নিজের অতীত নিয়ে খোলামেলা আলোচনা করেছেন বার্গার চেইন ইন-এন-আউটের বিলিয়নিয়ার মালকিন লিনসি স্নাইডার। এই আলোচনায় উঠে এসেছে কিশোর বয়সে দাদা-দাদির প্রতিষ্ঠিত বার্গার চেইনে তাঁর কৌশলী ভূমিকার কথা।
সোমবার এনডিটিভি জানিয়েছে, এনবিসি টুডেকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন ইন-এন-আউট বার্গারের বর্তমান চেয়ারম্যান লিনসি। মাত্র ২৭ বছর বয়সে তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়েছিলেন।
সাক্ষাৎকারে পারিবারিক বার্গার ব্যবসার গল্প শোনাতে গিয়ে লিনসি জানান, ১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে পরিচয় গোপন করে নিজেদের বার্গার চেইনের একটি শাখায় সাধারণ কর্মী হিসাবে তিনি কাজ শুরু করেছিলেন।
ফরচুনের তথ্য অনুযায়ী, লিনসি স্নাইডারের দাদা-দাদি ১৯৪৮ সালে ইন-এন-আউট বার্গার প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭৬ সালে দাদা হ্যারি স্নাইডার মারা গেলে তাঁর দুই ছেলে রিচ এবং গাই ব্যবসাটির নেতৃত্ব দেন। ১৯৯৩ সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান রিচ স্নাইডার। এর ৬ বছর পর ১৯৯৯ সালে লিনসির বাবা গাই স্নাইডারও মারা যান। সে সময় ১৭ বছর বয়সী লিনসি ছিলেন ওই বার্গার সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী।
কিশোরী বয়সে বাবা ও চাচার মৃত্যুর পরই ব্যবসার নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেননি লিনসি। এনবিসি টুডেকে জানান—তিনি কখনোই চাননি যে, পারিবারিক উপাধি দিয়ে তাঁকে কেউ বিচার করুক। মালিকের মেয়ে হিসেবে নয়, বরং নিজের যোগ্যতায় তিনি তাঁর পূর্বপুরুষদের মতো সম্মান পেতে চেয়েছিলেন। আর তাই ১৭ বছর বয়সে তিনি ক্যালিফোর্নিয়ার রেডিংয়ে একটি ইন-এন-আউট রেস্তোরাঁয় চাকরির অবেদন করেন। শুধু তাই নয়, চাকরি প্রার্থী অন্যদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে দুই ঘণ্টা অপেক্ষাও করতে হয়েছিল তাঁকে।
লিনসি জানান, নিজেদের বার্গার চেইনে তাঁর প্রথম কাজটি ছিল শাকসবজি কাটা এবং ক্রেতাদের পরিবেশন করার মতো ছোটখাটো কাজ করা। তিনি যে শাখাটিতে ছিলেন সেই শাখার ম্যানেজার ছাড়া অন্য কেউই তাঁর পরিচয় জানত না।
সাধারণ কর্মী থেকে প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসতে প্রায় এক দশক সময় নিয়েছিলেন লিনসি। ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৪১ বছর বয়সী লিনসি স্নাইডারের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬.৭ বিলিয়ন ডলার।
নিজের অতীত নিয়ে খোলামেলা আলোচনা করেছেন বার্গার চেইন ইন-এন-আউটের বিলিয়নিয়ার মালকিন লিনসি স্নাইডার। এই আলোচনায় উঠে এসেছে কিশোর বয়সে দাদা-দাদির প্রতিষ্ঠিত বার্গার চেইনে তাঁর কৌশলী ভূমিকার কথা।
সোমবার এনডিটিভি জানিয়েছে, এনবিসি টুডেকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন ইন-এন-আউট বার্গারের বর্তমান চেয়ারম্যান লিনসি। মাত্র ২৭ বছর বয়সে তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়েছিলেন।
সাক্ষাৎকারে পারিবারিক বার্গার ব্যবসার গল্প শোনাতে গিয়ে লিনসি জানান, ১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে পরিচয় গোপন করে নিজেদের বার্গার চেইনের একটি শাখায় সাধারণ কর্মী হিসাবে তিনি কাজ শুরু করেছিলেন।
ফরচুনের তথ্য অনুযায়ী, লিনসি স্নাইডারের দাদা-দাদি ১৯৪৮ সালে ইন-এন-আউট বার্গার প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭৬ সালে দাদা হ্যারি স্নাইডার মারা গেলে তাঁর দুই ছেলে রিচ এবং গাই ব্যবসাটির নেতৃত্ব দেন। ১৯৯৩ সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান রিচ স্নাইডার। এর ৬ বছর পর ১৯৯৯ সালে লিনসির বাবা গাই স্নাইডারও মারা যান। সে সময় ১৭ বছর বয়সী লিনসি ছিলেন ওই বার্গার সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী।
কিশোরী বয়সে বাবা ও চাচার মৃত্যুর পরই ব্যবসার নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেননি লিনসি। এনবিসি টুডেকে জানান—তিনি কখনোই চাননি যে, পারিবারিক উপাধি দিয়ে তাঁকে কেউ বিচার করুক। মালিকের মেয়ে হিসেবে নয়, বরং নিজের যোগ্যতায় তিনি তাঁর পূর্বপুরুষদের মতো সম্মান পেতে চেয়েছিলেন। আর তাই ১৭ বছর বয়সে তিনি ক্যালিফোর্নিয়ার রেডিংয়ে একটি ইন-এন-আউট রেস্তোরাঁয় চাকরির অবেদন করেন। শুধু তাই নয়, চাকরি প্রার্থী অন্যদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে দুই ঘণ্টা অপেক্ষাও করতে হয়েছিল তাঁকে।
লিনসি জানান, নিজেদের বার্গার চেইনে তাঁর প্রথম কাজটি ছিল শাকসবজি কাটা এবং ক্রেতাদের পরিবেশন করার মতো ছোটখাটো কাজ করা। তিনি যে শাখাটিতে ছিলেন সেই শাখার ম্যানেজার ছাড়া অন্য কেউই তাঁর পরিচয় জানত না।
সাধারণ কর্মী থেকে প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসতে প্রায় এক দশক সময় নিয়েছিলেন লিনসি। ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৪১ বছর বয়সী লিনসি স্নাইডারের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬.৭ বিলিয়ন ডলার।
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরানের রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়ে উঠেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে এবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেসম্প্রতি দিনের আলোয় জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর কর্মকর্তা কর্নেল ইভান ভোরোনিচকে। এই হত্যার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা কিয়েভবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
৭ ঘণ্টা আগেইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সিরীয় প্রতিরক্ষা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছে।
৭ ঘণ্টা আগেভারতের সর্বোচ্চ সুন্নি ধর্মীয় নেতা শেখ আবুবকর আহমদের হস্তক্ষেপে ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নার্স নিমিষা প্রিয়ার শাস্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ২০১৭ সালে এক ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে নিমিষার মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল আজ বুধবার, ১৬ জুলাই। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ইয়েমেন
৮ ঘণ্টা আগে