Ajker Patrika

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২০: ২১
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৭৫ জন নতুন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে।

গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সাড়ে ১৫ হাজার রোগী ভর্তি হয়েছে। বর্তমানে সারা দেশে হাসপাতালে ১ হাজার ২১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। বাকিরা ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের। মৃতদের মধ্যে ৪৭ শতাংশ নারী এবং ৫৩ শতাংশ পুরুষ।

সরকারের তথ্য বলছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি জুন মাসে। ওই মাসে ৫ হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর চলতি মাসে ভর্তি হয়েছে ৫ হাজার ২৮৯ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আর সবচেয়ে বেশি মারা গেছে জুনে, ১৯ জন। চলতি মাসে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

চার হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত