ফ্যাক্টচেক ডেস্ক
চলতি বছরের ডিসেম্বর মাস শুরু হয়েছে আজ শুক্রবার থেকে। তাই এই মাসের ক্যালেন্ডারে মোট ৫টি শুক্রবার জায়গা করে নিয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, ‘৮২৩ বছর পর এই ডিসেম্বর মাসে ৫টি শুক্রবার পড়েছে।’ তা নিয়ে মেতে উঠেছেন নেটিজেনরা।
‘নামাজ বেহেশতের চাবি’ নামে ফেসবুকে গ্রুপে গত ২৮ নভেম্বরের এক পোস্ট আজ শুক্রবার ( ১ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত ৬০০ বার শেয়ার হয়েছে। পোস্টটিতে রিয়েক্ট পড়েছে ৪ হাজার ৭০০। এর মধ্যে লাইক রিয়্যাক্ট পড়েছে প্রায় সাড়ে ৩ হাজার, লাভ রিয়্যাক্ট পড়েছে ১ হাজার। এতে মন্তব্য পড়েছে ৭৭৯টি, যেখানে অধিকাংশ নেটিজেন ধর্মীয় প্রশংসাসূচক কথা লিখেছেন।
একই তথ্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকেও প্রচার হতে দেখা যায়। টিকটকে এমন এক ভিডিও ৫০ হাজার বারের বেশি দেখা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানে দেখা যায়, ৮২৩ বছর পর এই ডিসেম্বর মাসে ৫টি শুক্রবার পড়ার দাবিটি সঠিক নয়। ২০২১ ও ২০২২ সালেই একই ঘটনা ঘটেছে।
কীওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে টাইম অ্যান্ড ডেটের ওয়েবসাইটে ২০২২ সালের ডিসেম্বর মাসে ৫টি শুক্রবার খুঁজে পাওয়া যায়। এবছর যথাক্রমে ২, ৯, ১৬, ২৩ ও ৩০ ডিসেম্বর শুক্রবার ছিল। একই ওয়েবসাইট ঘুরে ২০২১ সালের ডিসেম্বর মাসেও ৫টি শুক্রবার খুঁজে পাওয়া যায়। সে বছরের ৩, ১০, ১৭, ২৪ ও ৩১ ডিসেম্বর শুক্রবার ছিল।
২০২১ সালেও ডিসেম্বরে পাঁচটি বুধবার, পাঁচটি বৃহস্পতিবার ও পাঁচটি শুক্রবার ছিল এবং এমন ঘটনা ৮২৩ বছরে একবার ঘটে-দাবি করে এক তথ্য ফেসবুকে প্রচার হয়েছিল, যা নিয়ে ওই সময় ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। প্রতিবেদনটি দেখুন এখানে।
সিদ্ধান্ত
খ্রিস্ট্রীয় ক্যালেন্ডারে কোনো মাসে কোনো বিশেষ বার চারবারের অধিক থাকা সাধারণ ঘটনা। এটা এমন কোনো অলৌকিক ঘটনা নয়, যা প্রতি ৮২৩ বছর পরপর ঘটে। কিন্তু প্রায় সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য প্রচার করা হয়, যা মিথ্যা।
চলতি বছরের ডিসেম্বর মাস শুরু হয়েছে আজ শুক্রবার থেকে। তাই এই মাসের ক্যালেন্ডারে মোট ৫টি শুক্রবার জায়গা করে নিয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, ‘৮২৩ বছর পর এই ডিসেম্বর মাসে ৫টি শুক্রবার পড়েছে।’ তা নিয়ে মেতে উঠেছেন নেটিজেনরা।
‘নামাজ বেহেশতের চাবি’ নামে ফেসবুকে গ্রুপে গত ২৮ নভেম্বরের এক পোস্ট আজ শুক্রবার ( ১ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত ৬০০ বার শেয়ার হয়েছে। পোস্টটিতে রিয়েক্ট পড়েছে ৪ হাজার ৭০০। এর মধ্যে লাইক রিয়্যাক্ট পড়েছে প্রায় সাড়ে ৩ হাজার, লাভ রিয়্যাক্ট পড়েছে ১ হাজার। এতে মন্তব্য পড়েছে ৭৭৯টি, যেখানে অধিকাংশ নেটিজেন ধর্মীয় প্রশংসাসূচক কথা লিখেছেন।
একই তথ্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকেও প্রচার হতে দেখা যায়। টিকটকে এমন এক ভিডিও ৫০ হাজার বারের বেশি দেখা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানে দেখা যায়, ৮২৩ বছর পর এই ডিসেম্বর মাসে ৫টি শুক্রবার পড়ার দাবিটি সঠিক নয়। ২০২১ ও ২০২২ সালেই একই ঘটনা ঘটেছে।
কীওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে টাইম অ্যান্ড ডেটের ওয়েবসাইটে ২০২২ সালের ডিসেম্বর মাসে ৫টি শুক্রবার খুঁজে পাওয়া যায়। এবছর যথাক্রমে ২, ৯, ১৬, ২৩ ও ৩০ ডিসেম্বর শুক্রবার ছিল। একই ওয়েবসাইট ঘুরে ২০২১ সালের ডিসেম্বর মাসেও ৫টি শুক্রবার খুঁজে পাওয়া যায়। সে বছরের ৩, ১০, ১৭, ২৪ ও ৩১ ডিসেম্বর শুক্রবার ছিল।
২০২১ সালেও ডিসেম্বরে পাঁচটি বুধবার, পাঁচটি বৃহস্পতিবার ও পাঁচটি শুক্রবার ছিল এবং এমন ঘটনা ৮২৩ বছরে একবার ঘটে-দাবি করে এক তথ্য ফেসবুকে প্রচার হয়েছিল, যা নিয়ে ওই সময় ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। প্রতিবেদনটি দেখুন এখানে।
সিদ্ধান্ত
খ্রিস্ট্রীয় ক্যালেন্ডারে কোনো মাসে কোনো বিশেষ বার চারবারের অধিক থাকা সাধারণ ঘটনা। এটা এমন কোনো অলৌকিক ঘটনা নয়, যা প্রতি ৮২৩ বছর পরপর ঘটে। কিন্তু প্রায় সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য প্রচার করা হয়, যা মিথ্যা।
ভিডিওতে রাতের বেলা সাদা পাঞ্জাবি-টুপি পরা বিপুল সংখ্যক ব্যক্তিকে একটি প্যান্ডেল-মঞ্চের দিকে অগ্রসর হতে দেখা যায়। একপর্যায়ে তাদের মঞ্চে উঠে মেঝেতে আঘাত করতে এবং চেয়ার ভাঙচুর করতে দেখা যায়।
১ দিন আগেপুলিশের সামনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে—এই দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়ানো হয়েছে। একই ক্যাপশনে ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়ানো হয়েছে। ভিডিওটিতে একজন অর্ধনগ্ন ব্যক্তিকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত
২ দিন আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করছেন—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে পোস্ট করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও একই ভিডিও
৩ দিন আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলের ভেতরে মারা গেছেন—এই দাবিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিটি একই ক্যাপশনে বিভিন্ন এক্স ও ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। কথিত ওই বিজ্ঞপ্তির ছবিতে পাকিস্তান সরকারের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ ১০
৪ দিন আগে