Ajker Patrika

ট্রি হাগিং থেরাপি

আলমগীর আলম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পার্কে হাঁটতে গিয়ে বড় কোনো গাছ জড়িয়ে ধরে খানিকক্ষণ চোখ বন্ধ করে রাখার অভ্য়াস কি আপনারও আছে? তাহলে বলে রাখা ভালো, এই অভ্যাস আপনার জীবনে শান্তিই বয়ে আনবে।

ট্রি হাগিং বা গাছকে জড়িয়ে ধরার অভ্যাস মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। আপনি যদি মানসিক চাপ কমাতে কিংবা ইমিউন সিস্টেম শক্তিশালী করতে অথবা মুড উন্নত করতে চান, তাহলে গাছের সংস্পর্শে আসা কিংবা গাছকে জড়িয়ে ধরা একটি সহজ ও প্রাকৃতিক উপায় হতে পারে। যদি এই অভ্যাস শুরু করতে চান, তাহলে নিকটস্থ কোনো পার্ক বা বাগানে গিয়ে একটি গাছের পাশে কিছু সময় কাটান এবং গাছের সংস্পর্শে আসুন। এটি আপনার দৈনন্দিন জীবনে মানসিক প্রশান্তি ও সুস্থতা আনতে সহায়ক হতে পারে।

ট্রি হাগিংয়ের উপকারিতা

মানসিক চাপ ও কর্টিসলের মাত্রা কমায়

গাছের সংস্পর্শে আসা, বিশেষ করে গাছকে জড়িয়ে ধরা, শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, গাছ জড়িয়ে ধরলে লালা রসে কর্টিসলের পরিমাণ কমে যায়, যা মানসিক চাপ কমায়।

রক্তচাপ ও হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ

গাছের সংস্পর্শে থাকা হৃৎস্পন্দন ও রক্তচাপ কমাতে সাহায্য করে। এক গবেষণায় দেখা গেছে, বন ভ্রমণের সময় অংশগ্রহণকারীদের রক্তচাপ ও হৃৎস্পন্দন কমে, যা হৃদ্‌রোগ প্রতিরোধে সহায়ক।

রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়

গাছ থেকে নির্গত ফাইটোনসাইডস (phytoncides) নামক প্রাকৃতিক যৌগ শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পারে।

মন ভালো রাখে

গাছকে জড়িয়ে ধরার সময় শরীরে অক্সিটোসিন নামক ভালো হরমোন নিঃসরণ হয়, যা মুড উন্নত করে এবং মানসিক প্রশান্তি আনে।

ধ্যান ও আত্মসংযোগে সহায়ক

গাছের শান্ত, স্থির উপস্থিতি ধ্যান ও আত্মবিশ্লেষণের উপযোগী পরিবেশ তৈরিতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, গাছের সংস্পর্শে থাকলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং মানসিক প্রশান্তি আনে।

ভালো ঘুম হতে সহায়তা করে

গাছের সংস্পর্শে থাকলে ঘুম ভালো হয়। গবেষণায় দেখা গেছে, বন ভ্রমণের সময় অংশগ্রহণকারীদের ঘুমের মান উন্নত হয় এবং ঘুমের সময় বাড়ে।

আরোগ্য় লাভে সহায়তা করে

গাছের সংস্পর্শে থাকলে শরীর ও মনের অবসাদ কাটে। এ ছাড়া দুটোই ফুরফুরে থাকে।

সুস্থ ও সুন্দর জীবনে গাছের প্রভাব

যেহেতু গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে, ফলে বাড়ির আশপাশে বেশি গাছ থাকলে শরীরে অক্সিজেনের জোগান বাড়ে। অন্যদিকে গাছ বাতাসকে পরিচ্ছন্ন রাখায় আমাদের ত্বক ও ফুসফুস ভালো থাকে। নিয়মিত গাছের পরিচর্যায় মানসিক শান্তি আসে এবং সময় ভালো কাটে। বাড়ির আশপাশে বড় গাছ থাকে বিভিন্ন ধরনের পাখি আসে।

যাঁরা পাখি ভালোবাসেন, তাঁদের বিকেলের অবসরটাও কাটে ভালো। এমন ছোট ছোট সুন্দর মুহূর্তই মানসিক শক্তির জোগান দেয়।

এই গরমে বাড়ির আশপাশে, বারান্দায় ও ছাদে যদি প্রচুর গাছ থাকে, তাহলে দাবদাহ থেকেও অনেকটা আরাম পাওয়া যায়। ফলে সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনে গাছের ভূমিকাকে আমরা উপেক্ষা করতে পারি না।

পরামর্শ দিয়েছেন: খাদ্যপথ্য বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী: প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত