Ajker Patrika

৮২৩ বছর পর ৫টি শুক্রবার পড়ল এই ডিসেম্বরে!

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৯: ৫১
৮২৩ বছর পর ৫টি শুক্রবার পড়ল এই ডিসেম্বরে!

চলতি বছরের ডিসেম্বর মাস শুরু হয়েছে আজ শুক্রবার থেকে। তাই এই মাসের ক্যালেন্ডারে মোট ৫টি শুক্রবার জায়গা করে নিয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, ‘৮২৩ বছর পর এই ডিসেম্বর মাসে ৫টি শুক্রবার পড়েছে।’ তা নিয়ে মেতে উঠেছেন নেটিজেনরা।

‘নামাজ বেহেশতের চাবি’ নামে ফেসবুকে গ্রুপে গত ২৮ নভেম্বরের এক পোস্ট আজ শুক্রবার ( ১ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত ৬০০ বার শেয়ার হয়েছে। পোস্টটিতে রিয়েক্ট পড়েছে ৪ হাজার ৭০০। এর মধ্যে লাইক রিয়্যাক্ট পড়েছে প্রায় সাড়ে ৩ হাজার, লাভ রিয়্যাক্ট পড়েছে ১ হাজার। এতে মন্তব্য পড়েছে ৭৭৯টি, যেখানে অধিকাংশ নেটিজেন ধর্মীয় প্রশংসাসূচক কথা লিখেছেন। 

ফেসবুকে এ পোস্টসহ একই দাবিতে প্রচারিত আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

একই তথ্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকেও প্রচার হতে দেখা যায়। টিকটকে এমন এক ভিডিও ৫০ হাজার বারের বেশি দেখা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

অনুসন্ধানে দেখা যায়, ৮২৩ বছর পর এই ডিসেম্বর মাসে ৫টি শুক্রবার পড়ার দাবিটি সঠিক নয়। ২০২১ ও ২০২২ সালেই একই ঘটনা ঘটেছে। 

কীওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে টাইম অ্যান্ড ডেটের ওয়েবসাইটে ২০২২ সালের ডিসেম্বর মাসে ৫টি শুক্রবার খুঁজে পাওয়া যায়। এবছর যথাক্রমে ২, ৯, ১৬, ২৩ ও ৩০ ডিসেম্বর শুক্রবার ছিল। একই ওয়েবসাইট ঘুরে ২০২১ সালের ডিসেম্বর মাসেও ৫টি শুক্রবার খুঁজে পাওয়া যায়। সে বছরের ৩, ১০, ১৭, ২৪ ও ৩১ ডিসেম্বর শুক্রবার ছিল। 

২০২১ ও ২০২২ সালের ডিসেম্বর মাসের ক্যালেন্ডার দেখুন এখানেএখানে। 

 ২০২১ ও ২০২২ সালের ডিসেম্বর মাসের ক্যালেন্ডার২০২১ সালেও ডিসেম্বরে পাঁচটি বুধবার, পাঁচটি বৃহস্পতিবার ও পাঁচটি শুক্রবার ছিল এবং এমন ঘটনা ৮২৩ বছরে একবার ঘটে-দাবি করে এক তথ্য ফেসবুকে প্রচার হয়েছিল, যা নিয়ে ওই সময় ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। প্রতিবেদনটি দেখুন এখানে। 

সিদ্ধান্ত 
খ্রিস্ট্রীয় ক্যালেন্ডারে কোনো মাসে কোনো বিশেষ বার চারবারের অধিক থাকা সাধারণ ঘটনা। এটা এমন কোনো অলৌকিক ঘটনা নয়, যা প্রতি ৮২৩ বছর পরপর ঘটে। কিন্তু প্রায় সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য প্রচার করা হয়, যা মিথ্যা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত