Ajker Patrika

চীনে চাহিদা বাড়ার আশায় তেলের দরে টান

অনলাইন ডেস্ক
চীনে চাহিদা বাড়ার আশায় তেলের দরে টান

মহামারীর অভিঘাতে সংকটে পড়া অর্থনীতিকে টেনে তুলতে সোমবার চীন নগদ প্রবাহ বাড়ানোর পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এর ফলে বিশ্বে অপরিশোধিত তেলের সবচেয়ে বড় আমদানিকারক দেশটি থেকে চাহিদা বাড়ার আশা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, অপরিশোধিত তেল ব্রেন্টের দর ৬৬ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়ে সকাল সাড়ে ১০টা নাগাদ ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে উঠেছে। গত সপ্তাহে ব্রেন্টের দর কমেছিল ৬ দশমিক ৪ শতাংশ। ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েটের দরও আগের সপ্তাহে ৭ দশমিক ৬ শতাংশ কমেছিল। সোমবার তা ৫৬ সেন্ট বা দশমিক ৬ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ১৭ ডলারে উঠেছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক এদিন আগের ২ দশমিক ৭৫ শতাংশ সুদের হার অপরিবর্তিত রেখে কয়েকটি সরকারি ব্যাংককে একবছরের জন্য পুরো প্রায় ৭ হাজার কোটি ডলারের মধ্যমেয়াদী ঋণ দিয়েছে। এ নিয়ে দ্বিতীয় মাসে সুদের অপরিবর্তিত রইল। বিশ্লেষকরা বলছেন, চীন যে সামনে সম্প্রসারণমূলক মুদ্রানীতি অব্যাহত রাখবে একেবারে পুরো অর্থছাড় সেই বার্তাই দিল।

দেশটি অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ সক্ষমতা ব্যাপক বাড়ানোর পাশাপাশি কয়লা, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ প্রধান প্রধান পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার ঘোষণার কথা সোমবার এক জ্যেষ্ঠ জ্বালানি কর্মকর্তা জানিয়েছেন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে আরেক চীনা কর্মকর্তা বলেন, চীন প্রধান প্রধান পণ্যের মজুতও বাড়াতে যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, তেলের দর বাড়ার পেছনে কয়েকটি বিষয়ের যৌথ অবদান রয়েছে। এর মধ্যে অর্থনীতির জন্য অন্তর্ভুক্তিমূলক নীতি চালু রাখার বিষয়ে রোববার দলীয় কংগ্রেসের চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মন্তব্য অন্যতম। এসবের প্রভাবে চাহিদা পূর্বাভাসে ইতিবাচক ইঙ্গিত মিলছে বলে সিএমসি মার্কেট অ্যানালিস্ট টিনা টেং মনে করেন।

তবে ওপেক প্লাস দেশগুলোর তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তের কারণে দাম অস্থিতিশীল থাকবে বলেই মনে করা হচ্ছে। তার উপর রুশ তেলের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রভাব পড়বে।

গত সপ্তাহে এক বৈঠকে জ্বালানি তেলের উৎপাদন দৈনিক রেকর্ড ২ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দেয় রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস। তাদের এই সিদ্ধান্তে পশ্চিমা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ক্ষোভের পাশাপাশি উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারপরও শীর্ষ রপ্তানিকারক সৌদি আরব নভেম্বরে এশিয়ার প্রধান বাজারগুলিতে তেল রপ্তানি অব্যাহত রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত