আজ

প্রথম দফার ভোটে কোনো প্রার্থী প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয়সংখ্যক ভোট নিশ্চিত করতে না পারায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায় তথা রান অফে। দ্বিতীয় দফার নির্বাচনের ভোট গ্রহণের নির্ধারিত দিন ছিল আজ শুক্রবার। স্থানীয় সময় সকাল থেকেই শুরু হয় ভোট গ্রহণ। 

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। দেশটির প্রায় ৫৯ হাজারটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলবে। এ ছাড়া কয়েক হাজার চলমান বা মোবাইল ভোটকেন্দ্রও চালু করা হয়েছে। 

দ্বিতীয় দফার নির্বাচনে লড়ছেন আগের দফার নির্বাচনে শীর্ষ দুই প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও সাইদ জালিলি। এর মধ্যে অনেকটাই সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান ১ কোটি ৪ লাখ ১৫ হাজারে বেশি ভোট পেয়ে এগিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী খামেনি সমর্থিত কট্টরপন্থী সাঈদ জালিলি পেয়েছিলেন ৯৪ লাখ ৭৩ হাজার ২৯৮ ভোট। 

প্রথম দফার নির্বাচনে ইরানের মোট ভোটার ছিলেন ৬ কোটি ১৪ লাখ ৫২ হাজার। এর মধ্যে মাত্র ৩৯ দশমিক ৯২ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। ইরানের ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর এটি দেশটির ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন। 

৬৯ বছর বয়সী কার্ডিয়াক সার্জন, আইনপ্রণেতা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী পেজেশকিয়ান এমন প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন যাঁরা দেশের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পশ্চিমাবিরোধী অবস্থানের কড়া সমর্থক। তারপরও শুক্রবারের নির্বাচনে পেজেশকিয়ান ভোটারদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পান এবং গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরাধিকারী নির্বাচনের জন্য ভোট রান অফে পৌঁছায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত