Ajker Patrika

রুশ নেড়ি কুকুরগুলোকে না মেরে ইউক্রেনে পাঠানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ মে ২০২৩, ১৯: ৫২
রুশ নেড়ি কুকুরগুলোকে না মেরে ইউক্রেনে পাঠানোর প্রস্তাব

মালিকবিহীন নেড়ি কুকুরগুলোকে মেরে ফেলার জন্য একটি আইন প্রস্তাব করা হয়েছে রাশিয়ার পার্লামেন্টে। তবে এসব কুকুরকে না মেরে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন দেশটির বয়োজ্যেষ্ঠ সংসদ সদস্য ফ্যাদত তুমুসোভ।

মস্কো টাইমসের বরাত দিয়ে গতকাল বুধবার নিউজউইক জানায়, সম্প্রতি একটি সংসদীয় আলোচনায় প্রস্তাবটি করেন তুমুসোভ। তাঁর মতে, যুদ্ধক্ষেত্রে কুকুরগুলোকে ব্যবহার করলে এ থেকে কিছুটা সুবিধা আদায় করে নিতে পারবেন রুশ সৈন্যরা।

এ ক্ষেত্রে কুকুরগুলোকে কিছু প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও প্রস্তাব দেন রুশ সংসদ সদস্য। এভাবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধার এবং পুঁতে রাখা মাইন অপসারণে কুকুরগুলোকে কাজে লাগানো যেতে পারে।

মস্কো টাইমসের সেই প্রতিবেদন থেকে জানা যায়, রাশিয়ার বিভিন্ন শহর ও বন্দরে পরিত্যক্ত প্রাণীর সংখ্যা বেড়ে গেছে। এর মধ্যে কুকুরের সংখ্যাই বেশি। রাস্তাঘাটে এসব কুকুর নানা সমস্যার সৃষ্টি করছে।

এ অবস্থায় কুকুরগুলোকে মেরে ফেলার জন্য দেশটির সংসদে একটি আইন প্রস্তাব করা হয়। প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

তবে ৬৭ বছর বয়সী সংসদ সদস্য তুমুসোভ মনে করেন, নেড়ি কুকুরগুলোর মধ্য থেকে বড় এবং হিংস্র কুকুরগুলোকে কাজে লাগানো সম্ভব। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে।

রুশ সংসদে তুমুসোভ দেশটির সবচেয়ে শীতল অঞ্চল ইয়াকুটিয়ার প্রতিনিধিত্ব করছেন। পেশাগত জীবনে তিনি একজন অর্থনীতির অধ্যাপক।

সামরিক কাজে প্রাণীদের যুক্ত করার নজির রাশিয়া অতীতেও দেখিয়েছে। ২০২২ সালের এপ্রিলে কৃষ্ণসাগরে নৌবাহিনীর একটি ঘাঁটি সুরক্ষার কাজে প্রশিক্ষিত একদল ডলফিনকে নিযুক্ত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত