অনলাইন ডেস্ক
সুদানের রাজধানী খার্তুমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও আইরিশ কূটনীতিক আইদান ও’হারার বাড়িতে হামলা হয়েছে। দেশটির সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, ‘আইদান অক্ষত রয়েছেন। তিনি আহত হননি।’ তবে এই হামলাকে তিনি ‘কূটনীতিকদের সুরক্ষার বাধ্যবাধকতার চরম লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন। মাইকেল মার্টিন আরও বলেন, অত্যন্ত কঠিন সময়ে ইইউকে সেবা দিয়ে যাচ্ছেন আইদান ও’হারা।
বিবিসি জানিয়েছে, আইদান ও’হারা ২০২২ সাল থেকে সুদানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আইরিশ বংশোদ্ভূত কূটনীতিক।
তিন দিন আগে সুদানে ক্ষমতাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ২০০ মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১ হাজার ৮০০ জন বলে জানিয়েছে জাতিসংঘ।
গত তিন দিন ধরেই রাজধানী খার্তুমে বিমান হামলা, গোলাবর্ষণ ও বন্দুকযুদ্ধ হতে দেখা যাচ্ছে। শহরের বাসিন্দারা প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের দিকে পালিয়ে যাচ্ছে।
এদিকে বিমানবন্দরসহ খার্তুমের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি করেছে সেনাবাহিনী ও আরএসএফ উভয় পক্ষই।
সুদানে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, আমরা সুদানে সহিংসতা বন্ধের আহ্বান জানাই এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ জানাই।
ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল এক টুইটার পোস্টে বলেছেন, কূটনৈতিক এলাকা ও দূতাবাসের কর্মীদের নিরাপত্তা দেওয়া সুদান সরকারের প্রাথমিক দায়িত্ব।
ইইউর মুখপাত্র নাবিলা মাসরালি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলার পর ইইউ প্রতিনিধি দলকে খার্তুম থেকে সরিয়ে নেওয়া হয়নি। তবে কর্মীদের নিরাপত্তার বিষয়কে আরও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সুদানের সামরিক শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত সেনাবাহিনী এবং সুদানের ডেপুটি লিডার মোহাম্মদ হামদান দাগালু, যিনি হেমেদতি নামে পরিচিত, তাঁর নেতৃত্বে আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে আজ মঙ্গলবার চতুর্থ দিনের মতো লড়াই চলছে।
সুদানের রাজধানী খার্তুমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও আইরিশ কূটনীতিক আইদান ও’হারার বাড়িতে হামলা হয়েছে। দেশটির সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, ‘আইদান অক্ষত রয়েছেন। তিনি আহত হননি।’ তবে এই হামলাকে তিনি ‘কূটনীতিকদের সুরক্ষার বাধ্যবাধকতার চরম লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন। মাইকেল মার্টিন আরও বলেন, অত্যন্ত কঠিন সময়ে ইইউকে সেবা দিয়ে যাচ্ছেন আইদান ও’হারা।
বিবিসি জানিয়েছে, আইদান ও’হারা ২০২২ সাল থেকে সুদানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আইরিশ বংশোদ্ভূত কূটনীতিক।
তিন দিন আগে সুদানে ক্ষমতাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ২০০ মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১ হাজার ৮০০ জন বলে জানিয়েছে জাতিসংঘ।
গত তিন দিন ধরেই রাজধানী খার্তুমে বিমান হামলা, গোলাবর্ষণ ও বন্দুকযুদ্ধ হতে দেখা যাচ্ছে। শহরের বাসিন্দারা প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের দিকে পালিয়ে যাচ্ছে।
এদিকে বিমানবন্দরসহ খার্তুমের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি করেছে সেনাবাহিনী ও আরএসএফ উভয় পক্ষই।
সুদানে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, আমরা সুদানে সহিংসতা বন্ধের আহ্বান জানাই এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ জানাই।
ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল এক টুইটার পোস্টে বলেছেন, কূটনৈতিক এলাকা ও দূতাবাসের কর্মীদের নিরাপত্তা দেওয়া সুদান সরকারের প্রাথমিক দায়িত্ব।
ইইউর মুখপাত্র নাবিলা মাসরালি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলার পর ইইউ প্রতিনিধি দলকে খার্তুম থেকে সরিয়ে নেওয়া হয়নি। তবে কর্মীদের নিরাপত্তার বিষয়কে আরও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সুদানের সামরিক শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত সেনাবাহিনী এবং সুদানের ডেপুটি লিডার মোহাম্মদ হামদান দাগালু, যিনি হেমেদতি নামে পরিচিত, তাঁর নেতৃত্বে আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে আজ মঙ্গলবার চতুর্থ দিনের মতো লড়াই চলছে।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে