নিজের অতীত নিয়ে খোলামেলা আলোচনা করেছেন বার্গার চেইন ইন-এন-আউটের বিলিয়নিয়ার মালকিন লিনসি স্নাইডার। এই আলোচনায় উঠে এসেছে কিশোর বয়সে দাদা-দাদির প্রতিষ্ঠিত বার্গার চেইনে তাঁর কৌশলী ভূমিকার কথা।
সোমবার এনডিটিভি জানিয়েছে, এনবিসি টুডেকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন ইন-এন-আউট বার্গারের বর্তমান চেয়ারম্যান লিনসি। মাত্র ২৭ বছর বয়সে তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়েছিলেন।
সাক্ষাৎকারে পারিবারিক বার্গার ব্যবসার গল্প শোনাতে গিয়ে লিনসি জানান, ১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে পরিচয় গোপন করে নিজেদের বার্গার চেইনের একটি শাখায় সাধারণ কর্মী হিসাবে তিনি কাজ শুরু করেছিলেন।
ফরচুনের তথ্য অনুযায়ী, লিনসি স্নাইডারের দাদা-দাদি ১৯৪৮ সালে ইন-এন-আউট বার্গার প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭৬ সালে দাদা হ্যারি স্নাইডার মারা গেলে তাঁর দুই ছেলে রিচ এবং গাই ব্যবসাটির নেতৃত্ব দেন। ১৯৯৩ সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান রিচ স্নাইডার। এর ৬ বছর পর ১৯৯৯ সালে লিনসির বাবা গাই স্নাইডারও মারা যান। সে সময় ১৭ বছর বয়সী লিনসি ছিলেন ওই বার্গার সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী।
কিশোরী বয়সে বাবা ও চাচার মৃত্যুর পরই ব্যবসার নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেননি লিনসি। এনবিসি টুডেকে জানান—তিনি কখনোই চাননি যে, পারিবারিক উপাধি দিয়ে তাঁকে কেউ বিচার করুক। মালিকের মেয়ে হিসেবে নয়, বরং নিজের যোগ্যতায় তিনি তাঁর পূর্বপুরুষদের মতো সম্মান পেতে চেয়েছিলেন। আর তাই ১৭ বছর বয়সে তিনি ক্যালিফোর্নিয়ার রেডিংয়ে একটি ইন-এন-আউট রেস্তোরাঁয় চাকরির অবেদন করেন। শুধু তাই নয়, চাকরি প্রার্থী অন্যদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে দুই ঘণ্টা অপেক্ষাও করতে হয়েছিল তাঁকে।
লিনসি জানান, নিজেদের বার্গার চেইনে তাঁর প্রথম কাজটি ছিল শাকসবজি কাটা এবং ক্রেতাদের পরিবেশন করার মতো ছোটখাটো কাজ করা। তিনি যে শাখাটিতে ছিলেন সেই শাখার ম্যানেজার ছাড়া অন্য কেউই তাঁর পরিচয় জানত না।
সাধারণ কর্মী থেকে প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসতে প্রায় এক দশক সময় নিয়েছিলেন লিনসি। ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৪১ বছর বয়সী লিনসি স্নাইডারের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬.৭ বিলিয়ন ডলার।
নিজের অতীত নিয়ে খোলামেলা আলোচনা করেছেন বার্গার চেইন ইন-এন-আউটের বিলিয়নিয়ার মালকিন লিনসি স্নাইডার। এই আলোচনায় উঠে এসেছে কিশোর বয়সে দাদা-দাদির প্রতিষ্ঠিত বার্গার চেইনে তাঁর কৌশলী ভূমিকার কথা।
সোমবার এনডিটিভি জানিয়েছে, এনবিসি টুডেকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন ইন-এন-আউট বার্গারের বর্তমান চেয়ারম্যান লিনসি। মাত্র ২৭ বছর বয়সে তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়েছিলেন।
সাক্ষাৎকারে পারিবারিক বার্গার ব্যবসার গল্প শোনাতে গিয়ে লিনসি জানান, ১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে পরিচয় গোপন করে নিজেদের বার্গার চেইনের একটি শাখায় সাধারণ কর্মী হিসাবে তিনি কাজ শুরু করেছিলেন।
ফরচুনের তথ্য অনুযায়ী, লিনসি স্নাইডারের দাদা-দাদি ১৯৪৮ সালে ইন-এন-আউট বার্গার প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭৬ সালে দাদা হ্যারি স্নাইডার মারা গেলে তাঁর দুই ছেলে রিচ এবং গাই ব্যবসাটির নেতৃত্ব দেন। ১৯৯৩ সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান রিচ স্নাইডার। এর ৬ বছর পর ১৯৯৯ সালে লিনসির বাবা গাই স্নাইডারও মারা যান। সে সময় ১৭ বছর বয়সী লিনসি ছিলেন ওই বার্গার সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী।
কিশোরী বয়সে বাবা ও চাচার মৃত্যুর পরই ব্যবসার নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেননি লিনসি। এনবিসি টুডেকে জানান—তিনি কখনোই চাননি যে, পারিবারিক উপাধি দিয়ে তাঁকে কেউ বিচার করুক। মালিকের মেয়ে হিসেবে নয়, বরং নিজের যোগ্যতায় তিনি তাঁর পূর্বপুরুষদের মতো সম্মান পেতে চেয়েছিলেন। আর তাই ১৭ বছর বয়সে তিনি ক্যালিফোর্নিয়ার রেডিংয়ে একটি ইন-এন-আউট রেস্তোরাঁয় চাকরির অবেদন করেন। শুধু তাই নয়, চাকরি প্রার্থী অন্যদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে দুই ঘণ্টা অপেক্ষাও করতে হয়েছিল তাঁকে।
লিনসি জানান, নিজেদের বার্গার চেইনে তাঁর প্রথম কাজটি ছিল শাকসবজি কাটা এবং ক্রেতাদের পরিবেশন করার মতো ছোটখাটো কাজ করা। তিনি যে শাখাটিতে ছিলেন সেই শাখার ম্যানেজার ছাড়া অন্য কেউই তাঁর পরিচয় জানত না।
সাধারণ কর্মী থেকে প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসতে প্রায় এক দশক সময় নিয়েছিলেন লিনসি। ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৪১ বছর বয়সী লিনসি স্নাইডারের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬.৭ বিলিয়ন ডলার।
রিপাবলিক বাংলার জনপ্রিয় উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ, যিনি তাঁর উত্তেজনাপূর্ণ, বিদ্বেষপূর্ণ এবং কখনো কখনো হাস্যকর উপস্থাপনার জন্য পরিচিত। গত ২৪ এপ্রিল তিনি সন্ধ্যার একটি অনুষ্ঠানে ধর্মনিরপেক্ষ ভারতীয়দের দেশ ছাড়তে বলেন। উত্তেজিত কণ্ঠে তিনি বলেন, ভারতের সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি মুছে ফেলতে হবে।
৯ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর অপরাধীদের আবাসস্থল হিসেবে পরিচিত আলকাতরাজ কারাগার ১৯৬৩ সালেই বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে এটি শুধুমাত্র পর্যটকদের জন্যই উন্মুক্ত ছিল। কিন্তু এবার পরিস্থিতি পাল্টাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ৬২ বছর পর এটি আবারও...
১০ ঘণ্টা আগেপারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যে আজ সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে ‘সর্বোচ্চ সংযমী’ এবং ‘যুদ্ধের পথ থেকে সরে আসার’ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার এ দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ‘সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ...
১০ ঘণ্টা আগেসম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু মাইকে কথা বলার সময় অসাবধানতাবশত বলে ফেলেছেন, গাজায় ‘২৪ জনের কম’ জিম্মি এখনো জীবিত রয়েছেন। তাঁর এই মন্তব্য জিম্মি পরিবারগুলোকে ক্ষুব্ধ করেছে। তারা বলছে, প্রিয়জনদের ভাগ্য সরকারের হাতে; অথচ তারা এমনভাবে সে তথ্য প্রকাশ করছ
১১ ঘণ্টা আগে