অনলাইন ডেস্ক
একটি আত্মহত্যার ঘটনায় জাপানের ইয়োকোহামা শহরে একটি আত্মহত্যার ঘটনায় দুজনের প্রাণহানি ঘটেছে। সোমবার বিবিসি জানিয়েছে, শহরের একটি শপিং সেন্টার থেকে লাফ দিয়ে এক কিশোরী আত্মহত্যা করতে চাইলে তিনি নিচে এক পথচারীর ওপর গিয়ে পড়েন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সন্ধ্যায় হাইস্কুল পড়ুয়া ১৭ বছর বয়সী ওই কিশোরী একটি জনাকীর্ণ এলাকায় শপিং সেন্টার থেকে লাফ দিলে তিনি ৩২ বছর বয়সী এক নারী পথচারীর ওপর গিয়ে পড়েন। বন্ধুদের নিয়ে ওই শপিং সেন্টারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই নারী।
ঘটনার পর মারাত্মক আহত অবস্থায় দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার এক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করতে চাওয়া কিশোরী মারা যান। তাঁর কিছুক্ষণ পরে মারা যান পথচারী নারীটিও।
কিশোরী কেন আত্মহত্যা করেছেন, সেই বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। সরকারি পরিসংখ্যান বলছে, ১ সেপ্টেম্বর জাপানে নতুন স্কুল মেয়াদ শুরু হওয়াকে সামনে রেখে এর আগের দিনটিতে অন্য যেকোনো দিনের তুলনায় ১৮ বছরের কম বয়সী ছেলে-মেয়ের আত্মহত্যার ঘটনা বেশি ঘটে।
বিবিসি জানিয়েছে, গত বছর জাপানে ৫১৩ জন শিশু আত্মহত্যা করেছিল। এসব আত্মহত্যার নেপথ্যে সবচেয়ে সাধারণ কারণটি ছিল স্কুলের প্রতি অনীহা। জাপানে যেসব শিক্ষার্থী স্কুলে ফিরতে চায় না, তারা ‘ফুটোকো’ নামে পরিচিত। শব্দটির বাংলা অর্থ দাঁড়ায়—যারা স্কুলে যায় না।
ইয়োকোহামার মতো একধরনের আরেকটি ঘটনা ঘটেছিল ২০২০ সালে ওসাকায়। সেই শহরের একটি শপিং সেন্টারের ছাদ থেকে লাফ দিয়েছিলেন ১৭ বছরের এক কিশোর। এ সময় নিচের ব্যস্ত রাস্তায় হেঁটে যাওয়া ১৯ বছরের এক ছাত্রীও প্রাণ হারিয়েছিলেন। ওই ঘটনায় কিশোর ছেলেটিকে মরণোত্তর হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছিল। এমন হলে জাপানে নিহত হত্যাকারীর পরিবার তাঁর দ্বারা নিহত অপর ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। যদিও সেবার মীমাংসার মাধ্যমে পরে নিহত কিশোরের ওপর থেকে অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল।
পরিসংখ্যান বলছে, জাপানে সাধারণ মানুষের মধ্যে আত্মহত্যার হার ধীরে ধীরে কমতে শুরু করলেও তরুণদের মধ্যে এই প্রবণতা বাড়ছে। জাপানই জি-সেভেনের একমাত্র সদস্য দেশ, যেখানে কিশোর-কিশোরীদের মৃত্যুর প্রধান কারণ আত্মহত্যা।
একটি আত্মহত্যার ঘটনায় জাপানের ইয়োকোহামা শহরে একটি আত্মহত্যার ঘটনায় দুজনের প্রাণহানি ঘটেছে। সোমবার বিবিসি জানিয়েছে, শহরের একটি শপিং সেন্টার থেকে লাফ দিয়ে এক কিশোরী আত্মহত্যা করতে চাইলে তিনি নিচে এক পথচারীর ওপর গিয়ে পড়েন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সন্ধ্যায় হাইস্কুল পড়ুয়া ১৭ বছর বয়সী ওই কিশোরী একটি জনাকীর্ণ এলাকায় শপিং সেন্টার থেকে লাফ দিলে তিনি ৩২ বছর বয়সী এক নারী পথচারীর ওপর গিয়ে পড়েন। বন্ধুদের নিয়ে ওই শপিং সেন্টারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই নারী।
ঘটনার পর মারাত্মক আহত অবস্থায় দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার এক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করতে চাওয়া কিশোরী মারা যান। তাঁর কিছুক্ষণ পরে মারা যান পথচারী নারীটিও।
কিশোরী কেন আত্মহত্যা করেছেন, সেই বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। সরকারি পরিসংখ্যান বলছে, ১ সেপ্টেম্বর জাপানে নতুন স্কুল মেয়াদ শুরু হওয়াকে সামনে রেখে এর আগের দিনটিতে অন্য যেকোনো দিনের তুলনায় ১৮ বছরের কম বয়সী ছেলে-মেয়ের আত্মহত্যার ঘটনা বেশি ঘটে।
বিবিসি জানিয়েছে, গত বছর জাপানে ৫১৩ জন শিশু আত্মহত্যা করেছিল। এসব আত্মহত্যার নেপথ্যে সবচেয়ে সাধারণ কারণটি ছিল স্কুলের প্রতি অনীহা। জাপানে যেসব শিক্ষার্থী স্কুলে ফিরতে চায় না, তারা ‘ফুটোকো’ নামে পরিচিত। শব্দটির বাংলা অর্থ দাঁড়ায়—যারা স্কুলে যায় না।
ইয়োকোহামার মতো একধরনের আরেকটি ঘটনা ঘটেছিল ২০২০ সালে ওসাকায়। সেই শহরের একটি শপিং সেন্টারের ছাদ থেকে লাফ দিয়েছিলেন ১৭ বছরের এক কিশোর। এ সময় নিচের ব্যস্ত রাস্তায় হেঁটে যাওয়া ১৯ বছরের এক ছাত্রীও প্রাণ হারিয়েছিলেন। ওই ঘটনায় কিশোর ছেলেটিকে মরণোত্তর হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছিল। এমন হলে জাপানে নিহত হত্যাকারীর পরিবার তাঁর দ্বারা নিহত অপর ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। যদিও সেবার মীমাংসার মাধ্যমে পরে নিহত কিশোরের ওপর থেকে অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল।
পরিসংখ্যান বলছে, জাপানে সাধারণ মানুষের মধ্যে আত্মহত্যার হার ধীরে ধীরে কমতে শুরু করলেও তরুণদের মধ্যে এই প্রবণতা বাড়ছে। জাপানই জি-সেভেনের একমাত্র সদস্য দেশ, যেখানে কিশোর-কিশোরীদের মৃত্যুর প্রধান কারণ আত্মহত্যা।
ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার গতকাল শনিবার দেশটির ২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে। এই বাজেটে নরেন্দ্র মোদি সরকার মধ্যবিত্ত শ্রেণির জন্য ব্যক্তিগত আয়করের সীমায় যথেষ্ট ছাড় দিয়েছে। নতুন ঘোষণা অনুসারে, ভারতীয়দের করমুক্ত আয়সীমা এখন ১২ লাখ ৭৫ হাজার রুপি। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ
৩১ মিনিট আগেভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার কারণে দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের গতিপথ দ্রুত বদলে যাচ্ছে। একদিকে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা চালাচ্ছে ভারত; অন্যদিকে জুলাই-আগস্ট বিপ্লব-পরবর্তী বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে বন্ধুত্ব
৪৩ মিনিট আগেফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় ফের সেনা পাঠানোর পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩ এর প্রতিবেদনের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি নেতানিয়াহু জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে এক..
১ ঘণ্টা আগেগৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৯ ঘণ্টা আগে