Ajker Patrika

বোরকা ছাড়া ট্যাক্সিতে চড়তে পারবেন না আফগান নারীরা

বোরকা ছাড়া ট্যাক্সিতে চড়তে পারবেন না আফগান নারীরা

বোরকা ছাড়া গাড়িতে উঠতে পারবেন না আফগানিস্তানের নারীরা। দেশটির তালেবান সরকারের এমন কোনো নির্দেশনা না থাকলেও অলিখিতভাবে বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত। বিগত কয়েক মাস ধরেই গাড়িতে চড়ার ক্ষেত্রে বাঁধার মুখোমুখি হচ্ছেন আফগান নারীরা। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে বিষয়টি উঠে এসেছে। 

ডয়েচে ভেলের প্রতিবেদনে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। যেখানে ট্যাক্সি চালক ফেরেদুন তাঁর গাড়িতে কোনো বেপর্দা নারীকে উঠতে দেন না। এমনটা করার পেছনের কারণ হিসেবে ফেরেদুন জানান, তিনি যদি কোনো বেপর্দা নারীকে গাড়িতে উঠান এবং সেটি যদি কোনো তালেবান দেখতে পান তবে তাঁকে মারধরের শিকার হতে হয়। 

ফেরেদুন জানান, তালেবানেরা একাধিকবার তাঁর গাড়ি থেকে বোরকা না পরার কারণে অনেক নারীকে বের করে দিয়েছে। বোরকা ছাড়া নারীদের গাড়ি তোলায় তাঁকেও একাধিকবার শাস্তির মুখোমুখি হতে হয়েছে। 

 ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী চলে যাওয়ার পর ক্ষমতায় আসে তালেবান। ক্ষমতায় আসার পর থেকেই তাঁরা দেশটিতে শরিয়া শাসন জারির কথা বলে। কিন্তু তালেবান ক্ষমতায় থাকলেও কিছু আফগান নারী তালেবানের আদেশ মানছেন না। অনেক নারী জনসম্মুখে বোরকা পড়েন না, এমনকি তাদের মুখও ঢেকে রাখেন না। 

 ২০২২ সালের মে মাসে তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এক আদেশে বলেন, ‘নারীদের জনসমক্ষে মুখ ঢেকে রাখতে হবে। কারণ, এটা ঐতিহ্য ও সম্মানের।’ 

তবে তালেবান ক্ষমতায় আসার পরে নারী অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারপরও নারীদের বিভিন্ন চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতেও বাধা দেওয়া হয়েছে। কিছুদিন আগে নারীদের রূপচর্চার জন্য বিখ্যাত একটি বিউটি পারলারও নিষিদ্ধ করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নারীরা যেন জনসমক্ষে তাদের মুখ প্রদর্শন করতে না পারেন সে বিষয়ে চাপ বাড়ছে। 

তালেবান সরকার দেশটির বড় বড় শহরগুলোতে নৈতিক পুলিশ মোতায়েন  করেছে। এ ছাড়া মন্ত্রণালয় আদেশ জারি করেছে যে, কোনো ট্যাক্সি, রিকশা এবং অন্য যেকোনো যাত্রীবাহী গাড়িতে এমন কোনো নারীকে তুলতে পারবে না যারা বোরকা পরেননি বা বেপর্দা অবস্থায় থাকেন। 

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সালে তালেবান শাসনামলে আফগান নারীদের বোরকা পরা বাধ্যতামূলক ছিল। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনার অনুমতি ছিল না। নারীদের চাকরি করাও নিষিদ্ধ ছিল। 

দেশটির পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আকিফ মোহাজের বলেন, ‘নারীকে ভ্রমণের সময় অবশ্যই সঙ্গে কোনো পুরুষ থাকতে হবে। তবে যখন নারীরা শহরের মধ্যে ভ্রমণ করবেন তাদের পাশে কোন পুরুষকে বসতে দেওয়া হবে না। নারীরা চাদর পড়া থাকুক বা না থাকুক তাদের ইসলামি হিজাব পড়তে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত