Ajker Patrika

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪, আহত ৬০

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৬: ১৫
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪, আহত ৬০

ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার দেশটির উত্তরাঞ্চলের লুসোন দ্বীপে ভূমিকম্প আঘাত হানে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে চারজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৬০ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পে একটি হাসপাতাল ও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী ম্যানিলায়ও ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আবরা প্রদেশের ডোলোরেস শহরের ১১ কিলোমিটার পূর্ব-দক্ষিণে। কেন্দ্রের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আবরা ও নিকটবর্তী প্রদেশে ফের আফটার শক অনুভূত হতে পারে।

আবরা প্রদেশের লাগানগিলাং শহরের মেয়র রোভলিন ভিলামোর বলেন, ‘বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়েছে। আমরা বাড়িঘরের ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। বিপদের আশঙ্কায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।’ 

বাসিন্দারা জানান, ভূমিকম্পটি ৩০ সেকেন্ড বা তার বেশি স্থায়ী হয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত