বিভিন্ন দেশের উদ্বেগ সত্ত্বেও ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সাগরে আবারও তেজস্ক্রিয় বর্জ্য পানি ফেলেছে জাপান। স্থানীয় সময় আজ বুধবার তেজস্ক্রিয় বর্জ্য পানি ফেলা হয়েছে। টোকিও-ভিত্তিক সংবাদমাধ্যম কিয়োডো নিউজ বলেছে, মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরের মধ্যে এবারই শেষবারের মতো এই বর্জ্য সাগরে ফেলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির অপারেটর টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি হোল্ডিংস ইনকরপোরেটেড (টেপকো) বলেছে যে, সাগরে বর্জ্য ফেলা চলবে ১৭ দিন ধরে। এ ক্ষেত্রে সরকার দ্বারা নির্ধারিত মান পূরণ করা হবে।
গত সপ্তাহে বিদ্যুৎকেন্দ্রটি থেকে সাগরে দূষিত পানি ফেলার খবর ফাঁস হওয়ার পর জাপান সরকার গতকাল মঙ্গলবার টেপকোর উদ্দেশে কঠোর সতর্কতা জারি করেছে।
জাপান গত আগস্টে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে পরিশোধিত তেজস্ক্রিয় বর্জ্য পানি ছাড়া শুরু করে। চীন এবং দক্ষিণ কোরিয়া ও সোলোমন দ্বীপপুঞ্জের কর্তৃপক্ষ এ পদক্ষেপের কঠোর সমালোচনা করে।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন অনুসারে, তেজস্ক্রিয় দূষণের আশঙ্কায় টোকিও পানি ছাড়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরুর পরে ছয় মাসের জন্য জাপান থেকে সব ধরনের সামুদ্রিক খাবার আমদানি স্থগিত করেছিল বেইজিং।
ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী ৩০ বছরে ১০ লাখ টনেরও বেশি পরিশোধিত বর্জ্যপানি অবমুক্ত করা হবে।
২০১১ সালে জাপানের পূর্ব উপকূলে দেশটিতে এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে ফুকুশিমা দাইচি পারমাণবিক কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন কেন্দ্রটির পারমাণবিক চুল্লি গলে গিয়ে বিশাল এলাকাজুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল।
১৯৮৬ সালে চেরনোবিলের পর সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনা হিসেবে দেখা হয় এটিকে। এ দুর্ঘটনার পরই জাপান ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে বাধ্য হয়।
বেইজিং বলেছে যে, জাপানের পারমাণবিক দূষিত বর্জ্য পানি পার্শ্ববর্তী সমুদ্রে ফেলা শুধু মানব স্বাস্থ্যের জন্যই নয়, বৈশ্বিক সামুদ্রিক পরিবেশ এবং আন্তর্জাতিক জনস্বার্থের জন্যও ঝুঁকিপূর্ণ।
বিভিন্ন দেশের উদ্বেগ সত্ত্বেও ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সাগরে আবারও তেজস্ক্রিয় বর্জ্য পানি ফেলেছে জাপান। স্থানীয় সময় আজ বুধবার তেজস্ক্রিয় বর্জ্য পানি ফেলা হয়েছে। টোকিও-ভিত্তিক সংবাদমাধ্যম কিয়োডো নিউজ বলেছে, মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরের মধ্যে এবারই শেষবারের মতো এই বর্জ্য সাগরে ফেলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির অপারেটর টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি হোল্ডিংস ইনকরপোরেটেড (টেপকো) বলেছে যে, সাগরে বর্জ্য ফেলা চলবে ১৭ দিন ধরে। এ ক্ষেত্রে সরকার দ্বারা নির্ধারিত মান পূরণ করা হবে।
গত সপ্তাহে বিদ্যুৎকেন্দ্রটি থেকে সাগরে দূষিত পানি ফেলার খবর ফাঁস হওয়ার পর জাপান সরকার গতকাল মঙ্গলবার টেপকোর উদ্দেশে কঠোর সতর্কতা জারি করেছে।
জাপান গত আগস্টে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে পরিশোধিত তেজস্ক্রিয় বর্জ্য পানি ছাড়া শুরু করে। চীন এবং দক্ষিণ কোরিয়া ও সোলোমন দ্বীপপুঞ্জের কর্তৃপক্ষ এ পদক্ষেপের কঠোর সমালোচনা করে।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন অনুসারে, তেজস্ক্রিয় দূষণের আশঙ্কায় টোকিও পানি ছাড়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরুর পরে ছয় মাসের জন্য জাপান থেকে সব ধরনের সামুদ্রিক খাবার আমদানি স্থগিত করেছিল বেইজিং।
ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী ৩০ বছরে ১০ লাখ টনেরও বেশি পরিশোধিত বর্জ্যপানি অবমুক্ত করা হবে।
২০১১ সালে জাপানের পূর্ব উপকূলে দেশটিতে এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে ফুকুশিমা দাইচি পারমাণবিক কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন কেন্দ্রটির পারমাণবিক চুল্লি গলে গিয়ে বিশাল এলাকাজুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল।
১৯৮৬ সালে চেরনোবিলের পর সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনা হিসেবে দেখা হয় এটিকে। এ দুর্ঘটনার পরই জাপান ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে বাধ্য হয়।
বেইজিং বলেছে যে, জাপানের পারমাণবিক দূষিত বর্জ্য পানি পার্শ্ববর্তী সমুদ্রে ফেলা শুধু মানব স্বাস্থ্যের জন্যই নয়, বৈশ্বিক সামুদ্রিক পরিবেশ এবং আন্তর্জাতিক জনস্বার্থের জন্যও ঝুঁকিপূর্ণ।
বৈদ্যুতিক যানবাহনের (ইভি) ব্যাটারি তৈরির জন্য অত্যাবশ্যকীয় বেশ কিছু প্রযুক্তিসহ লিথিয়াম প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। এর মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির বৈশ্বিক শিল্পে চীনের নেতৃত্ব আরও সুসংহত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
২৮ মিনিট আগেসম্প্রতি ঋণ নিয়ে একটি অটোরিকশা কেনেন ভিপুল। জানা গেছে, ওই অটোর ইএমআই পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। আত্মীয়দের সন্দেহ, তীব্র আর্থিক সংকটই তাঁকে পরিবারের সদস্যদের বিষ পান করিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।
৪২ মিনিট আগেপ্রকল্পটির সঙ্গে যুক্ত থাকা বিশেষজ্ঞ মাইকেল ব্যারন তাঁর ‘দ্য গাজা মেরিন স্টোরি’ নামক গবেষণাগ্রন্থে দেখিয়েছেন, বর্তমান বাজারদরে এই গ্যাসক্ষেত্র থেকে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আদায় সম্ভব। যা আগামী ১৫ বছরে পিএর জন্য বার্ষিক ১০০ মিলিয়ন ডলার আয়ের পথ খুলে দিতে পারে। তার মতে, এই আয় ফিলিস্তিনিকে...
২ ঘণ্টা আগেঅনুপ্রবেশ ও অবৈধ বসবাসের অভিযোগে ২৮ জন বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন তামিলনাড়ুর তিরুপুর জেলার অতিরিক্ত জেলা দায়রা আদালত-২। আদালতের রায় অনুযায়ী, অভিযুক্তরা বৈধ কাগজপত্র ও অনুমতি ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন এবং দীর্ঘদিন তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বসবাস করছিলেন।
২ ঘণ্টা আগে