Ajker Patrika

৭৮ বছরে দুই হাজারেরও বেশি পারমাণবিক বোমার পরীক্ষা 

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৬: ২৯
৭৮ বছরে দুই হাজারেরও বেশি পারমাণবিক বোমার পরীক্ষা 

যুক্তরাষ্ট্র আজ থেকে ৭৮ বছর আগে, ১৯৪৫ সালের ১৬ জুলাই নিউ মেক্সিকোর লস অ্যালামোসে প্রথমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে বিশ্বের বিভিন্ন দেশ একে একে ২ হাজার বারেরও বেশি পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক বিশেষ প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে। 

নিউ মেক্সিকোর লস অ্যালামোসের জর্ডানা ডেল মুয়ের্টো মরুভূমির বেসিনে এই পরীক্ষা চালানো হয়। নিউ মেক্সিকোয় চালানো পরীক্ষাটি ট্রিনিটি পরীক্ষা নামে নয়। প্লুটোনিয়াম দিয়ে তৈরি সেই বোমা বিস্ফোরণের পর উৎপন্ন করেছিল ১৮ দশমিক ৬ কিলোটনেরও বেশি শক্তি। এবং সেই পরীক্ষার মধ্য দিয়েই শুরু পারমাণবিক শক্তির যুগ। 

প্রথমবার বোমা পরীক্ষার মাত্র মাস খানিক পরই যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দুটি বোমা ফেলে। যার ফলে তাৎক্ষণিকভাবে ১ লাখেরও বেশি লোক মারা যায়। পরে এই বোমার বিকিরণসহ অন্যান্য কারণে নিহতের সংখ্যা প্রায় ২ লাখের কাছাকাছি চলে যায়। 

যা হোক, যুক্তরাষ্ট্রের ট্রিনিটি পরীক্ষার পর বিশ্বে আরও ২ হাজার ৫৫ বার পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হয়। এর মধ্যে ৫০৭ বার পরীক্ষা চালানো হয়েছে মহাশূন্যে। যার ফলে বায়ুমণ্ডলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ছিল। বিষয়টি বন্ধ করতে ১৯৬৩ সালে লিমিটেড টেস্ট ব্যান ট্রিটি স্বাক্ষরিত হয়।

তবে মোট ২০৫৬ বার পারমাণবিক পরীক্ষার মধ্যে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশিবার পরীক্ষা চালিয়েছে। ১৯৪৫ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র বিশ্বের মোট পারমাণবিক পরীক্ষার অর্ধেকের বেশি ১ হাজার ৩০ বার চালিয়েছে। 

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে সোভিয়েত ইউনিয়ন। দেশটি ১৯৪৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মোট ৭১৫ বার পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে। দেশটি প্রথম পরীক্ষা চালায় ১৯৪৯ সালের ২৯ আগস্ট। এই পরীক্ষাটি চালানো হয় কাজাখস্তানের সেমিপালাতিনস্ক টেস্টিং গ্রাউন্ডে। সেই পরীক্ষার কোড নেম ছিল আরডিএস-১। 

রাশিয়ার পরপরই সবচেয়ে বেশি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে ফ্রান্স। দেশটি ২১০ বার পরীক্ষা চালিয়েছে। আর কোনো দেশের পারমাণবিক পরীক্ষাই এক শ’র ঘর পার হয়নি। চীন, যুক্তরাজ্য উভয় দেশই ৪৫ বার করে পরীক্ষা চালিয়েছে। এ ছাড়া ভারত ৩ বার এবং পাকিস্তান ২ বার করে পরীক্ষা চালিয়েছে। 

তবে এই দুই দেশের চেয়েও বেশি পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি মোট ৬ বার পরীক্ষা চালিয়েছে। দেশটি সর্বশেষ পরীক্ষা চালিয়েছে ২০১৭ সালে। দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষা ছিল এটি। এই পরীক্ষা ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প তৈরি করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত