মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুজনের প্রাণহানি হয়েছে। ভূমিকম্পের কারণে একধরনের আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। এর আগেও ঠিক এই দিনে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল দেশটিতে। প্রাণ হারায় কয়েক হাজার মানুষ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ভূমিকম্প হয় দেশটিতে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিচোয়াকান ও কোলিমা রাজ্যের সীমান্ত এলাকা ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫ কিলোমিটার বা ৯ মাইল।
ঝুঁকি বিবেচনায় উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে ইউএস প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র। তিন থেকে নয় ফুট পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের পরপরই রাজধানী মেক্সিকো সিটির অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে।
মেক্সিকো সিটির মেয়র জানান, ভূমিকম্পে রাজধানীতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিক তা জানা যায়নি। মেক্সিকোতে ১৯৮৫ ও ২০১৭ সালের একই দিনে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল বলেও জানান তিনি।
২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ১৯৮৫ সালের একই দিনে ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয় দেশটিতে।
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুজনের প্রাণহানি হয়েছে। ভূমিকম্পের কারণে একধরনের আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। এর আগেও ঠিক এই দিনে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল দেশটিতে। প্রাণ হারায় কয়েক হাজার মানুষ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ভূমিকম্প হয় দেশটিতে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিচোয়াকান ও কোলিমা রাজ্যের সীমান্ত এলাকা ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫ কিলোমিটার বা ৯ মাইল।
ঝুঁকি বিবেচনায় উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে ইউএস প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র। তিন থেকে নয় ফুট পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের পরপরই রাজধানী মেক্সিকো সিটির অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে।
মেক্সিকো সিটির মেয়র জানান, ভূমিকম্পে রাজধানীতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিক তা জানা যায়নি। মেক্সিকোতে ১৯৮৫ ও ২০১৭ সালের একই দিনে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল বলেও জানান তিনি।
২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ১৯৮৫ সালের একই দিনে ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয় দেশটিতে।
বেলজিয়ামে অনুষ্ঠিত টুমরোল্যান্ড মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে আসা ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্যকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির কর্তৃপক্ষ। গত সোমবার ব্রাসেলসে ফেডারেল প্রসিকিউটর অফিস এক লিখিত বিবৃতিতে জানায়, গাজায় যুদ্ধাপরাধ সংক্রান্ত দুটি আইনি অভিযোগ দায়েরের পর এই
৩ মিনিট আগেগাজায় অবাধ ত্রাণ সরবরাহের প্রস্তুতি বাস্তবায়ন না করলে, ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করবে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছে জোটটির পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাস। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া...
১৮ মিনিট আগেইহাব আল-জেইন বলেন, ‘আমরা কী করব? এক কেজি আটার জন্য আমরা মৃত্যুর মুখে ছুটে যাচ্ছি এবং এমনকি তারপরও সব সময় কাজ হয় না। কখনো কখনো আমরা কিছুই না নিয়ে ফিরে আসি। আমরা মরি এবং খালি হাতে বাড়ি ফিরি।’ তিনি জানান, তিনি এর আগে একাধিকবার চেষ্টা করলেও ত্রাণকেন্দ্র থেকে কখনো কিছু সংগ্রহ করতে পারেননি।
৪১ মিনিট আগেক্যালিফোর্নিয়ার অভিজাত অঞ্চল হলিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত ‘টেসলা ডাইনার’। গত সোমবার থেকে শুরু হল দুতলা এই রেস্তোরাঁর। বিশেষ এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট ওয়েটার। এ ছাড়া রয়েছে সিনেমা দেখার সুব্যবস্থা, আছে গাড়ি চার্জিং স্টেশন।
২ ঘণ্টা আগে