অনলাইন ডেস্ক
মাথায় টুপি-পাগড়ি পরা কোনো ইমাম ইনস্টাগ্রামে এত জনপ্রিয় হবেন, তা সৈয়দ মেহেদি তাবাতাবাইকে দেখার আগে কেউ বিশ্বাস করবে না। কুকুরের প্রতি বিরল ভালোবাসাই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তাঁকে এমন জনপ্রিয় করেছে।
৮০ হাজারের বেশি ফলোয়ারের উদ্দেশে প্রায়ই নানাভাবে নির্যাতনের শিকার এবং অবহেলিত কুকুরদের হৃদয়বিদারক গল্প শেয়ার করেন সৈয়দ মেহেদি। নিজের জিম্মায় রেখে ওই প্রাণীগুলোকে সেবা-শুশ্রূষা করেন তিনি।
সৈয়দ মেহেদির পোস্টগুলো তাঁর ফলোয়ারদের হৃদয়কে তুমুলভাবে নাড়া দেয়। তাঁর সব পোস্টেই কমেন্ট করে দুর্দশাগ্রস্ত কুকুরদের জন্য শুভ বার্তা পাঠান দেশি-বিদেশি শত শত ফলোয়ার।
কিন্তু ইরানের মতো দেশে অবস্থান করে এ ধরনের কাজ করা একটি অসম্ভব কাজ। বিপুল সংগ্রামের মধ্য দিয়ে সৈয়দ মেহেদি এই অসম্ভবকে সম্ভব করছেন। কারণ, মুসলিম বিশ্বের কিছু দেশে কুকুরকে একটি অচ্ছুত প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। এসব দেশে তাই কুকুর দেখলেই অনেকে তেড়ে যান, লাঠিপেটা করেন, পাথর ছুড়ে মারেন। এমনকি কর্তৃপক্ষও মাঝেমধ্যে কুকুর নিধনের মতো পদক্ষেপ গ্রহণ করে।
এ ধরনের দেশের মধ্যে ইরানকে সবার ওপরেই রাখতে হবে। কারণ, দেশটির ধর্মতন্ত্র কুকুর পালন কিংবা এই প্রাণীটির প্রতি মমতা দেখানোকে পশ্চিমা মনোভাব হিসেবে দেখে। শুধু তা-ই নয়, দেশটিতে কুকুর বিদ্বেষী আইনও চালু আছে।
তবে এসব কোনো কিছুই কুকুরের প্রতি সৈয়দ মেহেদির ভালোবাসায় বাধা হতে পারেনি। আইন এমনকি সমাজের সঙ্গে বিরুদ্ধতা করেই নিজের কাজ করে যাচ্ছেন তিনি। রাস্তা থেকে প্রায়ই আহত ও দুর্দশাগ্রস্ত অসংখ্য কুকুর-বিড়ালকে নিজের বাড়ি নিয়ে আসছেন। সেবা দিয়ে সুস্থ করে তুলছেন। আর এসব কাজ করতে গিয়ে অন্যান্য ইমামও তাঁকে সমস্যায় ফেলার চেষ্টা করেছেন বহুবার। ইমামের বেশে কুকুরদের সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি ছড়িয়ে পড়লে ২০২১ সালে একটি ধর্মীয় আদালত সৈয়দ মেহেদিকে ইমামতি ত্যাগ করার নির্দেশ দেন। তবে তাঁর দৃঢ়তায় শেষ পর্যন্ত ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
কুকুর-বিড়ালের প্রশ্নে বিপুলভাবে বিভক্ত ইরানে একজন ইমাম হয়েও প্রাণী অধিকারের পক্ষে লড়াই করছেন সৈয়দ মেহেদি। এ ক্ষেত্রে ধর্মীয় অনুশাসনগুলোই তাঁর হাতিয়ার। কারণ, প্রাণীদের প্রতি নির্দয় আচরণকে নিষেধ করা হয়েছে ইসলামে। এমনকি প্রয়োজনে তাদের খাবার সরবরাহ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
মাথায় টুপি-পাগড়ি পরা কোনো ইমাম ইনস্টাগ্রামে এত জনপ্রিয় হবেন, তা সৈয়দ মেহেদি তাবাতাবাইকে দেখার আগে কেউ বিশ্বাস করবে না। কুকুরের প্রতি বিরল ভালোবাসাই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তাঁকে এমন জনপ্রিয় করেছে।
৮০ হাজারের বেশি ফলোয়ারের উদ্দেশে প্রায়ই নানাভাবে নির্যাতনের শিকার এবং অবহেলিত কুকুরদের হৃদয়বিদারক গল্প শেয়ার করেন সৈয়দ মেহেদি। নিজের জিম্মায় রেখে ওই প্রাণীগুলোকে সেবা-শুশ্রূষা করেন তিনি।
সৈয়দ মেহেদির পোস্টগুলো তাঁর ফলোয়ারদের হৃদয়কে তুমুলভাবে নাড়া দেয়। তাঁর সব পোস্টেই কমেন্ট করে দুর্দশাগ্রস্ত কুকুরদের জন্য শুভ বার্তা পাঠান দেশি-বিদেশি শত শত ফলোয়ার।
কিন্তু ইরানের মতো দেশে অবস্থান করে এ ধরনের কাজ করা একটি অসম্ভব কাজ। বিপুল সংগ্রামের মধ্য দিয়ে সৈয়দ মেহেদি এই অসম্ভবকে সম্ভব করছেন। কারণ, মুসলিম বিশ্বের কিছু দেশে কুকুরকে একটি অচ্ছুত প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। এসব দেশে তাই কুকুর দেখলেই অনেকে তেড়ে যান, লাঠিপেটা করেন, পাথর ছুড়ে মারেন। এমনকি কর্তৃপক্ষও মাঝেমধ্যে কুকুর নিধনের মতো পদক্ষেপ গ্রহণ করে।
এ ধরনের দেশের মধ্যে ইরানকে সবার ওপরেই রাখতে হবে। কারণ, দেশটির ধর্মতন্ত্র কুকুর পালন কিংবা এই প্রাণীটির প্রতি মমতা দেখানোকে পশ্চিমা মনোভাব হিসেবে দেখে। শুধু তা-ই নয়, দেশটিতে কুকুর বিদ্বেষী আইনও চালু আছে।
তবে এসব কোনো কিছুই কুকুরের প্রতি সৈয়দ মেহেদির ভালোবাসায় বাধা হতে পারেনি। আইন এমনকি সমাজের সঙ্গে বিরুদ্ধতা করেই নিজের কাজ করে যাচ্ছেন তিনি। রাস্তা থেকে প্রায়ই আহত ও দুর্দশাগ্রস্ত অসংখ্য কুকুর-বিড়ালকে নিজের বাড়ি নিয়ে আসছেন। সেবা দিয়ে সুস্থ করে তুলছেন। আর এসব কাজ করতে গিয়ে অন্যান্য ইমামও তাঁকে সমস্যায় ফেলার চেষ্টা করেছেন বহুবার। ইমামের বেশে কুকুরদের সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি ছড়িয়ে পড়লে ২০২১ সালে একটি ধর্মীয় আদালত সৈয়দ মেহেদিকে ইমামতি ত্যাগ করার নির্দেশ দেন। তবে তাঁর দৃঢ়তায় শেষ পর্যন্ত ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
কুকুর-বিড়ালের প্রশ্নে বিপুলভাবে বিভক্ত ইরানে একজন ইমাম হয়েও প্রাণী অধিকারের পক্ষে লড়াই করছেন সৈয়দ মেহেদি। এ ক্ষেত্রে ধর্মীয় অনুশাসনগুলোই তাঁর হাতিয়ার। কারণ, প্রাণীদের প্রতি নির্দয় আচরণকে নিষেধ করা হয়েছে ইসলামে। এমনকি প্রয়োজনে তাদের খাবার সরবরাহ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারির সময় সীমান্ত বন্ধ করে উত্তর কোরিয়া নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। ২০২৪ সালে দেশটি শুধুমাত্র রুশ পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছিল। আর গত মাসে পশ্চিমা পর্যটকেরাও দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাসোনে প্রবেশের অনুমতি পেয়েছিল।
৪২ মিনিট আগেএকটি সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য ইউক্রেনে ইতিমধ্যেই সৈন্য মোতায়েনের ইচ্ছা প্রকাশ করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। এবার বৃহত্তর শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে প্রয়োজন হলে ইউক্রেনে সৈন্য মোতায়েন করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কও।
১ ঘণ্টা আগেইউরোপের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য পাঁচ ধাপে বাস্তবায়নযোগ্য একটি পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়ন গত মঙ্গলবার ৮৬০ কোটি তথা ৮৬ হাজার কোটি ডলারের বেশি অর্থের এই প্যাকেজের পরিকল্পনার কথা ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগেসামরিক মহড়ার সময় ভুলবশত লোকালয়ে বোমাবর্ষণ করেছে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী। কোনো প্রাণহানি না ঘটলেও, এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে সীমান্তবর্তী শহর পোচিয়নে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে