দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ডেসমন্ড টুটু মারা গেছেন। নোবেলজয়ী এই কৃষ্ণাঙ্গ অধিকারকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা ৯০ বছর বয়সে আজ রোববার মারা যান বলে দেশটির সরকার জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯৯০-এর দশকের শেষ দিকে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন টুটু। গত কয়েক বছরে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। প্রতিবারই ক্যানসার-সংক্রান্ত জটিলতার কারণেই তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।
আর্চবিশপ ডেসমন্ড টুটু আইপি ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও আর্চবিশপ কার্যালয়ের সমন্বয়ক ড. রামফেলা মামফেলের দেওয়া এক বিবৃতির মাধ্যমে এই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ডেসমন্ড টুটুর পরিবারের পক্ষে দেওয়া ওই বিবৃতিতে মামফেলে বলেন, ‘আজ সকালে কেপটাউনের ওয়েসিস ফ্রেইল কেয়ার সেন্টারে ৯০ বছর বয়সে তিনি মারা গেছেন।’
তবে বিবৃতিতে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
ডেসমন্ড টুটু ১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। বর্ণবাদের বিরুদ্ধে তাঁর শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। এর এক দশক পর তিনি সেই শ্বেতাঙ্গ প্রশাসনের পতনের সাক্ষী হন এবং ট্রুথ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
ডেসমন্ড টুটুর প্রয়াণে শোক জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ডেসমন্ড টুটু মারা গেছেন। নোবেলজয়ী এই কৃষ্ণাঙ্গ অধিকারকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা ৯০ বছর বয়সে আজ রোববার মারা যান বলে দেশটির সরকার জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯৯০-এর দশকের শেষ দিকে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন টুটু। গত কয়েক বছরে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। প্রতিবারই ক্যানসার-সংক্রান্ত জটিলতার কারণেই তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।
আর্চবিশপ ডেসমন্ড টুটু আইপি ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও আর্চবিশপ কার্যালয়ের সমন্বয়ক ড. রামফেলা মামফেলের দেওয়া এক বিবৃতির মাধ্যমে এই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ডেসমন্ড টুটুর পরিবারের পক্ষে দেওয়া ওই বিবৃতিতে মামফেলে বলেন, ‘আজ সকালে কেপটাউনের ওয়েসিস ফ্রেইল কেয়ার সেন্টারে ৯০ বছর বয়সে তিনি মারা গেছেন।’
তবে বিবৃতিতে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
ডেসমন্ড টুটু ১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। বর্ণবাদের বিরুদ্ধে তাঁর শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। এর এক দশক পর তিনি সেই শ্বেতাঙ্গ প্রশাসনের পতনের সাক্ষী হন এবং ট্রুথ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
ডেসমন্ড টুটুর প্রয়াণে শোক জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা।
ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বেড়েই চলেছে। আক্রান্ত হচ্ছে বেসামরিক মানুষ। বিশেষ করে রাত গভীর হলেই দুই পক্ষের মধ্যে সংঘাত বেড়ে যাচ্ছে। আর দিনে চলে উভয় পক্ষের পাল্টাপাল্টি দোষারোপ। গত বৃহস্পতিবার দিবাগত রাতেও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু ও পাঞ্জাবের পাঠানকোটে হামলা হয়েছে। জম্মু ও পাঠানকোট
১ ঘণ্টা আগেপ্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে রবার্ট প্রেভোস্টকে বেছে নেওয়া হয়েছে। বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টধর্মাবলম্বীকে ধর্মীয় শীর্ষ গুরু হিসেবে নেতৃত্ব দেবেন এই মার্কিনি। তবে মার্কিনি হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের কঠোর সমালোচক তিনি।
১ ঘণ্টা আগেরাশিয়ার ওপর আরেক দফা চাপ বাড়ানোর উদ্যোগ নিল ইউরোপীয় ইউনিয়ন। এ জন্য রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ১০০ কোটি ইউরো ইউক্রেনকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ ছাড়া ইউক্রেনকে যে হুইটজার ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছে, তা রক্ষণাবেক্ষণে জব্দ করা রাশিয়ার অর্থ ব্যয়ের ঘোষণা দিয়েছে ফ্রান্স।
২ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন আকিব। এটা গত বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনা। তখন আকাশে দেখতে পান, ক্ষেপণাস্ত্র উড়ছে। এমনিতে সন্ধ্যা, তার ওপর ব্ল্যাকআউট। এর মধ্যে বিকট শব্দ শোনা গেল। মানুষ রাস্তায় ছোটাছুটি শুরু করল। ২৪ বছরের আকিব বললেন, আমরা দেখলাম আকাশে ক্ষেপণাস্ত্রগুলো ফুটে গেল
৩ ঘণ্টা আগে