প্রতিনিধি, কলকাতা
ভারতের পশ্চিমবঙ্গে ভোটের আগে তৃণমূলকে বেকায়দায় ফেলে প্রায় প্রতিদিনই দলবদলকে চমকে পরিণত করেছিল ভারতের শাসক দল বিজেপি। কিন্তু ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে বিজেপিতেই শুরু হয়েছে পাল্টা ভাঙন। দলবদল করে সদ্য নির্বাচিতরাই ফিরে যাচ্ছেন তৃণমূলে।
এরই মধ্যে তিন হেভিওয়েট বিধায়ক যোগ দিয়েছেন মমতা ব্যানার্জির দলে। দল বদলানোর দলে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ও। দলের ভাঙন রুখতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য নেতারা বুধবার বৈঠকের বসেন। অন্যদিকে, তৃণমূলের দাবি—বিজেপি দলটাই উঠে যাবে।
২ মে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের ফল প্রকাশ হওয়ার পর গত চার মাসে বিজেপির ৩ বিধায়কের দলবদলে বেশ চিন্তিত দলের রাজ্য নেতারা। এমনিতেই ভিট-বিপর্যয় নিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। এর মাঝে সোমবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এবং মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার বাগদার বিধায়ক বিশ্বজিত দাস তৃণমূলের যোগ দেন। এ ছাড়াও জাতীয় সংসদের দুই সদস্য জগন্নাথ সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন।
এতে ২৯৪ সদস্যের রাজ্য বিধানসভায় বিজেপির সদস্য কমে ৭৭ থেকে ৭২ এ দাঁড়িয়েছে। অন্যদিকে, দুই বিধায়কের মৃত্যু এবং মমতা ব্যানার্জিকে আসন ছেড়ে দিতে এক বিধায়কের ইস্তফার পরও তৃণমূলের সদস্য সংখ্যা ২১৩-ই রয়ে গেছে। একজন আইএসএফ ও একজন গোর্খা জনমুক্তি মোর্চার বিধায়কও রয়েছেন।
রাজ্য বিধানসভার ৭টি আসন বর্তমানে খালি। দলত্যাগীদের বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, এরা বিজেপির নেতা ছিলেন না। দলের টিকিট পেয়ে জিতেছিলেন। এদের বিরুদ্ধে দলবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, বিধায়ক তন্ময় ঘোষকে দলবদলের জন্য পুলিশ দিয়ে চাপ দেওয়া হচ্ছিল।
তৃণমূল অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেছে। তাঁরা বলছে, বিজেপি-ই কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভয় দেখিয়ে ভোটের আগে দল ছাড়তে বাধ্য করেছিল রাজ্যের বহু নেতাকে। এখন তাঁরা নিজেরাই ঘরে ফিরতে ব্যাকুল হয়ে উঠেছেন।
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মতে, কারও পক্ষেই বিজেপিতে গিয়ে কাজ করা সম্ভব নয়। তাই যারা ভুল বুঝে গিয়েছিলেন, তাঁরা নিজেরাই ফিরে আসছেন। আরও অনেকে আসতে চাইছেন।
ভারতের পশ্চিমবঙ্গে ভোটের আগে তৃণমূলকে বেকায়দায় ফেলে প্রায় প্রতিদিনই দলবদলকে চমকে পরিণত করেছিল ভারতের শাসক দল বিজেপি। কিন্তু ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে বিজেপিতেই শুরু হয়েছে পাল্টা ভাঙন। দলবদল করে সদ্য নির্বাচিতরাই ফিরে যাচ্ছেন তৃণমূলে।
এরই মধ্যে তিন হেভিওয়েট বিধায়ক যোগ দিয়েছেন মমতা ব্যানার্জির দলে। দল বদলানোর দলে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ও। দলের ভাঙন রুখতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য নেতারা বুধবার বৈঠকের বসেন। অন্যদিকে, তৃণমূলের দাবি—বিজেপি দলটাই উঠে যাবে।
২ মে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের ফল প্রকাশ হওয়ার পর গত চার মাসে বিজেপির ৩ বিধায়কের দলবদলে বেশ চিন্তিত দলের রাজ্য নেতারা। এমনিতেই ভিট-বিপর্যয় নিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। এর মাঝে সোমবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এবং মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার বাগদার বিধায়ক বিশ্বজিত দাস তৃণমূলের যোগ দেন। এ ছাড়াও জাতীয় সংসদের দুই সদস্য জগন্নাথ সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন।
এতে ২৯৪ সদস্যের রাজ্য বিধানসভায় বিজেপির সদস্য কমে ৭৭ থেকে ৭২ এ দাঁড়িয়েছে। অন্যদিকে, দুই বিধায়কের মৃত্যু এবং মমতা ব্যানার্জিকে আসন ছেড়ে দিতে এক বিধায়কের ইস্তফার পরও তৃণমূলের সদস্য সংখ্যা ২১৩-ই রয়ে গেছে। একজন আইএসএফ ও একজন গোর্খা জনমুক্তি মোর্চার বিধায়কও রয়েছেন।
রাজ্য বিধানসভার ৭টি আসন বর্তমানে খালি। দলত্যাগীদের বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, এরা বিজেপির নেতা ছিলেন না। দলের টিকিট পেয়ে জিতেছিলেন। এদের বিরুদ্ধে দলবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, বিধায়ক তন্ময় ঘোষকে দলবদলের জন্য পুলিশ দিয়ে চাপ দেওয়া হচ্ছিল।
তৃণমূল অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেছে। তাঁরা বলছে, বিজেপি-ই কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভয় দেখিয়ে ভোটের আগে দল ছাড়তে বাধ্য করেছিল রাজ্যের বহু নেতাকে। এখন তাঁরা নিজেরাই ঘরে ফিরতে ব্যাকুল হয়ে উঠেছেন।
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মতে, কারও পক্ষেই বিজেপিতে গিয়ে কাজ করা সম্ভব নয়। তাই যারা ভুল বুঝে গিয়েছিলেন, তাঁরা নিজেরাই ফিরে আসছেন। আরও অনেকে আসতে চাইছেন।
জম্মু–কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের কূটনৈতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় আকাশসীমা বন্ধ করে করে দিয়েছে পাকিস্তান। আগামী ২৩ মে পর্যন্ত এটি বহাল থাকার সম্ভাবনা রয়েছে। তবে, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
৩৯ মিনিট আগেগত ২৪ এপ্রিল রাত থেকে, ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘণ্টা পরেই, পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরের এলওসির বিভিন্ন স্থানে বিনা উসকানিতে গুলি চালাচ্ছে বলে অভিযোগ ভারতীয় নিরাপত্তা বাহিনীর।
১ ঘণ্টা আগেউপত্যকার বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কুদ্স নিউজ নেটওয়ার্ক আজ সকালে জানিয়েছে, মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের অন্তত ৫ জন। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
১৪ ঘণ্টা আগে