ফ্যাক্টচেক ডেস্ক
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে একজন শীর্ণদেহী বৃদ্ধ ব্যক্তির ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, তাঁর বয়স ৩০৯ বছর। গত ২১ নভেম্বর টিকটকে প্রচারিত ভিডিওটি আজ রোববার (২৬ নভেম্বর) বেলা ১টা পর্যন্ত প্রায় ৩৬ লাখ বার দেখা হয়েছে। রিয়েক্ট পড়েছে প্রায় ৩ লাখ ৭৬ হাজার। এটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার বার, মন্তব্য পড়েছে ২৮ হাজারের বেশি। এসব মন্তব্যে সৃষ্টিকর্তার প্রশংসা করতে দেখা যায়।
অনুসন্ধানে দেখা যায়, টিকটকে প্রচারিত বয়োবৃদ্ধ ব্যক্তিটির বয়স ৩০৯ বছর নয়। তার প্রকৃত বয়স ছিল ১০৯ বছর এবং তিনি ২০২২ সালের মার্চ মাসে মারা গিয়েছেন।
রিভার্স ইমেজ অনুসন্ধানে বৌদ্ধ বিষয়ক জার্নাল বুড্ডিস্ট ডোর গ্লোবালে ২০২২ সালের ৮ এপ্রিল এক প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভিডিওটিতে দৃশ্যমান বয়োবৃদ্ধ ব্যক্তিটির নাম লুয়াং ফো ইয়াই। তিনি একজন থাই বৌদ্ধ ভিক্ষু; ২০২২ সালের ২২ মার্চ ১০৯ বছর বয়সে মারা যান।
ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০২২ সালে ইন্টারনেটে লুয়াং ফো ইয়াইয়ের বেশ কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। সেসব ভিডিওর কোথাও কোথাও তাকে ১৬৩ বছর বয়সী বৌদ্ধ ভিক্ষু, আবার কোথাও কোথাও ৩৯৯ বছর বয়সী নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ভিডিওগুলো টিকটকে প্রচার করেছিলেন তাঁর নাতনি আউ আউয়ারে। সে সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগের ২০২২ সালের ৩ মে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। লুয়াং ফো ইয়াইয়ের প্রপৌত্রী সরন্যা খিয়েউইলাই এএফপিকে বলেন, লুয়াং ফো ইয়াই ১০৯ বছর বয়সে ২০২২ সালের ২২ মার্চ মারা যান।
সিদ্ধান্ত
ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, টিকটকে ৩০৯ বছর বয়স দাবি করে যে ব্যক্তির ভিডিও প্রচার করা হচ্ছে, তিনি একজন থাই বৌদ্ধ ভিক্ষু; যিনি বর্তমানে বেঁচে নেই। ২০২২ সালের ২২ মার্চ ১০৯ বছর বয়সে তিনি পরলোকগত হন।
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে একজন শীর্ণদেহী বৃদ্ধ ব্যক্তির ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, তাঁর বয়স ৩০৯ বছর। গত ২১ নভেম্বর টিকটকে প্রচারিত ভিডিওটি আজ রোববার (২৬ নভেম্বর) বেলা ১টা পর্যন্ত প্রায় ৩৬ লাখ বার দেখা হয়েছে। রিয়েক্ট পড়েছে প্রায় ৩ লাখ ৭৬ হাজার। এটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার বার, মন্তব্য পড়েছে ২৮ হাজারের বেশি। এসব মন্তব্যে সৃষ্টিকর্তার প্রশংসা করতে দেখা যায়।
অনুসন্ধানে দেখা যায়, টিকটকে প্রচারিত বয়োবৃদ্ধ ব্যক্তিটির বয়স ৩০৯ বছর নয়। তার প্রকৃত বয়স ছিল ১০৯ বছর এবং তিনি ২০২২ সালের মার্চ মাসে মারা গিয়েছেন।
রিভার্স ইমেজ অনুসন্ধানে বৌদ্ধ বিষয়ক জার্নাল বুড্ডিস্ট ডোর গ্লোবালে ২০২২ সালের ৮ এপ্রিল এক প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভিডিওটিতে দৃশ্যমান বয়োবৃদ্ধ ব্যক্তিটির নাম লুয়াং ফো ইয়াই। তিনি একজন থাই বৌদ্ধ ভিক্ষু; ২০২২ সালের ২২ মার্চ ১০৯ বছর বয়সে মারা যান।
ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০২২ সালে ইন্টারনেটে লুয়াং ফো ইয়াইয়ের বেশ কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। সেসব ভিডিওর কোথাও কোথাও তাকে ১৬৩ বছর বয়সী বৌদ্ধ ভিক্ষু, আবার কোথাও কোথাও ৩৯৯ বছর বয়সী নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ভিডিওগুলো টিকটকে প্রচার করেছিলেন তাঁর নাতনি আউ আউয়ারে। সে সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগের ২০২২ সালের ৩ মে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। লুয়াং ফো ইয়াইয়ের প্রপৌত্রী সরন্যা খিয়েউইলাই এএফপিকে বলেন, লুয়াং ফো ইয়াই ১০৯ বছর বয়সে ২০২২ সালের ২২ মার্চ মারা যান।
সিদ্ধান্ত
ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, টিকটকে ৩০৯ বছর বয়স দাবি করে যে ব্যক্তির ভিডিও প্রচার করা হচ্ছে, তিনি একজন থাই বৌদ্ধ ভিক্ষু; যিনি বর্তমানে বেঁচে নেই। ২০২২ সালের ২২ মার্চ ১০৯ বছর বয়সে তিনি পরলোকগত হন।
ভারতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে এর আগে একাধিক ভিডিও ছড়ালে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন—এমন দাবিতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
২ দিন আগেসামরিক পোশাক পরা এবং সাধারণ পোশাক পরা লোকজনের মধ্যে হাতাহাতি চলছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
৩ দিন আগেছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর পর থেকে মাঝে মাঝে তাকে নিয়ে নানা তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তেমনি একটি তথ্য...
৩ দিন আগেকক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, ভিডিওতে থাকা তরুণী পর্যটক ছিলেন। তাঁর গাড়ি থামিয়ে ছিনতাই...
৪ দিন আগে