গত ১৫ আগস্ট অনেকটা সহজেই আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তবে পুরো আফগানিস্তানের দখল নিলেও গুরুত্বপূর্ণ পানশির প্রদেশ ছিল তালেবান বিরোধী বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফ) নিয়ন্ত্রণে। পানশিরের দখল নিতে প্রতিরোধের মুখে পড়তে হয় তালেবানকে। অবশেষে পানশিরও নিজেদের কবজায় আনার দাবি করেছে তালেবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পানশির প্রদেশ জয় করার দাবি করেছে তালেবান। তাঁরা আজ সোমবার পানশিরের গভর্নর কার্যালয়ের সামনে পতাকা উড়ানোর একটি ভিডিও অনলাইনে শেয়ার করেছে।
এদিকে তালেবানের গণমাধ্যম প্রতিনিধির বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এনআরএফের নেতা আহমেদ শাহ মাসুদ তুরস্কে পালিয়ে গেছেন। পানশিরের দখল নিয়ে তালেবান ও এনআরএফের পাল্টাপাল্টি দাবির কয়েক ঘণ্টা পরেই আহমেদ শাহ মাসুদের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলো।
তালেবানের অফিশিয়াল নিউজ চ্যানেল আলেমারার সাংবাদিক তারিক গজনওয়াল বলেন, 'পানশিরে ইন্টারনেট সংযোগ নেই। তাহলে কীভাবে আহমেদ শাহ মাসুদ ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে পোস্ট করছেন। আহমেদ মাসুদ এখন তুরস্কে আছেন।'
উল্লেখ্য, দুই দশক পর আফগানিস্তানের ক্ষমতা তালেবানের দখলে এসেছে। এর আগে তাঁরা ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছে। কিন্তু সে সময়েও পানশিরের দখল নিতে পারেনি তালেবান। সে হিসেবে এবারই প্রথম পানশির প্রদেশ তালেবানের নিয়ন্ত্রণে এলো।
গত ১৫ আগস্ট অনেকটা সহজেই আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তবে পুরো আফগানিস্তানের দখল নিলেও গুরুত্বপূর্ণ পানশির প্রদেশ ছিল তালেবান বিরোধী বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফ) নিয়ন্ত্রণে। পানশিরের দখল নিতে প্রতিরোধের মুখে পড়তে হয় তালেবানকে। অবশেষে পানশিরও নিজেদের কবজায় আনার দাবি করেছে তালেবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পানশির প্রদেশ জয় করার দাবি করেছে তালেবান। তাঁরা আজ সোমবার পানশিরের গভর্নর কার্যালয়ের সামনে পতাকা উড়ানোর একটি ভিডিও অনলাইনে শেয়ার করেছে।
এদিকে তালেবানের গণমাধ্যম প্রতিনিধির বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এনআরএফের নেতা আহমেদ শাহ মাসুদ তুরস্কে পালিয়ে গেছেন। পানশিরের দখল নিয়ে তালেবান ও এনআরএফের পাল্টাপাল্টি দাবির কয়েক ঘণ্টা পরেই আহমেদ শাহ মাসুদের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলো।
তালেবানের অফিশিয়াল নিউজ চ্যানেল আলেমারার সাংবাদিক তারিক গজনওয়াল বলেন, 'পানশিরে ইন্টারনেট সংযোগ নেই। তাহলে কীভাবে আহমেদ শাহ মাসুদ ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে পোস্ট করছেন। আহমেদ মাসুদ এখন তুরস্কে আছেন।'
উল্লেখ্য, দুই দশক পর আফগানিস্তানের ক্ষমতা তালেবানের দখলে এসেছে। এর আগে তাঁরা ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছে। কিন্তু সে সময়েও পানশিরের দখল নিতে পারেনি তালেবান। সে হিসেবে এবারই প্রথম পানশির প্রদেশ তালেবানের নিয়ন্ত্রণে এলো।
আদালত নির্দেশ দিয়েছেন, প্রত্যেকের নামের সঙ্গে বাদ দেওয়ার কারণও উল্লেখ করতে হবে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এর পাশাপাশি আধার কার্ডকে ভোটার তালিকা সংশোধনের বৈধ প্রমাণপত্র হিসেবে স্বীকৃতি দিয়ে একটি আলাদা বিজ্ঞপ্তি জারি করতে হবে। এর মাধ্যমে প্যান, রেশন, ভোটার কার্ডসহ মোট ১১টি বৈ
১৬ মিনিট আগেট্রাম্প-পুতিন বৈঠকের আগে আলোচনায় এসেছে তাদের ‘বৈঠকের স্থান’। বার্তা সংস্থা এপি বলছে, স্নায়ুযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় ব্যবহৃত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ট্রাম্প।
১ ঘণ্টা আগেভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
৪ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
৪ ঘণ্টা আগে