Ajker Patrika

ওষুধের দাম বাড়ানোর যৌক্তিকতা কতটা, তা খতিয়ে দেখা প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী 

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৩৬
Thumbnail image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘ওষুধের মূল্য নিয়ে পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি হচ্ছে। হঠাৎ করে এমনি এমনি তো ওষুধের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে না। কেন বাড়ছে, কতটুকু বাড়ছে, তার যৌক্তিকতা কতটা, সে ব্যাপারে আমাদেরকে খতিয়ে দেখা প্রয়োজন।’

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।

এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ডা. লতা আক্তারের চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার বিকেলে তিনি ইনস্টিটিউটে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা স্বাস্থ্যমন্ত্রীকে জানান, ডা. লতার শারীরিক অবস্থা ভালো নয়। তাঁর শরীরের নব্বই ভাগ পুড়ে গেছে।

পুরো ঘটনা শুনে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত কষ্টদায়ক, হৃদয়বিদারক ও দুঃখজনক। পেট্রলের আগুনে আমাদের এই চিকিৎসকের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁকে সুস্থ করা বেশ কঠিন হয়ে গেছে। তবে, শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সব ধরনের চেষ্টাই অব্যাহত রাখতে হবে।’

প্রসঙ্গত, ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নরসিংদী থেকে ডা. লতা আক্তার নামে একজন চিকিৎসক ভর্তি হন। তাঁর দগ্ধের পরিমাণ প্রায় ৯০ শতাংশ। তাঁর সাবেক স্বামী খলিলুর রহমান রোগীর গায়ে আগুন দিয়েছেন বলে জানা গেছে।

রোগীর ডায়িং ডিক্লারেশন নেওয়া হয়েছে। রোগী বর্তমানে মেকানিক্যাল ভেন্টিলেশনে আইসিইউ ১৫ নম্বর শয্যায় চিকিৎসাধীন আছেন। নারীর গায়ে আগুন দেওয়ার পর তাঁর স্বামী নিজের গায়েও আগুন দেন এবং তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত