মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান এবং তাজিকিস্তানের সীমান্তে সংঘর্ষে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন। সংঘর্ষ শুরুর পরপরই উভয় দেশই সীমান্তের আশপাশ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে। এরই মধ্যে কিরগিজস্তান বাতকেন অঞ্চলের সীমান্তে জরুরি অবস্থা জারি করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এখন পর্যন্ত স্থানীয় সময় আজ শনিবার সকাল বাতকেন অঞ্চলের সীমান্ত থেকে মৃত ২৪ জনের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ৮৭ জন গুরুতরভাবে আহত হয়েছেন।
বিগত বেশ কয়েক দিন ধরেই থেমে থেমে চলতে থাকা এই সংঘর্ষে উভয় দেশই গত শুক্রবার ভয়াবহভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে। গতকালের যুদ্ধে উভয় দেশই ট্যাংক, কামানসহ বিভিন্ন ধরনের রকেট লঞ্চার ব্যবহার করে। সংঘর্ষের একপর্যায়ে তাজিক বাহিনীর বেশ কয়েকটি রকেট বাতকেন শহরে আঘাত হানে। সে সময়ই মূলত হতাহতের ঘটনা ঘটে।
তুর্কি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজ সরকার এরই মধ্যে বাতকেন অঞ্চলের সীমান্তে জরুরি অবস্থা জারি করেছে। অঞ্চলটি থেকে কিরগিজস্তানের সরকার অন্তত ১ লাখ ৩৬ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে।
তবে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দুটি দেশ কেন সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে গতকাল দেশ দুটির মধ্যে সীমান্তে সংঘর্ষ বন্ধের উদ্যোগ নেওয়া হলেও তা দ্রুতই ভেঙে যায় এবং দুই দেশের সৈন্যরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান এবং তাজিকিস্তানের সীমান্তে সংঘর্ষে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন। সংঘর্ষ শুরুর পরপরই উভয় দেশই সীমান্তের আশপাশ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে। এরই মধ্যে কিরগিজস্তান বাতকেন অঞ্চলের সীমান্তে জরুরি অবস্থা জারি করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এখন পর্যন্ত স্থানীয় সময় আজ শনিবার সকাল বাতকেন অঞ্চলের সীমান্ত থেকে মৃত ২৪ জনের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ৮৭ জন গুরুতরভাবে আহত হয়েছেন।
বিগত বেশ কয়েক দিন ধরেই থেমে থেমে চলতে থাকা এই সংঘর্ষে উভয় দেশই গত শুক্রবার ভয়াবহভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে। গতকালের যুদ্ধে উভয় দেশই ট্যাংক, কামানসহ বিভিন্ন ধরনের রকেট লঞ্চার ব্যবহার করে। সংঘর্ষের একপর্যায়ে তাজিক বাহিনীর বেশ কয়েকটি রকেট বাতকেন শহরে আঘাত হানে। সে সময়ই মূলত হতাহতের ঘটনা ঘটে।
তুর্কি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজ সরকার এরই মধ্যে বাতকেন অঞ্চলের সীমান্তে জরুরি অবস্থা জারি করেছে। অঞ্চলটি থেকে কিরগিজস্তানের সরকার অন্তত ১ লাখ ৩৬ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে।
তবে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দুটি দেশ কেন সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে গতকাল দেশ দুটির মধ্যে সীমান্তে সংঘর্ষ বন্ধের উদ্যোগ নেওয়া হলেও তা দ্রুতই ভেঙে যায় এবং দুই দেশের সৈন্যরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নেপালের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী টপ বাহাদুর রায়মাঝি আবারও শিরোনাম হলেন। তবে নেপাল কমিউনিস্ট পার্টির (মার্কস ও লেনিনপন্থী) এই নেতা এবার শিরোনাম হয়েছেন দেশে বিশৃঙ্খলার সুযোগে কারাগার থেকে পলায়ন করে।
১ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
২ ঘণ্টা আগেহিমালয়কন্যা নেপালে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়েছে, এরই মধ্যে অন্তত ২৯ জনের প্রাণ ঝরেছে। এরপর নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করায় সরকারেরও পতন হয়েছে। দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেনেপালের পর্যটন এলাকা চন্দ্রগিরিতে একটি কেবল কারে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালি ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, নেতাদের বাসভবন এমনকি থানাতেও আগুন ধরিয়ে দেয়।
৫ ঘণ্টা আগে