করোনার মতো তিনটি ভাইরাস পাওয়া গেছে চীনের প্রতিবেশী দেশ লাওসে। সেখানকার বাদুড়ের দেহে এই ভাইরাসটি পাওয়া গেছে। আর এই ভাইরাসটি বাদুড় থেকে সরাসরি মানবদেহে সংক্রমিত হতে পারে। এ সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশের জন্য ‘নেচার’ সাময়িকীতে পাঠানো হয়েছে।
মহামারি করোনার উৎস নিয়ে একে অপরকে দোষারোপ করা থেমে নেই। যুক্তরাষ্ট্র বলে আসছে চীনের ল্যাব থেকে করোনার উৎপত্তি। কিন্তু চীন নাকচ করে দিয়েছে কবেই। উৎসের খোঁজ করতে চলছে তদন্ত। এখানেও বিপত্তি বেঁধেছে সেই ‘দোষারোপ’। যুক্তরাষ্ট্র বলছে তদন্তে চীন সহায়তা করছে না। কিন্তু চীন বলছে তাদের কোনো সমস্যা নেই।
পাস্তুর ইনস্টিটিউটের গবেষকদলের প্রধান মার্ক ইলোইট জানিয়েছেন, মিল থাকলেও সার্স কোভ-২ ও লাওসে পাওয়া ভাইরাসগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে।
গবেষক দলের সদস্য যুক্তরাজ্যের গ্ল্যাসগো বিশ্ববিদ্যালয়ের ভাইরাসবিদ ডেভিড রবার্টসন একে অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে আখ্যায়িত করেন। তবে এর সঙ্গে তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এরা মানুষের দেহে প্রবেশের সক্ষমতা রাখে। ফলে সাবধানী হতে হবে। যেকোনো সময় এরাও মহামারি আকার ধারণ করতে পারে।’
লাওসের গুহায় ৬৪৫টি বাদুড়ের ওপর গবেষণা করে পাওয়া তিনটি ভাইরাসের নাম দেওয়া হয়েছে ‘বানাল-৫২ ’, ‘বানাল-১০৩’ ও ‘বানাল-২৩৬ ’। দলটির কয়েকজন গবেষক জানান, এই নমুনা এটা প্রমাণ করে যে প্রকৃতিতে করোনা থাকতে পারে। এমনও হতে পারে যে এরা প্রকৃতি থেকেই মানুষের দেহে প্রবেশ করেছে।
করোনার মতো তিনটি ভাইরাস পাওয়া গেছে চীনের প্রতিবেশী দেশ লাওসে। সেখানকার বাদুড়ের দেহে এই ভাইরাসটি পাওয়া গেছে। আর এই ভাইরাসটি বাদুড় থেকে সরাসরি মানবদেহে সংক্রমিত হতে পারে। এ সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশের জন্য ‘নেচার’ সাময়িকীতে পাঠানো হয়েছে।
মহামারি করোনার উৎস নিয়ে একে অপরকে দোষারোপ করা থেমে নেই। যুক্তরাষ্ট্র বলে আসছে চীনের ল্যাব থেকে করোনার উৎপত্তি। কিন্তু চীন নাকচ করে দিয়েছে কবেই। উৎসের খোঁজ করতে চলছে তদন্ত। এখানেও বিপত্তি বেঁধেছে সেই ‘দোষারোপ’। যুক্তরাষ্ট্র বলছে তদন্তে চীন সহায়তা করছে না। কিন্তু চীন বলছে তাদের কোনো সমস্যা নেই।
পাস্তুর ইনস্টিটিউটের গবেষকদলের প্রধান মার্ক ইলোইট জানিয়েছেন, মিল থাকলেও সার্স কোভ-২ ও লাওসে পাওয়া ভাইরাসগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে।
গবেষক দলের সদস্য যুক্তরাজ্যের গ্ল্যাসগো বিশ্ববিদ্যালয়ের ভাইরাসবিদ ডেভিড রবার্টসন একে অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে আখ্যায়িত করেন। তবে এর সঙ্গে তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এরা মানুষের দেহে প্রবেশের সক্ষমতা রাখে। ফলে সাবধানী হতে হবে। যেকোনো সময় এরাও মহামারি আকার ধারণ করতে পারে।’
লাওসের গুহায় ৬৪৫টি বাদুড়ের ওপর গবেষণা করে পাওয়া তিনটি ভাইরাসের নাম দেওয়া হয়েছে ‘বানাল-৫২ ’, ‘বানাল-১০৩’ ও ‘বানাল-২৩৬ ’। দলটির কয়েকজন গবেষক জানান, এই নমুনা এটা প্রমাণ করে যে প্রকৃতিতে করোনা থাকতে পারে। এমনও হতে পারে যে এরা প্রকৃতি থেকেই মানুষের দেহে প্রবেশ করেছে।
গৃহস্থালির কাজে ব্যবহৃত বিভিন্ন প্লাস্টিক পণ্যে রয়েছে ‘থ্যালেটস’ (Phthalates) নামক রাসায়নিক পদার্থ। আর এই থ্যালেটস কোনো নির্বিরোধী রাসায়নিক উপাদান নয়। এর কারণে মৃত্যুর ঘটনা অনেক বেশি। থ্যালেটসের সংস্পর্শে আসার কারণে ২০১৮ সালে বিশ্বব্যাপী ৩ লাখ ৫৬ হাজারেরও বেশি মানুষের হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবর
১৩ ঘণ্টা আগেপুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সিটি স্ক্যান মেশিনের ফিল্মসংকট দেখা দিয়েছে। এতে সিটি স্ক্যান করার প্রয়োজন এমন রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যাঁদের জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করা প্রয়োজন, তাঁরা পড়ছেন সবচেয়ে বেশি...
১ দিন আগেআশার কথা হলো, পরিবর্তন আসছে। সম্প্রতি প্রকাশিত এক যুগান্তকারী পরীক্ষায় দেখা গেছে, তীব্রভাবে চিনাবাদামের অ্যালার্জিতে আক্রান্ত দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ককে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রতিদিন অল্প পরিমাণে চিনাবাদাম খাইয়ে স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হয়েছে।
১ দিন আগেঅতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার বা ‘আল্ট্রা প্রসেসড ফুড’ (ইউপিএফ) বেশি খাওয়ার কারণে শুধু স্থূলতা, হতাশা, ডায়াবেটিস কিংবা হৃদরোগই নয়, বাড়ছে অকালমৃত্যুর ঝুঁকিও। নতুন এক গবেষণায় বলা হয়েছে, এই ধরনের খাবার খাওয়ার কারণে শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবছর প্রায় ১ লাখ ২৪ হাজার মানুষের অকালমৃত্যু ঘটছে।
২ দিন আগে