আজকের পত্রিকা ডেস্ক
ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বেড়েই চলেছে। আক্রান্ত হচ্ছে বেসামরিক মানুষ। বিশেষ করে রাত গভীর হলেই দুই পক্ষের মধ্যে সংঘাত বেড়ে যাচ্ছে। আর দিনে চলে উভয় পক্ষের পাল্টাপাল্টি দোষারোপ। গত বৃহস্পতিবার দিবাগত রাতেও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু ও পাঞ্জাবের পাঠানকোটে হামলা হয়েছে। জম্মু ও পাঠানকোট এখন রাত নামলেই অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে।
এদিকে গতকাল শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে যায় পাল্টাপাল্টি দোষারোপ। ভারতের অভিযোগ, পাকিস্তান তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে। আর পাকিস্তান অভিযোগ করেছে, ভারত বড় ধরনের সংঘাতের দিকে টেনে নিচ্ছে পাকিস্তানকে।
পাল্টাপাল্টি এই হামলার জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিপ (আইপিএল) এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। পাকিস্তানও তাদের টি-টোয়েন্টি লিগ পাকিস্তান সুপার লিগের ভেন্যু পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে গেছে।
রাতভর পাল্টাপাল্টি হামলা
বিবিসি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে পাকিস্তান ভারতের তিনটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে। এর আগে পাকিস্তান দাবি করে, তারা বৃহস্পতিবার ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। এ বিষয়ে নয়াদিল্লি কোনো মন্তব্য করেনি। ভারত বলেছে, তারা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের জম্মু ও পাঞ্জাবের পাঠানকোটে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুই শহরই এ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। বাড়িঘরে আলো জ্বালাতেও নিষেধ করেছিল স্থানীয় কর্তৃপক্ষ। এই দুই জায়গায় গতকাল শুক্রবার রাতেও ব্ল্যাকআউট হয়েছে। বাড়িঘরে রাত ৮টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত আলো জ্বালানো নিষেধ ছিল। বেসামরিক লোকদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতেও নিষেধ করা হয়েছে।
এদিকে সীমান্তের এপার-ওপার থেকে ক্রমাগত গোলাগুলিতে কাশ্মীরে অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে, শত শত মানুষ এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে।
এএফপি জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি জেলার পুলিশ কর্মকর্তা আদিল খান গতকাল বলেন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে রাতভর ভারত গোলাবর্ষণ করেছে। গোলার আঘাতে ২ বছরের এক শিশুসহ অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তিনি বলেন, ভারতের হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনীও গোলা ছুড়েছে। নিয়ন্ত্রণরেখার (এলওসি) ওপারে তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এ হামলা হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর সূত্র এএফপিকে গতকাল বলেছে, দুই দিনে তারা ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে ৮ মে ২৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বাকি ৪৮টি ড্রোন ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
দিনভর দোষারোপ
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি গতকাল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পাকিস্তান বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তেজনা উসকে দিতে বিভিন্ন তৎপরতা চালিয়েছে। ভারতীয় নগর, বেসামরিক অবকাঠামো এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ভারত ‘উপযুক্ত’ জবাব দিয়েছে। পাকিস্তানের গোলার আঘাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঁচে দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। তাদের মা-বাবা আহত হয়েছেন।
বিক্রম মিশ্রি আরও বলেন, পাকিস্তানের পাঞ্জাব ও ভারতের পাঞ্জাবের মধ্যে ভিসামুক্ত করতারপুর করিডরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিখ ধর্মাবলম্বীদের উভয় দেশে অবস্থিত দুই গুরুদোয়ারায় যাতায়াতের জন্য ২০১৯ সালে এই করিডর উন্মুক্ত করা হয়েছিল।
ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে পাকিস্তানের শত শত ড্রোন ভারতের দিকে ধেয়ে এসেছে। প্রাথমিক তথ্য বলছে, ড্রোনগুলো তুরস্কের তৈরি। এগুলো ভারতের ৩৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছে। জবাবে ভারতের সশস্ত্র ড্রোন পাকিস্তানের চারটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ছুটে গেছে। এর মধ্যে একটি ড্রোন একটি রাডার ধ্বংস করতে সক্ষম হয়েছে। এ ছাড়া পাকিস্তান নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ভারী গোলা ছুড়েছে, ড্রোন হামলা চালিয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বিবিসিকে বলেছেন, ‘আমরা যদি আঘাত হানি, তাহলে তা স্বীকার করে নিই, অস্বীকার করি না।’
বার্তা সংস্থা এএফপি জানায়, পাকিস্তান অভিযোগ করেছে, ভারত তাদের বড় সংঘাতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান রাজধানী ইসলামাবাদে এক ব্রিফিংয়ে বলেন, ‘ভারতের বেপরোয়া আচরণ পারমাণবিক শক্তিধর দুই দেশকে বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে।’
ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বেড়েই চলেছে। আক্রান্ত হচ্ছে বেসামরিক মানুষ। বিশেষ করে রাত গভীর হলেই দুই পক্ষের মধ্যে সংঘাত বেড়ে যাচ্ছে। আর দিনে চলে উভয় পক্ষের পাল্টাপাল্টি দোষারোপ। গত বৃহস্পতিবার দিবাগত রাতেও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু ও পাঞ্জাবের পাঠানকোটে হামলা হয়েছে। জম্মু ও পাঠানকোট এখন রাত নামলেই অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে।
এদিকে গতকাল শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে যায় পাল্টাপাল্টি দোষারোপ। ভারতের অভিযোগ, পাকিস্তান তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে। আর পাকিস্তান অভিযোগ করেছে, ভারত বড় ধরনের সংঘাতের দিকে টেনে নিচ্ছে পাকিস্তানকে।
পাল্টাপাল্টি এই হামলার জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিপ (আইপিএল) এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। পাকিস্তানও তাদের টি-টোয়েন্টি লিগ পাকিস্তান সুপার লিগের ভেন্যু পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে গেছে।
রাতভর পাল্টাপাল্টি হামলা
বিবিসি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে পাকিস্তান ভারতের তিনটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে। এর আগে পাকিস্তান দাবি করে, তারা বৃহস্পতিবার ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। এ বিষয়ে নয়াদিল্লি কোনো মন্তব্য করেনি। ভারত বলেছে, তারা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের জম্মু ও পাঞ্জাবের পাঠানকোটে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুই শহরই এ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। বাড়িঘরে আলো জ্বালাতেও নিষেধ করেছিল স্থানীয় কর্তৃপক্ষ। এই দুই জায়গায় গতকাল শুক্রবার রাতেও ব্ল্যাকআউট হয়েছে। বাড়িঘরে রাত ৮টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত আলো জ্বালানো নিষেধ ছিল। বেসামরিক লোকদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতেও নিষেধ করা হয়েছে।
এদিকে সীমান্তের এপার-ওপার থেকে ক্রমাগত গোলাগুলিতে কাশ্মীরে অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে, শত শত মানুষ এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে।
এএফপি জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি জেলার পুলিশ কর্মকর্তা আদিল খান গতকাল বলেন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে রাতভর ভারত গোলাবর্ষণ করেছে। গোলার আঘাতে ২ বছরের এক শিশুসহ অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তিনি বলেন, ভারতের হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনীও গোলা ছুড়েছে। নিয়ন্ত্রণরেখার (এলওসি) ওপারে তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এ হামলা হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর সূত্র এএফপিকে গতকাল বলেছে, দুই দিনে তারা ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে ৮ মে ২৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বাকি ৪৮টি ড্রোন ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
দিনভর দোষারোপ
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি গতকাল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পাকিস্তান বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তেজনা উসকে দিতে বিভিন্ন তৎপরতা চালিয়েছে। ভারতীয় নগর, বেসামরিক অবকাঠামো এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ভারত ‘উপযুক্ত’ জবাব দিয়েছে। পাকিস্তানের গোলার আঘাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঁচে দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। তাদের মা-বাবা আহত হয়েছেন।
বিক্রম মিশ্রি আরও বলেন, পাকিস্তানের পাঞ্জাব ও ভারতের পাঞ্জাবের মধ্যে ভিসামুক্ত করতারপুর করিডরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিখ ধর্মাবলম্বীদের উভয় দেশে অবস্থিত দুই গুরুদোয়ারায় যাতায়াতের জন্য ২০১৯ সালে এই করিডর উন্মুক্ত করা হয়েছিল।
ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে পাকিস্তানের শত শত ড্রোন ভারতের দিকে ধেয়ে এসেছে। প্রাথমিক তথ্য বলছে, ড্রোনগুলো তুরস্কের তৈরি। এগুলো ভারতের ৩৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছে। জবাবে ভারতের সশস্ত্র ড্রোন পাকিস্তানের চারটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ছুটে গেছে। এর মধ্যে একটি ড্রোন একটি রাডার ধ্বংস করতে সক্ষম হয়েছে। এ ছাড়া পাকিস্তান নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ভারী গোলা ছুড়েছে, ড্রোন হামলা চালিয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বিবিসিকে বলেছেন, ‘আমরা যদি আঘাত হানি, তাহলে তা স্বীকার করে নিই, অস্বীকার করি না।’
বার্তা সংস্থা এএফপি জানায়, পাকিস্তান অভিযোগ করেছে, ভারত তাদের বড় সংঘাতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান রাজধানী ইসলামাবাদে এক ব্রিফিংয়ে বলেন, ‘ভারতের বেপরোয়া আচরণ পারমাণবিক শক্তিধর দুই দেশকে বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে।’
প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে রবার্ট প্রেভোস্টকে বেছে নেওয়া হয়েছে। বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টধর্মাবলম্বীকে ধর্মীয় শীর্ষ গুরু হিসেবে নেতৃত্ব দেবেন এই মার্কিনি। তবে মার্কিনি হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের কঠোর সমালোচক তিনি।
৫ ঘণ্টা আগেরাশিয়ার ওপর আরেক দফা চাপ বাড়ানোর উদ্যোগ নিল ইউরোপীয় ইউনিয়ন। এ জন্য রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ১০০ কোটি ইউরো ইউক্রেনকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ ছাড়া ইউক্রেনকে যে হুইটজার ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছে, তা রক্ষণাবেক্ষণে জব্দ করা রাশিয়ার অর্থ ব্যয়ের ঘোষণা দিয়েছে ফ্রান্স।
৬ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন আকিব। এটা গত বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনা। তখন আকাশে দেখতে পান, ক্ষেপণাস্ত্র উড়ছে। এমনিতে সন্ধ্যা, তার ওপর ব্ল্যাকআউট। এর মধ্যে বিকট শব্দ শোনা গেল। মানুষ রাস্তায় ছোটাছুটি শুরু করল। ২৪ বছরের আকিব বললেন, আমরা দেখলাম আকাশে ক্ষেপণাস্ত্রগুলো ফুটে গেল
৬ ঘণ্টা আগেভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে নিজের তৈরি করা সংকটে হোঁচট খাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তবে এমন সময়েই দেশের সর্বোচ্চ আদালতের এক ঐতিহাসিক রায় তাঁকে এনে দিয়েছে আরও বেশি কর্তৃত্ব।
৮ ঘণ্টা আগে