Ajker Patrika

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫৩

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ জুন ২০২১, ১১: ৫২
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫৩

ঢাকা : নাইজেরিয়ার জামফারা রাজ্যে বন্দুকধারীদের হামলায় ৫৩ জন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নাইজেরিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার একদল বন্দুকধারী সন্ত্রাসী মোটরসাইকেলে করে জামফারা প্রদেশের জুরমি জেলার কাদাওয়া, কাওয়াতা, মাদুবা, গান্দাসামু, সাউলাওয়া ও আশকাওয়া গ্রামে হামলা করে।

এ সময় তারা গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে, মাঠে কৃষকদের আক্রমণ করে এবং অনেক গ্রামবাসীকে তাড়া করে পার্শ্ববর্তী জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়ে ব্যাপক লুটপাট চালায়।

জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহহু বলেন, শুক্রবার ১৪টি লাশ উদ্ধার করে রাজ্যের রাজধানী গুসাওয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া আরও ৩৯ জনের লাশ শনাক্ত করে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

হারুনা আব্দুল হাকিম নামের এক স্থানীয় বলেন, `বৃহস্পতিবার আমরা ২৮টি মরদেহ উদ্ধার করেছি এবং শুক্রবার সকালে আরও ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।''

শেষকৃত্যে অংশ নিয়ে আরেক স্থানীয় বাসিন্দা মুসা আরজিকা বলেন, নিহতদের শেষকৃত্যে অংশ নেওয়া বেশ বিপজ্জনক ছিল। কারণ দস্যুরা পাশের জুরমি বনে অবস্থান নেওয়ায় যেকোনো সময় আবারও হামলা করতে পারত।

নাইজেরিয়ার উত্তর, উত্তর-পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলে সম্প্রতি ব্যাপকভাবে বেড়েছে সশস্ত্র হামলা । যে কয়েকটি প্রদেশে এই অপরাধগুলো সবচেয়ে বেশি, সেগুলোর মধ্যে জামফারা একটি।

গত ডিসেম্বরে জামফারা প্রদেশে একটি স্কুল থেকে ৮৫০ শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল সন্ত্রাসীরা। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল।

জাতিসংঘের অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম জানিয়েছে, গত ১০ বছরে সন্ত্রাসীদের হামলায় নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলে ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭ লাখ। এর মধ্যে শুধু জামফারা প্রদেশেই বাস্তুচ্যুতের সংখ্যা ১ লাখ ২৪ হাজারের বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত