দাবানলে পুড়ছে কানাডার পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে খারাপ অবস্থা আলবার্টা প্রদেশে। এরই মধ্যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্থানীয় সময় শনিবার (৬ মে) এই জরুরি অবস্থা ঘোষণা করে প্রাদেশিক কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, আলবার্টায় শতাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ বলেছেন প্রাদেশিক সরকারের প্রধান ড্যানিয়েল স্মিথ। ড্যানিয়েল জানান, উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল বেশি বাড়ছে। এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২২ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। এ ছাড়া প্রবল বাতাসের কারণে অনেক এলাকায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়, কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশজুড়ে দাবানল ছড়িয়ে পড়ার পরে আলবার্টা জরুরি অবস্থা ঘোষণা করে। এ ছাড়া প্রায় ২৫ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। দাবানল এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, প্রদেশটির এডসন শহরের বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। শহরটিতে ৮ হাজারেরও বেশি মানুষের বসবাস।
দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ড্রেটন ভ্যালি ও ফক্স লেক। প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার পশ্চিমে ড্রেটন ভ্যালি এবং প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরে ফক্স লেক অবস্থিত। সেখানে ২০টি বাড়ি পুরোপুরি পুড়ে গেছে।
পরিস্থিতি বিবেচনায় হেলিকপ্টার ও এয়ার ট্যাংকার আনা হয়েছে। কানাডার কেন্দ্রীয় সরকার অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া এডমন্টন এক্সপো সেন্টারে ১ হাজারেরও বেশি মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে এবং হাই লেভেল শহরে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র করা হচ্ছে।
কানাডার একটি গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল আলবার্টা। তবে দাবানল ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত সেখানকার তেল অবকাঠামোগুলো ঝুঁকিতে পড়ার কোনো খবর পাওয়া যায়নি।
দাবানলে পুড়ছে কানাডার পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে খারাপ অবস্থা আলবার্টা প্রদেশে। এরই মধ্যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্থানীয় সময় শনিবার (৬ মে) এই জরুরি অবস্থা ঘোষণা করে প্রাদেশিক কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, আলবার্টায় শতাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ বলেছেন প্রাদেশিক সরকারের প্রধান ড্যানিয়েল স্মিথ। ড্যানিয়েল জানান, উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল বেশি বাড়ছে। এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২২ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। এ ছাড়া প্রবল বাতাসের কারণে অনেক এলাকায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়, কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশজুড়ে দাবানল ছড়িয়ে পড়ার পরে আলবার্টা জরুরি অবস্থা ঘোষণা করে। এ ছাড়া প্রায় ২৫ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। দাবানল এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, প্রদেশটির এডসন শহরের বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। শহরটিতে ৮ হাজারেরও বেশি মানুষের বসবাস।
দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ড্রেটন ভ্যালি ও ফক্স লেক। প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার পশ্চিমে ড্রেটন ভ্যালি এবং প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরে ফক্স লেক অবস্থিত। সেখানে ২০টি বাড়ি পুরোপুরি পুড়ে গেছে।
পরিস্থিতি বিবেচনায় হেলিকপ্টার ও এয়ার ট্যাংকার আনা হয়েছে। কানাডার কেন্দ্রীয় সরকার অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া এডমন্টন এক্সপো সেন্টারে ১ হাজারেরও বেশি মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে এবং হাই লেভেল শহরে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র করা হচ্ছে।
কানাডার একটি গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল আলবার্টা। তবে দাবানল ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত সেখানকার তেল অবকাঠামোগুলো ঝুঁকিতে পড়ার কোনো খবর পাওয়া যায়নি।
ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র একত্রে কাজ না করলে ২১ শতক হতে পারে ‘মানবজাতির জন্য চরম অন্ধকারময়’। জয়পুরে এক বক্তৃতায় তিনি বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা কর
৪ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।
৪ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
৫ ঘণ্টা আগেইকুয়েডরের একটি প্রত্যন্ত আমাজনীয় গ্রামে এক ব্রিটিশ নাগরিককে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ওই ব্যক্তি স্থানীয় একজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের হেফাজতে ছিলেন।
৫ ঘণ্টা আগে