Ajker Patrika

রুশ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন যুক্তরাষ্ট্রের মহাকাশচারীরা

রুশ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন যুক্তরাষ্ট্রের মহাকাশচারীরা

ইউক্রেনে রাশিয়া কর্তৃক আক্রমণ চালানোর আগে থেকেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ ছিল এমনটা বলা যাবে না। যুদ্ধকে কেন্দ্র করে সেই সম্পর্কের উষ্ণতার পারদ নেমে গেছে আরও কয়েক ধাপ। তবে দুই দেশের মধ্যকার এই বৈরিতা পৃথিবীর মাটি পেরিয়ে এখনো মহাকাশে পৌঁছায়নি। ফলে এখনো যুক্তরাষ্ট্রের মহাকাশচারীরা নির্দ্বিধায় রুশ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

রাশিয়ার সয়ুজ মহাকাশ ক্যাপসুলে করে যুক্তরাষ্ট্রের মহাকাশচারী মার্ক ভ্যান্ডে হেই পৃথিবীতে ফিরবেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে মহাকাশচারী মার্ক ভ্যান্ডে হেইকে নিয়ে আসবেন রাশিয়ার সয়ুজ ক্যাপসুল পরিচালনকারী দুই মহাকাশচারী আন্তন শকাপলরভ ও পিওতর ডুব্রোভক। 

স্থানীয় সময় বুধবার রাত ২টা ৪৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ৬টা ২৫ মিনিট) সয়ুজকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আন ডক করা হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা পরে তাঁরা মধ্য কাজাখস্তানের একটি অঞ্চলে প্যারাসুটের মাধ্যমে অবতরণ করবেন। ল্যান্ডিং জোনটি কাজাখস্তানে অবস্থিত রাশিয়ার মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বাইকোনুর কসমোড্রোমে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পূর্বে দিকে অবস্থিত। 

 ৫৫ বছর বয়েসি ভ্যান্ডে হেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাঁর দ্বিতীয় মিশন শেষ করে পৃথিবীতে ফিরছেন। ফেরার আগে হেই টানা ৩৫৫ দিন মহাকাশে অবস্থান করেন। এটি ২০১৬ সালে মহাকাশচারী স্কট কেলির টানা ৩৪০ দিন মহাকাশে থাকার রেকর্ডকে ছাড়িয়ে গেছে—নাসার মতে। তবে, মহাকাশে দীর্ঘ সময় থাকার রেকর্ডটি রাশিয়ার মহাকাশচারী ভ্যালেরি পলিয়াকভের দখলে। ১৯৯৫ সালে পৃথিবীতে ফেরার আগে, তিনি মীর মহাকাশ স্টেশনে ১৪ মাসেরও বেশি সময় কাটিয়েছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত