যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) প্রথমবারের মতো ওষুধ জেপবাউন্ডকে ঘুমের অসুখের (স্লিপ অ্যাপনিয়া-ওএসএ) চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছে। গত শুক্রবার এফডিএ ঘোষণা দিয়েছে, ইলাই লিলি অ্যান্ড কোং নির্মিত এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের স্থূলতা এবং মাঝারি থেকে তীব্র পর্যায়ের ওএসএ চিকিৎসায় ব্যবহার করা যাবে। তবে এটি কম ক্যালরিযুক্ত ডায়েট এবং শারীরিক ব্যায়ামের সঙ্গে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসা সাময়িকী এনপিআরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এফডিএর মতে, ‘এটি স্লিপ অ্যাপনিয়া রোগীদের জন্য একটি বড় পদক্ষেপ।’
ওএসএ হলো একটি সাধারণ শারীরিক সমস্যা, যেখানে ঘুমের সময় সঠিকভাবে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে ওঠে। এটি যে কারও হতে পারে, তবে স্থূল ব্যক্তিদের মধ্যে এটি বেশি দেখা যায়।
এফডিএ জানিয়েছে, ওজন কমাতে সহায়তা করে জেপবাউন্ড কিছু রোগীর ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়ার লক্ষণগুলো কমাতে পারে। ৫২ সপ্তাহ ধরে স্থূল এবং মাঝারি থেকে তীব্র পর্যায়ের ওএসএতে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের নিয়ে দুটি গবেষণায় দেখা গেছে, জেপবাউন্ড গ্রহণকারী অংশগ্রহণকারীরা প্লাসিবো গ্রহণকারীদের তুলনায় ঘুমের সময় শ্বাসকষ্ট বা শ্বাস-প্রশ্বাসে সাময়িক বিরতির ক্ষেত্রে ‘পরিসংখ্যানগতভাবে গুরুত্বপূর্ণ এবং চিকিৎসাগতভাবে কার্যকর’ উন্নতি করেছেন।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যারা সিপিএপি মেশিন ব্যবহার করেন এবং যারা করেন না, উভয় রোগীদের ক্ষেত্রেই এই উন্নতি দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) প্রথমবারের মতো ওষুধ জেপবাউন্ডকে ঘুমের অসুখের (স্লিপ অ্যাপনিয়া-ওএসএ) চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছে। গত শুক্রবার এফডিএ ঘোষণা দিয়েছে, ইলাই লিলি অ্যান্ড কোং নির্মিত এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের স্থূলতা এবং মাঝারি থেকে তীব্র পর্যায়ের ওএসএ চিকিৎসায় ব্যবহার করা যাবে। তবে এটি কম ক্যালরিযুক্ত ডায়েট এবং শারীরিক ব্যায়ামের সঙ্গে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসা সাময়িকী এনপিআরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এফডিএর মতে, ‘এটি স্লিপ অ্যাপনিয়া রোগীদের জন্য একটি বড় পদক্ষেপ।’
ওএসএ হলো একটি সাধারণ শারীরিক সমস্যা, যেখানে ঘুমের সময় সঠিকভাবে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে ওঠে। এটি যে কারও হতে পারে, তবে স্থূল ব্যক্তিদের মধ্যে এটি বেশি দেখা যায়।
এফডিএ জানিয়েছে, ওজন কমাতে সহায়তা করে জেপবাউন্ড কিছু রোগীর ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়ার লক্ষণগুলো কমাতে পারে। ৫২ সপ্তাহ ধরে স্থূল এবং মাঝারি থেকে তীব্র পর্যায়ের ওএসএতে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের নিয়ে দুটি গবেষণায় দেখা গেছে, জেপবাউন্ড গ্রহণকারী অংশগ্রহণকারীরা প্লাসিবো গ্রহণকারীদের তুলনায় ঘুমের সময় শ্বাসকষ্ট বা শ্বাস-প্রশ্বাসে সাময়িক বিরতির ক্ষেত্রে ‘পরিসংখ্যানগতভাবে গুরুত্বপূর্ণ এবং চিকিৎসাগতভাবে কার্যকর’ উন্নতি করেছেন।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যারা সিপিএপি মেশিন ব্যবহার করেন এবং যারা করেন না, উভয় রোগীদের ক্ষেত্রেই এই উন্নতি দেখা গেছে।
নানা কারণে ঘুম নেই, মেজাজ খিটখিটে, অতিরিক্ত রাগ আর কোনো কিছুতেই প্রশান্তি নেই। এসব কারণে ইদানীং মানসিক সমস্যার প্রকোপ দেখা যাচ্ছে। মানসিক সমস্যা মানুষেরই হয়। বিশেষ করে যুবসমাজ এ সমস্যায় ভুগছে মারাত্মকভাবে। যে কারণেই হোক না কেন, মানসিক সমস্যা রোগী নিজে বুঝতে পারে না। তাকে বলাও যায় না...
৩২ মিনিট আগেঅফিসে বারবার ঘুম পেলে তা কাজের ওপর বড় প্রভাব ফেলে। ডেডলাইন মিস করা, কাজ জমে যাওয়া, এমনকি চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। ঘুমের সমস্যা থাকলে চিকিৎসা জরুরি। তবে কিছু বিষয় মেনে চললে কাজের সময় ঘুম পাওয়া থেকে রেহাই পেতে পারেন।
৪৪ মিনিট আগেবাতরোগ সাধারণত প্রাপ্তবয়স্কদের সমস্যা বলে বিবেচিত। কিন্তু শিশুরাও এতে আক্রান্ত হতে পারে। অনেক সময় অভিভাবকেরা ভাবেন, এই বয়সে এমন ব্যথা বা অস্বস্তি সাময়িক। কিন্তু বাস্তবতা হচ্ছে, অনেক শিশু দীর্ঘস্থায়ী বাতরোগে ভোগে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগকে বলা হয় জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রারাইটিস...
১ ঘণ্টা আগেশরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে জ্বর বলা হয়। জ্বর আসলে কোনো রোগ নয়, রোগের উপসর্গ। ফলে জ্বর হওয়াকে শরীরের ভেতরের কোনো রোগের সতর্কবার্তা বলা যেতে পারে।
১ ঘণ্টা আগে