নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সর্বশেষ কোনো রোগীর মৃত্যু হয়নি।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় হালনাগাদ করা তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ২১০ জন পুরুষ ও নারী ১৬৫ জন।
তবে এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। নতুন এসব রোগীর মধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে ৭৬ জন, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৬১, ময়মনসিংহে আট, চট্টগ্রাম বিভাগে ৪২, খুলনা বিভাগে ১৮, রাজশাহী বিভাগে ৫৩, বরিশাল বিভাগে ১১৬ ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ১৬ হাজার ২৮১ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে। আর মারা গেছে ৬০ জন চিকিৎসাধীন রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২১৩ জন। অন্য রোগীরা চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।
সরকারের তথ্য বলছে, চলতি মাসে ৫ হাজার ৯৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর জুনে ভর্তি হয়েছিল ৫ হাজার ৯৫১ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
আর সবচেয়ে বেশি মারা গেছে জুনে—১৯ জন। চলতি মাসে এখন পর্যন্ত ১৮ জন। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত ও মে মাসে তিনজন মারা যায়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সর্বশেষ কোনো রোগীর মৃত্যু হয়নি।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় হালনাগাদ করা তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ২১০ জন পুরুষ ও নারী ১৬৫ জন।
তবে এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। নতুন এসব রোগীর মধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে ৭৬ জন, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৬১, ময়মনসিংহে আট, চট্টগ্রাম বিভাগে ৪২, খুলনা বিভাগে ১৮, রাজশাহী বিভাগে ৫৩, বরিশাল বিভাগে ১১৬ ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ১৬ হাজার ২৮১ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে। আর মারা গেছে ৬০ জন চিকিৎসাধীন রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২১৩ জন। অন্য রোগীরা চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।
সরকারের তথ্য বলছে, চলতি মাসে ৫ হাজার ৯৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর জুনে ভর্তি হয়েছিল ৫ হাজার ৯৫১ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
আর সবচেয়ে বেশি মারা গেছে জুনে—১৯ জন। চলতি মাসে এখন পর্যন্ত ১৮ জন। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত ও মে মাসে তিনজন মারা যায়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনসংক্রান্ত অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার অনুমোদন দিয়েছে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক। হালনাগাদ আইনে অঙ্গপ্রত্যঙ্গ দানের পরিধি যেমন বেড়েছে, তেমনি দেশের ভেতরেই বৈধভাবে অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি করেছে। এ ছাড়া মৃত্যুর পর চিকিৎসার কল্যাণে দেহদানের নিয়মনীতিতেও এসেছে
৮ ঘণ্টা আগেরাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (এনআইসিভিডি) পুরোনো করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে চলছে সেটির নির্মাণকাজ। এই অবস্থায় সংকটাপন্ন রোগীদের জরুরি সেবা দেওয়া হচ্ছে অস্থায়ী সিসিইউতে। কিন্তু একটি সিসিইউর জন্য যে পরিবেশ দরকার, সেখানে তা নেই।
২ দিন আগেদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে কারও মৃত্যু হয়নি।
২ দিন আগেদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
২ দিন আগে