ফ্যাক্টচেক ডেস্ক
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে একজন শীর্ণদেহী বৃদ্ধ ব্যক্তির ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, তাঁর বয়স ৩০৯ বছর। গত ২১ নভেম্বর টিকটকে প্রচারিত ভিডিওটি আজ রোববার (২৬ নভেম্বর) বেলা ১টা পর্যন্ত প্রায় ৩৬ লাখ বার দেখা হয়েছে। রিয়েক্ট পড়েছে প্রায় ৩ লাখ ৭৬ হাজার। এটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার বার, মন্তব্য পড়েছে ২৮ হাজারের বেশি। এসব মন্তব্যে সৃষ্টিকর্তার প্রশংসা করতে দেখা যায়।
অনুসন্ধানে দেখা যায়, টিকটকে প্রচারিত বয়োবৃদ্ধ ব্যক্তিটির বয়স ৩০৯ বছর নয়। তার প্রকৃত বয়স ছিল ১০৯ বছর এবং তিনি ২০২২ সালের মার্চ মাসে মারা গিয়েছেন।
রিভার্স ইমেজ অনুসন্ধানে বৌদ্ধ বিষয়ক জার্নাল বুড্ডিস্ট ডোর গ্লোবালে ২০২২ সালের ৮ এপ্রিল এক প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভিডিওটিতে দৃশ্যমান বয়োবৃদ্ধ ব্যক্তিটির নাম লুয়াং ফো ইয়াই। তিনি একজন থাই বৌদ্ধ ভিক্ষু; ২০২২ সালের ২২ মার্চ ১০৯ বছর বয়সে মারা যান।
ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০২২ সালে ইন্টারনেটে লুয়াং ফো ইয়াইয়ের বেশ কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। সেসব ভিডিওর কোথাও কোথাও তাকে ১৬৩ বছর বয়সী বৌদ্ধ ভিক্ষু, আবার কোথাও কোথাও ৩৯৯ বছর বয়সী নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ভিডিওগুলো টিকটকে প্রচার করেছিলেন তাঁর নাতনি আউ আউয়ারে। সে সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগের ২০২২ সালের ৩ মে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। লুয়াং ফো ইয়াইয়ের প্রপৌত্রী সরন্যা খিয়েউইলাই এএফপিকে বলেন, লুয়াং ফো ইয়াই ১০৯ বছর বয়সে ২০২২ সালের ২২ মার্চ মারা যান।
সিদ্ধান্ত
ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, টিকটকে ৩০৯ বছর বয়স দাবি করে যে ব্যক্তির ভিডিও প্রচার করা হচ্ছে, তিনি একজন থাই বৌদ্ধ ভিক্ষু; যিনি বর্তমানে বেঁচে নেই। ২০২২ সালের ২২ মার্চ ১০৯ বছর বয়সে তিনি পরলোকগত হন।
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে একজন শীর্ণদেহী বৃদ্ধ ব্যক্তির ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, তাঁর বয়স ৩০৯ বছর। গত ২১ নভেম্বর টিকটকে প্রচারিত ভিডিওটি আজ রোববার (২৬ নভেম্বর) বেলা ১টা পর্যন্ত প্রায় ৩৬ লাখ বার দেখা হয়েছে। রিয়েক্ট পড়েছে প্রায় ৩ লাখ ৭৬ হাজার। এটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার বার, মন্তব্য পড়েছে ২৮ হাজারের বেশি। এসব মন্তব্যে সৃষ্টিকর্তার প্রশংসা করতে দেখা যায়।
অনুসন্ধানে দেখা যায়, টিকটকে প্রচারিত বয়োবৃদ্ধ ব্যক্তিটির বয়স ৩০৯ বছর নয়। তার প্রকৃত বয়স ছিল ১০৯ বছর এবং তিনি ২০২২ সালের মার্চ মাসে মারা গিয়েছেন।
রিভার্স ইমেজ অনুসন্ধানে বৌদ্ধ বিষয়ক জার্নাল বুড্ডিস্ট ডোর গ্লোবালে ২০২২ সালের ৮ এপ্রিল এক প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভিডিওটিতে দৃশ্যমান বয়োবৃদ্ধ ব্যক্তিটির নাম লুয়াং ফো ইয়াই। তিনি একজন থাই বৌদ্ধ ভিক্ষু; ২০২২ সালের ২২ মার্চ ১০৯ বছর বয়সে মারা যান।
ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০২২ সালে ইন্টারনেটে লুয়াং ফো ইয়াইয়ের বেশ কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। সেসব ভিডিওর কোথাও কোথাও তাকে ১৬৩ বছর বয়সী বৌদ্ধ ভিক্ষু, আবার কোথাও কোথাও ৩৯৯ বছর বয়সী নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ভিডিওগুলো টিকটকে প্রচার করেছিলেন তাঁর নাতনি আউ আউয়ারে। সে সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগের ২০২২ সালের ৩ মে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। লুয়াং ফো ইয়াইয়ের প্রপৌত্রী সরন্যা খিয়েউইলাই এএফপিকে বলেন, লুয়াং ফো ইয়াই ১০৯ বছর বয়সে ২০২২ সালের ২২ মার্চ মারা যান।
সিদ্ধান্ত
ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, টিকটকে ৩০৯ বছর বয়স দাবি করে যে ব্যক্তির ভিডিও প্রচার করা হচ্ছে, তিনি একজন থাই বৌদ্ধ ভিক্ষু; যিনি বর্তমানে বেঁচে নেই। ২০২২ সালের ২২ মার্চ ১০৯ বছর বয়সে তিনি পরলোকগত হন।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৮ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
২২ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫