Ajker Patrika

সুদানে দুই দিনের সংঘর্ষে নিহত ১৫০

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১০: ১৮
সুদানে দুই দিনের সংঘর্ষে নিহত ১৫০

সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নেইল রাজ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে গত দুই দিনের জাতিগত সংঘর্ষে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। গত কয়েক মাসে সুদানে জাতিগত সংঘর্ষ ভয়াবহ অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এসব সংঘর্ষের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ব্লু নেইল রাজ্যের রাজধানী দামানিজের রাস্তায় শত শত মানুষ বিক্ষোভ করেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব জানিয়েছে।

স্থানীয় ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেছেন, বুধ ও বৃহস্পতিবারের সংঘর্ষে নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৮৬ জন।

আল-জাজিরা জানিয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী হাউসার সঙ্গে অপর এক নৃগোষ্ঠীর জনগণের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে গত বুধবার সংঘর্ষ শুরু হয়। পরদিন বৃহস্পতিবারও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে শত শত বাড়িঘর পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। রাজধানী খার্তুম থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণে ওয়াদ আল-মাহি এলাকার চারপাশে এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।

গতকাল বৃহস্পতিবার শত শত মানুষ দামানিজের রাস্তায় মিছিল করেছে। তারা রাজ্যের গভর্নরকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। বিক্ষোভকারীরা ‘আর নয় সহিংসতা’ বলে স্লোগান দিয়েছে।

সুদানে জাতিসংঘের সহায়তাপ্রধান এডি রোই বলেছেন, তিনি সংঘর্ষের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। গত ১৩ অক্টোবর থেকে সহিংসতা শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ১৭০ জন নিহত হয়েছেন এবং ৩২৭ জন আহত হয়েছেন। 

জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানিয়েছে, জুলাই মাসে শুরু হওয়া এই সংঘর্ষে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত ১৪৯ জন নিহত হয়েছেন। গত সপ্তাহে নতুন করে সংঘর্ষে আরও ১৩ জন নিহত হয়েছেন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে হাউসা ও বার্তা নামে দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। হাউসার একজন প্রতিনিধি বলেছেন, গতকাল বৃহস্পতিবার তাদের ওপর ভারী অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। তবে কারা হামলা চালিয়েছে, এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করেননি তিনি। এক বিবৃতিতে হাউসা জনগোষ্ঠী ‘জাতিগত গণহত্যা’ বন্ধের আহ্বান জানিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত