ডা. মো. মাহবুব আলম
কাঁধে ব্যথার অনেক কারণের মধ্যে অন্যতম রোটেটর কাফ সিনড্রোম। এর একটি অংশ হলো ফ্রোজেন শোল্ডার।
রোটেটর কাফ সিনড্রোমের অন্যান্য অংশ
কোন বয়সে বেশি হয়
৪০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে এই রোগ বেশি হয়। নারী-পুরুষ যে কারও এ রোগ হতে পারে।
যেসব রোগের সঙ্গে সম্পর্ক আছে
রোগের কারণ
এ রোগের সঠিক কারণ জানা যায় না। ডুপিট্রেন্স কন্ট্রাকসার রোগের সঙ্গে এর হিস্টোলজিক্যাল মিল পাওয়া যায়। ফাইব্রো ব্লাস্টিক প্রোলিপারেনশন হয়, যা রোটেটর কাপ ইন্টারভেলে জমে অথবা কোরাকো এক্সোমিওন লিগামেন্ট এবং এন্টেরিওর লিগামেন্টে জমা হয়। এতে ফ্যাব্রোসিস হয়ে লিগামেন্টস কনট্রাকচার হয়।
উপসর্গ
শোল্ডার বা কাঁধের নড়াচড়া বাধাগ্রস্ত হয়ে ব্যথা হয়। অনেক সময় রোগী কাঁধ জমে গেছে বলে অভিযোগ করেন।
হাত ওপরে ওঠানো বাধাগ্রস্ত হয় এবং স্বাভাবিক কাজে ব্যথা হয়ে থাকে।
রোগনির্ণয়
পরীক্ষা-নিরীক্ষা করে এ রোগ নির্ণয় করা কঠিন। ব্যথা অনেক হলেও এক্স-রেতে কোনো পরিবর্তন লক্ষ করা যায় না। শুধু ব্যবহার না করার জন্য ডিজইউজ হাইপোট্রফি অব বোন দেখা যেতে পারে।
এই রোগ তিনটি ধাপ বা ফেজ পার করে। এগুলো হলো—
১৮ মাসের মধ্যে এই রোগ নিজে থেকে ভালো হয়ে যায়। কখনো কখনো অন্যান্য উপসর্গ সারতে আরও ৬ থেকে ১২ মাস লাগে।
ব্যবস্থা
এ রোগ হলে ফিজিওথেরাপি করে লাভ হয় না। এর কনজারভেটিভ ও অপারেশন—এ দুই ধরনের চিকিৎসা আছে।
কনজারভেটিভ: চিকিৎসকের পরামর্শে অ্যান্টি ইমপ্লিমেন্টরি ড্রাগস ও ব্যায়াম, পেন্ডুলার এক্সারসাইজ করতে হবে। কোমর নুয়ে একদিকে কাত হয়ে, ঘড়ির পেন্ডুলাম বা স্টেয়ারিংয়ের মতো কাঁধ নড়াচড়া করালে উপকার পাওয়া যায়।
সার্জিক্যাল: যদি কনজারভেটিভ চিকিৎসা ব্যর্থ হয়, তাহলে লিগামেন্ট রিলিজ করে ভালো ফল পাওয়া যায়।
পরামশ দিয়েছেন: (সাবেক) সহযোগী অধ্যাপক, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল চেম্বার: আলোক হেলথকেয়ার লি., মিরপুর, ঢাকা
কাঁধে ব্যথার অনেক কারণের মধ্যে অন্যতম রোটেটর কাফ সিনড্রোম। এর একটি অংশ হলো ফ্রোজেন শোল্ডার।
রোটেটর কাফ সিনড্রোমের অন্যান্য অংশ
কোন বয়সে বেশি হয়
৪০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে এই রোগ বেশি হয়। নারী-পুরুষ যে কারও এ রোগ হতে পারে।
যেসব রোগের সঙ্গে সম্পর্ক আছে
রোগের কারণ
এ রোগের সঠিক কারণ জানা যায় না। ডুপিট্রেন্স কন্ট্রাকসার রোগের সঙ্গে এর হিস্টোলজিক্যাল মিল পাওয়া যায়। ফাইব্রো ব্লাস্টিক প্রোলিপারেনশন হয়, যা রোটেটর কাপ ইন্টারভেলে জমে অথবা কোরাকো এক্সোমিওন লিগামেন্ট এবং এন্টেরিওর লিগামেন্টে জমা হয়। এতে ফ্যাব্রোসিস হয়ে লিগামেন্টস কনট্রাকচার হয়।
উপসর্গ
শোল্ডার বা কাঁধের নড়াচড়া বাধাগ্রস্ত হয়ে ব্যথা হয়। অনেক সময় রোগী কাঁধ জমে গেছে বলে অভিযোগ করেন।
হাত ওপরে ওঠানো বাধাগ্রস্ত হয় এবং স্বাভাবিক কাজে ব্যথা হয়ে থাকে।
রোগনির্ণয়
পরীক্ষা-নিরীক্ষা করে এ রোগ নির্ণয় করা কঠিন। ব্যথা অনেক হলেও এক্স-রেতে কোনো পরিবর্তন লক্ষ করা যায় না। শুধু ব্যবহার না করার জন্য ডিজইউজ হাইপোট্রফি অব বোন দেখা যেতে পারে।
এই রোগ তিনটি ধাপ বা ফেজ পার করে। এগুলো হলো—
১৮ মাসের মধ্যে এই রোগ নিজে থেকে ভালো হয়ে যায়। কখনো কখনো অন্যান্য উপসর্গ সারতে আরও ৬ থেকে ১২ মাস লাগে।
ব্যবস্থা
এ রোগ হলে ফিজিওথেরাপি করে লাভ হয় না। এর কনজারভেটিভ ও অপারেশন—এ দুই ধরনের চিকিৎসা আছে।
কনজারভেটিভ: চিকিৎসকের পরামর্শে অ্যান্টি ইমপ্লিমেন্টরি ড্রাগস ও ব্যায়াম, পেন্ডুলার এক্সারসাইজ করতে হবে। কোমর নুয়ে একদিকে কাত হয়ে, ঘড়ির পেন্ডুলাম বা স্টেয়ারিংয়ের মতো কাঁধ নড়াচড়া করালে উপকার পাওয়া যায়।
সার্জিক্যাল: যদি কনজারভেটিভ চিকিৎসা ব্যর্থ হয়, তাহলে লিগামেন্ট রিলিজ করে ভালো ফল পাওয়া যায়।
পরামশ দিয়েছেন: (সাবেক) সহযোগী অধ্যাপক, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল চেম্বার: আলোক হেলথকেয়ার লি., মিরপুর, ঢাকা
বাংলাদেশে তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক পর্যায়ে থাকলেও মানসিক স্বাস্থ্য খাতে সরকারি তহবিল বরাদ্দ কমে গিয়েছে বলে অভিযোগ করেছেন এ খাতসংশ্লিষ্টরা। আজ বুধবার ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও কর্মশালায় এ কথা বলেন তাঁরা।
২৬ মিনিট আগেদেশের গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক। তবে শুরুতেই কম বরাদ্দ এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে বিদ্যমান সাড়ে ১৪ হাজারের মধ্যে এক-তৃতীয়াংশ ক্লিনিকের অবকাঠামোই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্যবহার-অনুপযোগী এ বিপুলসংখ্যক অবকাঠামো পুনর্নির্মাণের..
২ দিন আগেতীব্র গরমে আইসক্রিম, ঠান্ডা পানীয় বা হিমায়িত মিষ্টান্ন খাওয়ার প্রবণতা বেড়ে যায়। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা যত বাড়ছে, আমেরিকানেরা তত বেশি এসব মিষ্টি খাবারের দিকে ঝুঁকছেন—এমনটাই জানাচ্ছে নতুন গবেষণা। তবে বিজ্ঞানীরা সতর্ক করছেন, এর স্বাস্থ্যঝুঁকি মারাত্মক হতে পারে।
২ দিন আগেএখন জ্বরের মৌসুম চলছে; বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন ভাইরাস জ্বর হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হলো ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৯৪৪ এবং মারা গেছে ১১৮ জন। চিকিৎসকেরা বলছেন, একটি এডিস
৪ দিন আগে