অনলাইন ডেস্ক
পুত্রের বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক এবং দুর্নীতির অভিযোগে তদন্ত শুরুর পর মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসাননামস্রাইন ওইউন-এরদেন পদত্যাগ করেছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে—ওইউন-এরদেনের পুত্র ও তাঁর প্রেমিকা বাগদান উপলক্ষে ছুটিতে গিয়ে বিলাসবহুল জীবন যাপন করছেন। ছবিতে প্রেমিকার কাঁধে ঝোলানো ডিওরের কালো একটি ব্যাগ ও একাধিক শপিং ব্যাগ দেখা যায়। প্রেমিকা তাঁর জন্মদিন উপলক্ষে সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি।’ আরও একটি ছবিতে প্রেমিক যুগলকে সুইমিং পুলে চুম্বনরত অবস্থায় দেখা গেছে।
এই ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন—প্রধানমন্ত্রীর পরিবার এত বিলাসিতা চালানোর অর্থ কোথায় পেল? স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ইতিমধ্যেই ওইউন-এরদেন পরিবারের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে।
আজ মঙ্গলবার বিবিসি জানিয়েছে, সংসদে সাংসদদের গোপন ব্যালটে হওয়া একটি আস্থা ভোটে ওইউন-এরদেনের পদত্যাগ অবধারিত হয়ে পড়ে। আস্থা ভোটে অংশ নিয়েছিলেন ৮৮ জন সাংসদ। এর মধ্যে ৪৪ জন ওইউন-এরদেনকে সমর্থন করেন এবং ৩৮ জন বিরোধিতা করেন। তবে ১২৬ সদস্যের পার্লামেন্টে আস্থা টিকিয়ে রাখতে হলে ওইউন-এরদেনের কমপক্ষে ৬৪ জনের সমর্থন প্রয়োজন ছিল।
ভোটের পর ওইউন-এরদেন বলেন, ‘মহামারি, যুদ্ধ ও আন্তর্জাতিক শুল্ক-সংকটের মতো কঠিন সময়ে জাতি ও জনগণের সেবা করতে পেরে আমি গর্বিত।’
গত দুই সপ্তাহ ধরে শত শত মানুষ, বিশেষ করে তরুণেরা রাস্তায় নেমে ওইউন-এরদেনের পদত্যাগের দাবি তোলেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে ওইউন-এরদেন দাবি করেছেন, এটি তাঁর বিরুদ্ধে একটি রাজনৈতিক ষড়যন্ত্র।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে, ওইউন-এরদেনের শাসনামলে মঙ্গোলিয়ায় দুর্নীতি আরও বেড়েছে। ২০২৪ সালে সরকারি স্বচ্ছতায় দেশটি ১৮০টি দেশের মধ্যে ১১৪তম স্থানে ছিল।
একসময়ের সমাজতান্ত্রিক রাষ্ট্র মঙ্গোলিয়া রাশিয়া ও চীনের মাঝে অবস্থিত। ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি গণতন্ত্রে রূপান্তর শুরু করে। তবে দুর্নীতি সেখানে একটি দীর্ঘস্থায়ী সমস্যা।
গত বছর মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ আনে, ২০১২-১৫ পর্যন্ত ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী সুখবাটার বাতবোল্ড চুরি করা খনির অর্থে নিউইয়র্কে দুটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। যদিও বাতবোল্ড এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে মঙ্গোলিয়া পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে তারা ‘তৃতীয় প্রতিবেশী’ হিসেবে বিবেচনা করে।
পুত্রের বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক এবং দুর্নীতির অভিযোগে তদন্ত শুরুর পর মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসাননামস্রাইন ওইউন-এরদেন পদত্যাগ করেছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে—ওইউন-এরদেনের পুত্র ও তাঁর প্রেমিকা বাগদান উপলক্ষে ছুটিতে গিয়ে বিলাসবহুল জীবন যাপন করছেন। ছবিতে প্রেমিকার কাঁধে ঝোলানো ডিওরের কালো একটি ব্যাগ ও একাধিক শপিং ব্যাগ দেখা যায়। প্রেমিকা তাঁর জন্মদিন উপলক্ষে সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি।’ আরও একটি ছবিতে প্রেমিক যুগলকে সুইমিং পুলে চুম্বনরত অবস্থায় দেখা গেছে।
এই ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন—প্রধানমন্ত্রীর পরিবার এত বিলাসিতা চালানোর অর্থ কোথায় পেল? স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ইতিমধ্যেই ওইউন-এরদেন পরিবারের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে।
আজ মঙ্গলবার বিবিসি জানিয়েছে, সংসদে সাংসদদের গোপন ব্যালটে হওয়া একটি আস্থা ভোটে ওইউন-এরদেনের পদত্যাগ অবধারিত হয়ে পড়ে। আস্থা ভোটে অংশ নিয়েছিলেন ৮৮ জন সাংসদ। এর মধ্যে ৪৪ জন ওইউন-এরদেনকে সমর্থন করেন এবং ৩৮ জন বিরোধিতা করেন। তবে ১২৬ সদস্যের পার্লামেন্টে আস্থা টিকিয়ে রাখতে হলে ওইউন-এরদেনের কমপক্ষে ৬৪ জনের সমর্থন প্রয়োজন ছিল।
ভোটের পর ওইউন-এরদেন বলেন, ‘মহামারি, যুদ্ধ ও আন্তর্জাতিক শুল্ক-সংকটের মতো কঠিন সময়ে জাতি ও জনগণের সেবা করতে পেরে আমি গর্বিত।’
গত দুই সপ্তাহ ধরে শত শত মানুষ, বিশেষ করে তরুণেরা রাস্তায় নেমে ওইউন-এরদেনের পদত্যাগের দাবি তোলেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে ওইউন-এরদেন দাবি করেছেন, এটি তাঁর বিরুদ্ধে একটি রাজনৈতিক ষড়যন্ত্র।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে, ওইউন-এরদেনের শাসনামলে মঙ্গোলিয়ায় দুর্নীতি আরও বেড়েছে। ২০২৪ সালে সরকারি স্বচ্ছতায় দেশটি ১৮০টি দেশের মধ্যে ১১৪তম স্থানে ছিল।
একসময়ের সমাজতান্ত্রিক রাষ্ট্র মঙ্গোলিয়া রাশিয়া ও চীনের মাঝে অবস্থিত। ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি গণতন্ত্রে রূপান্তর শুরু করে। তবে দুর্নীতি সেখানে একটি দীর্ঘস্থায়ী সমস্যা।
গত বছর মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ আনে, ২০১২-১৫ পর্যন্ত ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী সুখবাটার বাতবোল্ড চুরি করা খনির অর্থে নিউইয়র্কে দুটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। যদিও বাতবোল্ড এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে মঙ্গোলিয়া পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে তারা ‘তৃতীয় প্রতিবেশী’ হিসেবে বিবেচনা করে।
জাপানের সঙ্গে বিশাল বাণিজ্যচুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ কয়েক মাসের বাণিজ্য আলোচনার পর এই চুক্তির ঘোষণা এল। তবে, এই চুক্তির বিনিময়ে ট্রাম্প জাপানের কাছ থেকে তাঁর দেশে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন।
১৪ মিনিট আগেভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর গত সোমবার হঠাৎ করেই স্বাস্থ্যগত পদত্যাগ করেছেন। কিন্তু তাঁর এই ঘোষণার আগেই রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক কিছু ঘটনা ঘটেছে, যা তাঁর এই সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
৩৯ মিনিট আগেচিকুনগুনিয়া ভাইরাসের মহামারি ঠেকাতে এখনই দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। এর আগে, দুই দশক আগে বিশ্বজুড়ে মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের মহামারি ছড়িয়ে পড়েছিল। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জেনেভায় ডব্লিউএইচও—এর মেডিকেল অফিসার ডায়ানা রোজাস আলভারেজ...
১ ঘণ্টা আগেআবারও দুর্ঘটনার শিকার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৩১৫ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই আগুন ধরে যায় উড়োজাহাজটির সহায়ক বিদ্যুৎ ইউনিট বা অক্সিলারি পাওয়ার ইউনিট (এপিইউ)। গতকাল মঙ্গলবার এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজটি অবতরণের
১ ঘণ্টা আগে