মো. ইকবাল হোসেন
দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। এই ঈদ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা থাকে। বাড়িতে চলে বাহারি রান্নার ধুম। ঈদ-পরবর্তী দিনগুলোতেও আমরা কোরবানির মাংসের বিভিন্ন পদের আয়োজন করে থাকি। এই সময়ে খাবারের প্রকারভেদ ও পরিমাণ অনেক বেশি থাকে। তাই আমরা না চাইলেও মনের অজান্তে হয়তো কিছু খাবার বেশি খেয়ে ফেলি; বিশেষ করে মাংস এবং মাংস দিয়ে তৈরি খাবারগুলো, যা মোটেও স্বাস্থ্যসম্মত নয়।
এক দিনে কতটুকু মাংস খাওয়া যাবে
সুস্থ স্বাভাবিক ৭০ কেজির একজন পূর্ণবয়স্ক ব্যক্তি সারা দিনে ২৫০-৩০০ গ্রাম মাংস খেতে পারেন। তবে অন্য কোনো প্রোটিনের উৎস থাকলে মাংসের পরিমাণ কমাতে হবে। যদি সারা দিনে একটা ডিম এবং ২-৩ কাপ মাঝারি ঘন ডাল খান, তাহলে প্রায় ২০০ গ্রাম মাংস খাওয়া যাবে। সেটা একবারে না খেয়ে সারা দিনে দুই-তিনবারে ভাগ করে খেতে হবে। সঙ্গে প্রতি বেলায় কিছু শাকসবজি বা সালাদ অবশ্যই রাখতে হবে।
অতিরিক্ত মাংস খেলে কী ক্ষতি
শরীরের চাহিদার চেয়ে বেশি মাছ বা মাংস কিংবা প্রোটিনজাতীয় খাবার খেলে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যেমন কনস্টিপেশন, রক্তের কোলেস্টেরল বেশি, উচ্চ রক্তচাপ, পাইলস, ফিসার, ইউরিক অ্যাসিড ইত্যাদির সমস্যা বেড়ে যেতে পারে।
কিডনি রোগীর ক্ষেত্রে
কিডনি রোগীদের ফার্স্ট ক্লাস প্রোটিনের ৩০-৫০ শতাংশ কমাতে হবে। রেড মিটে সোডিয়ামের পরিমাণ কিছুটা বেশি থাকে। তাই গরু ও খাসি না খেয়ে মুরগির মাংস খাওয়া ভালো। বিচিজাতীয় খাবার; যেমন ডাল, ডালের তৈরি খাবার, শিমের বিচি, কাঁঠালের বিচি, মটরশুঁটি, বরবটি, বাদাম অথবা এগুলো দিয়ে তৈরি খাবার বন্ধ করে দিতে হবে। লবণ কম খাবেন এবং লবণাক্ত খাবার বন্ধ করতে হবে।
হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল
হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলে আক্রান্ত ব্যক্তির জন্য গরু ও খাসির মাংস খাওয়া বন্ধ করতে হবে। চামড়া ছাড়া মুরগি
বা হাঁসের মাংস খাওয়া যাবে। তবে গরু বা খাসির মাংসের গায়ে যে সাদা চর্বি লেগে থাকে, সেটা বাদ দিয়ে রান্না করে ঝোল ছাড়া পরিমিত খাওয়া যাবে। কলিজা, মগজ, মাছের ডিম, দুধের সর, চিংড়ি মাছের মাথা, মেয়োনিজ, ডালডা, মার্জারিন কিংবা এগুলো দিয়ে তৈরি খাবার খাবেন না।
ডায়াবেটিস
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা মিষ্টি এবং মিষ্টিজাতীয় খাবার না খাওয়াই ভালো। খেতে পারেন সরল কার্বোহাইড্রেটের পরিবর্তে জটিল কার্বোহাইড্রেট। সেই সঙ্গে তৈলাক্ত ও চর্বিজাতীয় খাবার খুব কম খেতে হবে। ডায়াবেটিসের রোগীরা গরু-খাসির চর্বিবিহীন মাংস পরিমিত খাবেন, কিন্তু মাংসের ঝোল না খাওয়ার চেষ্টা করবেন।
ইউরিক অ্যাসিড
যাঁদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, তাঁরা হাঁস, গরু, খাসির মাংস খাবেন না। সব ধরনের অর্গান মিট; যেমন কলিজা, মগজ, মাছের ডিম ও ভুঁড়ি খাওয়া যাবে না। সামুদ্রিক মাছ, বুটের ডাল, মটর ডাল খাবেন না। অন্যান্য ডালও কম খেতে হবে। তবে ইউরিক অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণে থাকলে নিষিদ্ধ খাবারগুলো পরিমিত পরিমাণে খাওয়া যাবে।
ফ্যাটি লিভার
ফ্যাটি লিভারের সমস্যা থাকলে তেল-চর্বিজাতীয় খাবার খাওয়া যাবে না। আপনার জন্য খুব কম তেলে বা তেলছাড়া আলাদা মিক্স সবজি রান্না করবেন। মাছ-মাংস তেল দিয়ে রান্না হবে, কিন্তু আপনাকে ঝোল বাদ দিয়ে খেতে হবে। ভাত, রুটি বা অন্যান্য কার্বোহাইড্রেট মেপে খেতে হবে।
আইবিএস
আইবিএসের রোগীরা দুধ এবং দুধের তৈরি খাবার খাবেন না। তবে ল্যাকটোজ ফ্রি দুধ দিয়ে রান্না করলে খাওয়া যাবে। শাক খাবেন না। আপনি শাক, দুধ এবং দুধের তৈরি খাবার খেলে পেটের পীড়া বেড়ে গিয়ে আপনার ঈদ আনন্দ বেদনায় রূপান্তরিত হতে পারে।
শিশু-কিশোর
শিশু-কিশোরদের খাবারে সব ধরনের খাদ্য উপাদান রাখতে হবে। এটা তাদের শারীরিক ও মানসিক বিকাশের উপযুক্ত সময়। তবে অধিক স্বাস্থ্যবান শিশু-কিশোরের ক্ষেত্রে তৈলাক্ত ও মিষ্টিজাতীয় খাবার কম দিতে হবে। শিশু-কিশোরদের প্রোটিনজাতীয় খাবার কিছুটা বেশি দিতে হবে। রান্নার ক্ষেত্রে গুড ফ্যাটসমৃদ্ধ তেল ব্যবহার করতে হবে।
দই-মিষ্টি কখন খাবেন
দই-মিষ্টি ক্যালরিবহুল খাবার। এতে ডায়াবেটিসসহ অন্যান্য সমস্যা বেড়ে যেতে পারে। তাই এসব খাবার কখনোই মূল খাবারের সঙ্গে খাবেন না। এগুলো স্ন্যাকস হিসেবে খাবেন এবং বিকেলের পরে এসব খাবার না খাওয়া ভালো।
পরামর্শ দিয়েছেন: জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম
দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। এই ঈদ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা থাকে। বাড়িতে চলে বাহারি রান্নার ধুম। ঈদ-পরবর্তী দিনগুলোতেও আমরা কোরবানির মাংসের বিভিন্ন পদের আয়োজন করে থাকি। এই সময়ে খাবারের প্রকারভেদ ও পরিমাণ অনেক বেশি থাকে। তাই আমরা না চাইলেও মনের অজান্তে হয়তো কিছু খাবার বেশি খেয়ে ফেলি; বিশেষ করে মাংস এবং মাংস দিয়ে তৈরি খাবারগুলো, যা মোটেও স্বাস্থ্যসম্মত নয়।
এক দিনে কতটুকু মাংস খাওয়া যাবে
সুস্থ স্বাভাবিক ৭০ কেজির একজন পূর্ণবয়স্ক ব্যক্তি সারা দিনে ২৫০-৩০০ গ্রাম মাংস খেতে পারেন। তবে অন্য কোনো প্রোটিনের উৎস থাকলে মাংসের পরিমাণ কমাতে হবে। যদি সারা দিনে একটা ডিম এবং ২-৩ কাপ মাঝারি ঘন ডাল খান, তাহলে প্রায় ২০০ গ্রাম মাংস খাওয়া যাবে। সেটা একবারে না খেয়ে সারা দিনে দুই-তিনবারে ভাগ করে খেতে হবে। সঙ্গে প্রতি বেলায় কিছু শাকসবজি বা সালাদ অবশ্যই রাখতে হবে।
অতিরিক্ত মাংস খেলে কী ক্ষতি
শরীরের চাহিদার চেয়ে বেশি মাছ বা মাংস কিংবা প্রোটিনজাতীয় খাবার খেলে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যেমন কনস্টিপেশন, রক্তের কোলেস্টেরল বেশি, উচ্চ রক্তচাপ, পাইলস, ফিসার, ইউরিক অ্যাসিড ইত্যাদির সমস্যা বেড়ে যেতে পারে।
কিডনি রোগীর ক্ষেত্রে
কিডনি রোগীদের ফার্স্ট ক্লাস প্রোটিনের ৩০-৫০ শতাংশ কমাতে হবে। রেড মিটে সোডিয়ামের পরিমাণ কিছুটা বেশি থাকে। তাই গরু ও খাসি না খেয়ে মুরগির মাংস খাওয়া ভালো। বিচিজাতীয় খাবার; যেমন ডাল, ডালের তৈরি খাবার, শিমের বিচি, কাঁঠালের বিচি, মটরশুঁটি, বরবটি, বাদাম অথবা এগুলো দিয়ে তৈরি খাবার বন্ধ করে দিতে হবে। লবণ কম খাবেন এবং লবণাক্ত খাবার বন্ধ করতে হবে।
হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল
হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলে আক্রান্ত ব্যক্তির জন্য গরু ও খাসির মাংস খাওয়া বন্ধ করতে হবে। চামড়া ছাড়া মুরগি
বা হাঁসের মাংস খাওয়া যাবে। তবে গরু বা খাসির মাংসের গায়ে যে সাদা চর্বি লেগে থাকে, সেটা বাদ দিয়ে রান্না করে ঝোল ছাড়া পরিমিত খাওয়া যাবে। কলিজা, মগজ, মাছের ডিম, দুধের সর, চিংড়ি মাছের মাথা, মেয়োনিজ, ডালডা, মার্জারিন কিংবা এগুলো দিয়ে তৈরি খাবার খাবেন না।
ডায়াবেটিস
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা মিষ্টি এবং মিষ্টিজাতীয় খাবার না খাওয়াই ভালো। খেতে পারেন সরল কার্বোহাইড্রেটের পরিবর্তে জটিল কার্বোহাইড্রেট। সেই সঙ্গে তৈলাক্ত ও চর্বিজাতীয় খাবার খুব কম খেতে হবে। ডায়াবেটিসের রোগীরা গরু-খাসির চর্বিবিহীন মাংস পরিমিত খাবেন, কিন্তু মাংসের ঝোল না খাওয়ার চেষ্টা করবেন।
ইউরিক অ্যাসিড
যাঁদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, তাঁরা হাঁস, গরু, খাসির মাংস খাবেন না। সব ধরনের অর্গান মিট; যেমন কলিজা, মগজ, মাছের ডিম ও ভুঁড়ি খাওয়া যাবে না। সামুদ্রিক মাছ, বুটের ডাল, মটর ডাল খাবেন না। অন্যান্য ডালও কম খেতে হবে। তবে ইউরিক অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণে থাকলে নিষিদ্ধ খাবারগুলো পরিমিত পরিমাণে খাওয়া যাবে।
ফ্যাটি লিভার
ফ্যাটি লিভারের সমস্যা থাকলে তেল-চর্বিজাতীয় খাবার খাওয়া যাবে না। আপনার জন্য খুব কম তেলে বা তেলছাড়া আলাদা মিক্স সবজি রান্না করবেন। মাছ-মাংস তেল দিয়ে রান্না হবে, কিন্তু আপনাকে ঝোল বাদ দিয়ে খেতে হবে। ভাত, রুটি বা অন্যান্য কার্বোহাইড্রেট মেপে খেতে হবে।
আইবিএস
আইবিএসের রোগীরা দুধ এবং দুধের তৈরি খাবার খাবেন না। তবে ল্যাকটোজ ফ্রি দুধ দিয়ে রান্না করলে খাওয়া যাবে। শাক খাবেন না। আপনি শাক, দুধ এবং দুধের তৈরি খাবার খেলে পেটের পীড়া বেড়ে গিয়ে আপনার ঈদ আনন্দ বেদনায় রূপান্তরিত হতে পারে।
শিশু-কিশোর
শিশু-কিশোরদের খাবারে সব ধরনের খাদ্য উপাদান রাখতে হবে। এটা তাদের শারীরিক ও মানসিক বিকাশের উপযুক্ত সময়। তবে অধিক স্বাস্থ্যবান শিশু-কিশোরের ক্ষেত্রে তৈলাক্ত ও মিষ্টিজাতীয় খাবার কম দিতে হবে। শিশু-কিশোরদের প্রোটিনজাতীয় খাবার কিছুটা বেশি দিতে হবে। রান্নার ক্ষেত্রে গুড ফ্যাটসমৃদ্ধ তেল ব্যবহার করতে হবে।
দই-মিষ্টি কখন খাবেন
দই-মিষ্টি ক্যালরিবহুল খাবার। এতে ডায়াবেটিসসহ অন্যান্য সমস্যা বেড়ে যেতে পারে। তাই এসব খাবার কখনোই মূল খাবারের সঙ্গে খাবেন না। এগুলো স্ন্যাকস হিসেবে খাবেন এবং বিকেলের পরে এসব খাবার না খাওয়া ভালো।
পরামর্শ দিয়েছেন: জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সর্বশেষ কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় হালনাগাদ করা তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ২১০ জন পুরুষ...
২ ঘণ্টা আগেমানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনসংক্রান্ত অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার অনুমোদন দিয়েছে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক। হালনাগাদ আইনে অঙ্গপ্রত্যঙ্গ দানের পরিধি যেমন বেড়েছে, তেমনি দেশের ভেতরেই বৈধভাবে অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি করেছে। এ ছাড়া মৃত্যুর পর চিকিৎসার কল্যাণে দেহদানের নিয়মনীতিতেও এসেছে
৩ ঘণ্টা আগেরাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (এনআইসিভিডি) পুরোনো করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে চলছে সেটির নির্মাণকাজ। এই অবস্থায় সংকটাপন্ন রোগীদের জরুরি সেবা দেওয়া হচ্ছে অস্থায়ী সিসিইউতে। কিন্তু একটি সিসিইউর জন্য যে পরিবেশ দরকার, সেখানে তা নেই।
২ দিন আগেদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে কারও মৃত্যু হয়নি।
২ দিন আগে